মোদি সরকারের বড় ঘোষণা! 3000 টাকা করে দিচ্ছে সবাইকে, এই কার্ডটি বানালেই পাবেন।

Last Updated:

ভারতে ই শ্রম কার্ড (Eshram Card Apply) নিয়ে বছরের শুরু থেকেই অনেক ধরণের কথা বার্তা ও খবর সম্পর্কে জানতে পাওয়া যাচ্ছিল। এবার লোকসভা ভোটের আগেই দেশের দরিদ্র এবং অস্থায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। এখন থেকে Eshram Card নামক নতুন এক জনকল্যাণমূলক পরিষেবার অধীনে প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন দেশের অসংখ্য বেকার যুবক যুবতী ও দরিদ্র শ্রমিকরা‌। বর্তমানে ভারতে বিভিন্ন জায়গায় প্রায় ৪০ কোটিরও বেশি মানুষ কাজ করেন।

Eshram Card কিভাবে অনলাইন আবেদন করবেন

  • অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন, তারা ই শ্রম কার্ডে (Eshram Card) নাম লেখাতে পারবেন।
  • আবেদনকারীর বয়স হতে হবে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে।
  • ইপিএফও (EPFO) ইএসআই (ESI) এর সুবিধা পাচ্ছেন এমন ব্যক্তিরা এই কার্ডে (Eshram Card Apply) নাম নথিভুক্ত করতে পারবেন না।

Eshram Card আবেদন করার প্রয়োজনীয় নথিপত্র

  1. আবেদনকারীর নিজস্ব আধার কার্ড (Aadhaar Card)
  2. আবেদনকারীর নিজস্ব নামে থাকা ব্যাংক একাউন্টের কপি (Bank Account Xerox)
  3. আবেদনকারীর নিজস্ব মোবাইল নম্বর (Mobile Number)

Eshram Card Apply Process Online

অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ বাড়িতে বসেই এখানে আবেদন করা যাবে। এর জন্য eSharm পোর্টালে গিয়ে নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলি জমা দিয়ে আপলোড করতে হবে, তাহলেই আবেদনকারী এই কার্ডটির (Eshram Card Apply) সুবিধা উপভোগ করতে পারবেন। এই কার্ডের আরও সুবিধা সম্পর্কে আপনাদের জেনে নিতে হবে।

Eshram Card এ 3000 টাকা পাবেন কিভাবে

  1. অসংগঠিত ক্ষেত্রে কাজ করা ই শ্রম কার্ড থাকা কর্মীরা, ষাট বছর বয়সের পর প্রতি মাসে ৩০০০, টাকা করে পেনশন পেতে পারেন।
  2. কর্মরত অবস্থায় কোনো অ্যাক্সিডেন্টের ফলে যদি ব্যক্তিটির অঙ্গহানি হয় বা পঙ্গু হয়ে যান, সেক্ষেত্রে তার পরিবার এক লক্ষ টাকার আর্থিক অনুদান পেতে পারবেন।
  3. যদি ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত থাকা ব্যক্তিটি হঠাৎ মারা যান তবে তার পরিবার দু লক্ষ টাকার বীমার সাহায্য পাবেন।

Join Our Group

Join Telegram