Food SI পরীক্ষার গুরুত্বপূর্ণ গাইডলাইনস। না মানলে বাতিল হতে পারে পরীক্ষা। দেখুন বিস্তারিত। 2024

Published On:

Food SI : যারা সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লায়েস সার্ভিসেসের সাব ইন্সপেক্টর পদের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য দারুন সুখবর। কারণ অপেক্ষার অবসান ঘটিয়ে ফুড এসআই (Food SI) নিয়োগের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হলো রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে। পরীক্ষা সমন্ধে যাবতীয় তথ্য জানতে বিস্তারিত পড়ুন।

ফুড এসআই পরীক্ষার তারিখ ও সময়? Food SI

অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ফুড এসআই এর পরীক্ষার কথা ঘোষণা করা হল। আগামী 16 মার্চ ও 17 মার্চ নেওয়া হবে পরীক্ষা। এমনটাই জানিয়েছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। আরও জানানো হয় যে নিয়মবিধি মেনে প্রতিদিন তিনটি সেশনে পরীক্ষা চলবে। প্রথম সেশনে 9:30 টা থেকে 11 টা, দ্বিতীয় দুপুর 12:30 টা থেকে 2 টো এবং তৃতীয় সেশনে বৈকাল 3:30 টে থেকে 5 টা পর্যন্ত চলবে পরীক্ষা। Food SI 2024

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 2 মার্চ 2024 থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনকারীরা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক নীচে দেওয়া হয়েছে।

Food SI এর পরীক্ষার জন্য দেওয়া হয়েছে বিশেষ কিছু সতর্কীকরণ বা গাইডলাইনস যেগুলো মেনেই দিতে হবে পরীক্ষা। আরও জানানো হয়েছে যে নির্দিষ্ট ভ্যেনু, তারিখ বা সেশন ছাড়া অন্য কোনো ভ্যেনু, তারিখ বা সেশনে পরীক্ষা দেওয়া যাবে না। Food SI 2024

দেখে নিন ফুড এসআই পরীক্ষার গুরুত্বপূর্ণ গাইডলাইনস গুলি –

  • পরীক্ষা শুরু হয়ে যাওয়ার  পর কোনও প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
  • পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। 
  • পরীক্ষা চলাকালীন কোনো ওয়াশরুম ব্যবহার করা যাবে না। একমাত্র ব্যতিক্রম, জরুরিকালীন অবস্থা।
  • মোবাইল ফোন সহ অন্য নিষিদ্ধ ও মূল্যবান বস্তু পরীক্ষাকেন্দ্রে যাতে পরীক্ষার্থীরা না নিয়ে আসেন, সেজন্য কমিশনের তরফে বারংবার সতর্ক করা হচ্ছে।
  • পরীক্ষার জন্য প্রয়োজনীয়, যেমন অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ ইত্যাদি ছাড়া কোনওরকম অন্য সামগ্রী নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসা যাবে না।
  • মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, যোগাযোগস্থাপনকারী যে কোনওরকম গ্যাজেট, ক্লিপবোর্ড পরীক্ষা কেন্দ্র চত্বরে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নির্দেশের অন্যথা হলে কড়া ব্যবস্থা। প্রয়োজনে ভবিষ্যতের যে কোনও পরীক্ষা বাতিল হতে পারে।
  • পরীক্ষার্থীদের কোনও জিনিস যদি হারিয়ে যায় তাহলে কমিশন কোনওভাবে দায়ি থাকবে না বলে জানানো হয়েছে। এছাড়াও পরামর্শ দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডে উল্লেখিত নির্দেশাবলী পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার। 
  • বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন

অফিসিয়াল ওয়েবসাইট – এখানে ক্লিক করুন

আরও পড়ুন, ফুড এসআই পরীক্ষার সমস্ত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

Disclaimer: আমরা শুধুমাত্র চাকরির খবর প্রকাশ করে থাকি। সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। ভুলত্রুটি হলে তা ইচ্ছাকৃত নয় এবং মার্জনীয়। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিজের দায়িত্বে আবেদন করবেন।

Join Our Group

Join Telegram