Fire Operator job: ফায়ার অপারেটর পদে শুরু বিপুল পরিমাণ কর্মী নিয়োগ। দেখুন কিভাবে আবেদন করতে?

Published On:

Fire Operator job: আবারও খুশির খবর সমস্ত চাকরি প্রার্থীদের জন্য। গত ডিসেম্বরে মমতা ব্যানার্জির নেতৃত্বে নবান্নে মন্ত্রীসভার যে বৈঠক হয় সেখানে 1000 দমকল কর্মীর শূন্য পদের কথা উল্লেখ করা হয়। এবার সেই শূন্য পদগুলিতে নিয়োগের উদ্যোগ নিতে চাইছে রাজ্য সরকার।

Fire Operator পদে বিপুল পরিমাণ কর্মী নিয়োগ। Fire Operator job 

বর্তমানে মোট 3000 শূন্য পদ রয়েছে রাজ্যের ফায়ার অপারেটর পদে। তবে এই মুহূর্তে 1 হাজার কর্মী নিয়োগ করতে চাওয়ার কথা বলা হচ্ছে রাজ্য সরকার থেকে। এবং দমকল বিভাগের সেই প্রস্তাবে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা। Fire Oparetor job

রাজ্যে দমকল বিভাগের নিয়োগের ক্ষেত্রে কোনও পৃথক বোর্ড নেই। মূলত এই দফতরে নিয়োগের জন্য রাজ্য পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ে থাকে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এ বছরেও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই দমকল দফতরে কর্মী নিয়োগ করা হবে। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর দমকল দফতর সরকারি ভাবে প্রস্তাব পাঠাবে পিএসসি-কে। তার পরই নিয়োগ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া শুরু করবে কমিশন। Fire Operator job

এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়সসীমা রাখা হয়েছে 18 বছর। এবং সর্বোচ্চ 27 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত জাতির প্রার্থীদের জন্য বয়সের ছাড়পত্র থাকবে।

বর্তমানে রাজ্যে ফায়ার অপারেটর পদে বেতন কাঠামো হল পে স্কেল 5400 টাকা থেকে 25,200 টাকা। এবং এই পদের জন্য গ্রেড পে দেওয়া হয় 2600 টাকা। এখন শুধু অপেক্ষার পদের জন্য সরকার কর্তৃক কবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ফায়ার অপারেটর পদে 2022 সালেও একবার নিয়োগ পরীক্ষা নিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন। সেই সময়ে 1452 টি শূন্যপদ পূরণ করার জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল।

আরও পড়ুন, আধার কার্ড বাতিল হচ্ছে কেন ! আপনার আধার কার্ড ঠিক আছে তো? চেক করে নিন তাড়াতাড়ি ।

Disclaimer:-আমরা শুধুমাত্র চাকরির খবর প্রকাশ করে থাকি। সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। ভুলত্রুটি হলে তা ইচ্ছাকৃত নয় এবং মার্জনীয়। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিজের দায়িত্বে আবেদন করবেন।

Join Our Group

Join Telegram