দীর্ঘ অপেক্ষা কাটিয়ে দলে ফিরলেন ফিনিশ তারকা জনি কাউকো। মোহনবাগান শিবির একটু হলেও স্বত্তিতে ফিরলো।
চলতি Indian Super League মোহনবাগান পয়েন্টস টেবিলের উপরের দিকে থাকলেও এখনো পর্যন্ত জয় পায়নি বড়ো কোনো দলের বিরুদ্ধে। পুরোনো ছন্দে যেন ফিরতেই পারছেনা সবুজ মেরুন শিবির। একের পর এক অঘটন ঘটেই চলেছে।
কলকাতা ডার্বি ম্যাচে কি জনি কাউকো Jony Kauko খেলবেন?
Hero Indian Super League হিরো ইন্ডিয়ান সুপার লীগের খাতা কলমে সবথেকে দামী দল হওয়া সত্ত্বেও যেন ঠিক তালমেল গড়ে তুলতে পারছেন না। যদিও গত সিজনে ফাইনাল জিতে ছিল তবুও এর আগের সিজনে দল নাকি ভালো স্ট্রাইকারের জন্য ভুগ ছিল তাই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার সদ্য বিশ্বকাপ খেলে আসা জেসন কামিন্স এবং আলবেনিয়ার আর্মান্দো সাদিকু কে বিপুল অর্থ খরচ করে দলে নেয় গোয়েঙ্কার দল।
সবে কলিঙ্গ সুপার কাপ শেষ করে ফিরেছে দল। সুপার কাপের প্রথম দুই ম্যাচে কোনো রকম জয় পেলেও ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব এর 3 – 1 গোলে হারতে হয়েছে সবুজ মেরুন ব্রিগেড কে।
এবার দলে ফিরলেন ফিনিশ তারকা জনি কাউকো। অনেক দিন যাবত তাকে নিয়ে কল্পনা যল্পনা চলছিল। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে এলেন জনি।
Mohunbagan Super Giants একটি ফেসবুক পোস্ট এর মাধ্যমে তা প্রকাশ করেছে। সেই ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে তাঁকে। ট্রেনিং কিট পরে প্র্যাকটিসে নেমে পড়েছেন জনি কাউকো।
তবে মূল ম্যাচে কবে ফিরবেন তা এখনো জানা যায়নি।