Food SI exam book List : এই দুটি বই কিনে Food SI পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন, দেখে নিন বইয়ের নাম গুলো

Last Updated:

আজ আমি এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুল এসআই পরীক্ষার জন্য সবচেয়ে ভালো বই কোনগুলো| যে বইগুলো পড়লে আপনি ফুড এসআই পরীক্ষার সিলেবাস কভার করতে পারবেন|

Food SI পরীক্ষার জন্য বই 2024 –WBPSC Food SI exam book List 2024

WBPSC Food SI পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বইগুলির নাম একই থাকে । আপনি যদি এবছর WBPSC Food si পরীক্ষা দিতে চলেছেন তাহলে অবশ্যই আপনার জানা উচিত যে food si পরীক্ষার জন্য কোনো কোন বই গুলো পড়া উচিত। যেহেতু শিক্ষার্থীদের অফলাইন মোডে লিখিত পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে, তাই সম্পূর্ণ প্রস্তুতি প্রয়োজন। তাছাড়া 100 নম্বরের লিখিত পরীক্ষার পর 20 নম্বরের Personality Test পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার জন্য যে সমস্ত বইগুলো আপনি ফলো করবেন এক নজরে দেখে নিন।

Food SI পরীক্ষার জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

WBPSC Food SI Exam 2023 বই pdf


আপনাকে একটি General Studies বই এবং একটি Mathematics বই কিনতে হবে | আমরা নিচে কয়েকটি বইয়ের নাম আপনাদের সাজেস্ট করছি। যদি আপনি কম বই কিনে Food si exam preparation নিতে চান তাহলে আমি বলব আপনি শুধুমাত্র দুটি বই কিনতে পারেন l

আমরা দুটি বাংলা ভার্সন বই এবং দুটি ইংরেজি ভার্সন বই এর নাম আপনাদের সাথে শেয়ার করছি।। আপনি Food SI book হিসাবে যেকোনো দুটি বই কিনতে পারেন ।

Food SI bengali version book list

  1. General Knowledge (সাধারণ জ্ঞান) –Tarun Goyal Buy Book Now

Or, Tapati Publication Gk Book – Buy Book Now


  1. Quantitative Aptitude (গণিত) – R.S Agarwal Buy Book Now

Or, Subir Das Mathematics Challenger book- Buy Book Now

Food SI English version book list

  1. General Knowledge – Lucent Buy Book Now
  2. Objective Arithmetics – R. S Agarwal Buy Book Now

বিনামূল্যে FOOD SI BOOK PDF পেতে CLICK HERE A Click করুন

নিচে বিশেষভাবে ডেডিকেটেড WBPSC Food SI পরীক্ষার বই এর তালিকা দেওয়া হল।

WBPSC Food & Supplies Sub Inspector Examination Solved Papers & Practice Sets (Bengali Version)

CRACK Sub-Inspector of Food & Supplies Service, Grade – III (Practice Book) 2023 (Bengali Version)

Food SI পরীক্ষার জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

_________________________________________

Join Our Group

Join Telegram