Forest department Group C job: বন দপ্তরে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি করা হয়েছে, জানুন আবেদন পদ্ধতি 

Published On:

বন দপ্তরে ক্লার্ক পদে নিয়োগ: ভারত সহ পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য একটি চাকরির খবর।  ভারত সহ পশ্চিমবঙ্গ রাজ্যের 23 জেলা থেকে চাকরি প্রার্থীরা বনদপ্তরের এই তিনটি পদের জন্য আবেদন করতে পারবেন।।  উক্ত পদে মহিলা ও পুরুষ উভয়ে আবেদন  করতে পারবেন।  আপনি যদি এই পথের জন্য আবেদন করতে চান তাহলে জেনে নিন কোন কোন পদে নিয়োগ করা হবে?   মাসিক বেতন কত দেয়া হবে?  শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন ? এবং কিভাবে আবেদন করতে হবে জানুন সম্পূর্ণ তথ্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে|  আজকের প্রতিবেদনটি প্রথম থেকে অবশ্যই পড়ুন 

Forest department Group C job 2024 – বন দপ্তরে ক্লার্ক পদে নিয়োগ 2024

পদের নাম : 

  • সেকশন অফিসার
  • অ্যাসিস্টেন্ট
  • আপার ডিভিশন ক্লার্ক

শিক্ষাগত যোগ্যতা : উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু স্নাতক পাশ করতে হবে।

মাসিক বেতন : মাসিক বেতন হিসেবে তিন পদের জন্য আলাদা আলাদা । নূন্যতম মাসিক বেতন দেওয়া হবে 25,500 টাকা এবং সর্বাধিক মাসিক বেতন দেওয়া হবে 44,000 টাকা।

বয়সসীমা : বয়স থাকতে হবে সর্বাধিক 56 বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি :

উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইন আবেদন করতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে এবং তারপর আবেদন পত্র প্রিন্ট আউট বের করতে হবে। সবশেষে আবেদন পত্র টি ভালো ভাবে পূরণ করতে হবে এবং জরুরি সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে একটি খামের ভিতর ভরে জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস : এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি জমা  দিতে হবে –

  • মাধ্যমিক এডমিট বা তার বয়সের প্রমাণ পত্র
  • পাসপোর্ট সাইজের ছবি
  • আধার বা ভোটার কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 
  • জাতিগত সংশয় পত্র
  • অন্যান্য

আবেদন করার শেষ তারিখ : অফলাইন আবেদন করতে পারবেন 15 জুন 2024 পর্যন্ত ।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা

The Dy. Director General of Forests (Central), Regional Office, Bhopal, Ministry of Environment, Forest & Climate Change, Kendriya Paryavaran Bhavan, Link Road No.3, E-5, Ravi Shankar Nagar, Arera Colony, Bhopal-462016 (M.P)।

অফিসিয়াল নোটিশ : Download

Join Our Group

Join Telegram