Food SI পরীক্ষা দেবেন? তাহলে আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

Published On:

আগামী শনিবার ও রবিবার অর্থাৎ ১৬ই মার্চ এবং ১৭ই মার্চ অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে মোট ছয়টি শিফটে এই পরীক্ষা নেওয়া হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল তারা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। মূলত পরীক্ষার সিফট কখন হবে, নির্দিষ্ট কেন্দ্র ইত্যাদি বিষয় সম্পর্কে পরীক্ষার্থীরা এডমিট কার্ডের মাধ্যমে জানতে পারবেন। তবে পাবলিক সার্ভিস কমিশনের এই পরীক্ষা সম্বন্ধে বিশেষ কিছু বার্তাও দেওয়া হয়েছে। দেখে নিন কি সেই বার্তা গুলি।

ফুড এসআই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। Food SI exam guidelines

১)পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নির্দেশ অনুযায়ী ফুড এসআই পরীক্ষা দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে তাই কোন পরীক্ষার দিন পরীক্ষার প্রশ্নপত্র সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারবেন না।

প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে যিনি পরীক্ষক থাকবেন প্রশ্নপত্র তাকে জমা দিতে হবে।

২)পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে থেকেই পরীক্ষা কেন্দ্রের প্রধান গেট বন্ধ করে দেয়া হবে। নির্দিষ্ট সময়ের পর পরীক্ষা কেন্দ্রে পৌঁছালে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। তাই দেরি না করে যথাযথ সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে।

আরও পড়ুনঃ বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে।

৩)কোন পরীক্ষার্থী মোবাইল ফোন স্মার্ট ওয়াচ পোর্টেবল স্ক্যানার ক্যালকুলেটর ব্লুটুথ ডিভাইসের মতো নানান ইলেকট্রনিক্স জিনিস পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারবে না।

৪)কোন পরীক্ষার্থী যদি পরীক্ষা কেন্দ্রে কোন ইলেকট্রনিক্স গেজেট নিয়ে ধরা পড়ে তাহলে সেই পরীক্ষা দিন পরীক্ষা পত্র বাতিল করা হবে।

৫)এবং পরীক্ষা কেন্দ্রে গিয়ে যদি কোন বস্তু হারিয়ে যায় তাহলে তার দায় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন নেবে না।

Join Our Group

Join Telegram