Electricity bill News । আর লাগবে না বিদ্যুৎ বিল। হঠাৎ সিদ্ধান্ত কেন্দ্রের । 2024

Published On:

দেশের মোট এক কোটি সাধারণ মানুষকে দেওয়া হবে বিদ্যুৎ কানেকশন” অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় ঘোষণা করেন কেন্দ্রীয় সরকার।

বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে আর চিন্তা করতে হবে না। নতুন বছরে সুখবর নিয়ে এল সরকার। বিদ্যুৎ বিলের উপর হতে চলেছে মোটা শাশ্রয়। মোট ৩০০ ইউনিট বিদ্যুৎ প্রর্যন্ত ছাড় পাবেন গ্ৰাহকরা। ফলে বাঁচবে ১৫ থেকে ১৮ হাজার টাকা। এই উদ্যোগ এর ফলে সাধারণ মানুষ দারুন ভাবে উপকৃত হতে পারেন বলে আশাবাদী সকলই।
Free Electricity Bill

কিছু দিন আগেই লোকসভায় ২০২৩-২৪ সালের অন্তর্বর্তী বাজেট ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অনেকেই হয়তো তাকিয়ে ছিলেন সেই দিকে। কোন জিনিসের দাম কত বাড়বে বা কমবে তার নিয়ে ছিল বেশ যল্পনা। আর অন্তর্বর্তী বাজেট পেশের পরই Electricity bill বিদ্যুৎ বিল নিয়ে বড়ো ঘোষণা দেয় কেন্দ্র সরকার।

“দেশের মোট এক কোটি সাধারণ মানুষকে দেওয়া হবে বিদ্যুৎ কানেকশন” অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় ঘোষণা করেন কেন্দ্রীয় সরকার। সোলার প্যানেল এর মাধ্যমে দেওয়া হবে বিদ্যুৎ কানেকশন। মূলত উত্তর-পূর্ব ভারতের দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকা গুলিতে সোলার প্যানেলের মাধ্যমে Electricity কানেকশন দেওয়া হবে।ফলে মাসিক ৩০০ ইউনিট প্রর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় হবে বলে আশা করা যাচ্ছে।

কারা পাবেন ফ্রি বিদ্যুৎ কানেকশন? Electricity Connection

২০২২ সালে সৌর প্যানেলের মাধ্যমে মোট 40 গিগাওয়াট বিদ্যুৎ প্রদান করার লক্ষ্যমাত্রা নিয়েছিল কেন্দ্র সরকার।যেখানে মাত্র 5.67 গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার মাত্র ১৫ শতাংশ। তবে তখন এই প্রকল্প সারা না পেলেও হাল ছাড়েনি কেন্দ্র সরকার।

২২শে জানুয়ারি ২০২৪ সালে অর্থাৎ দেশে রাম মন্দির উদ্বোধন এর দিনেই প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে পরিবার গুলি এখনো বিদ্যুৎহীন তাদের বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর জন্য নতুন প্রকল্প চালু করতে যাচ্ছে কেন্দ্র সরকার। যার ফলে প্রতি বছরে ১৫ হাজার টাকা থেকে ১৮ হাজার টাকা সাশ্রয় হবে প্রত্যেকের।

মোট কত টাকা খরচ করবে সরকার? Electricity bill news

মোট ১.২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য। RIC সংস্থা করবে এই প্রকল্পের কাজ। আগামী বছরের বাজেটে এই প্রকল্প সিদ্ধান্ত গ্ৰহণ করেছে সরকার। ঐ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান জানান “আটটি ৮টি পাবলিক কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য।

২০৩০ সাল পর্যন্ত মোট ৫০০ গিগা ওয়াটের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বর্তমানে। যার মধ্যে ২৯২ গিগা ওয়াট কমপক্ষে সরবরাহ করা হবে বলে মনে করছে সরকার। তবে যাইহোক, সোলার প্যানেলের মাধ্যমে ইলেকট্রিসিটি কানেকশন অনেক দিক থেকে উপকারে আসবে। এর মাধ্যমে একদিকে বিদ্যুৎ খরচ কম হবে। ফলে সাশ্রয় হবে সাধারণ মানুষের অনেক টাকাই।

Join Our Group

Join Telegram