Cricket news: বিদায় জানালেন প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি। শোকের ছায়া ক্রিকেট দুনিয়ায়। দেখুন কে ছিলেন এই কিংবদন্তি।

Published On:

Cricket news: ফের একবার কাঁদলো ক্রিকেট বিশ্ব। সবাইকে কাঁদিয়ে মাত্র ৭৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তিনি। কথা বলছি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি মাইক প্রক্টর কে নিয়ে। হূদরোগে আক্রান্ত হয়ে 17 ফেব্রুয়ারি সকলকে বিদায় জানালেন তিনি।শোকাহত গোটা ক্রিকেট দুনিয়া। শোক প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

মাইক প্রক্টর কে ছিলেন এবং তার ক্রিকেট কেরিয়ার। Cricket news

তাঁর ইন্টারন্যাশনাল ক্যারিয়ার খুব একটা বড়ো না হলেও টেস্ট গ্ৰেটদের মধ্যে তিনি অন্যতম ছিলেন এমনটাই জানাই আইসিসি। অবশ্য তাঁর ক্যারিয়ার লম্বা না হওয়ার অন্যতম কারণ হলো ক্রিকেট থেকে দক্ষিণ আফ্রিকার নির্বাসন। দক্ষিণ আফ্রিকা 1970-80 সাল পর্যন্ত 10 বছরের জন্য ক্রিকেট বিশ্ব থেকে নির্বাসনে ছিল।

এর আগে প্রক্টর অস্ট্রেলিয়ার বিপক্ষে 7টি টেস্ট ম্যাচ খেলেছিল। তার সংগ্ৰহের মধ্যে ছিল 15.02 গড়ে 41 উইকেট।

তিনি পরিচিত ছিলেন তার ব্যতিক্রমী বোলিং অ্যাকশনের জন্য। বুক বরাবর হাত উঠিয়ে অতি দ্রুত গতিতে বল করতেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি যেই সাতটি টেস্ট ম্যাচ খেলেছিলেন তার মধ্যে ছয়টি ম্যাচেই জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবং একটি ড্র ছিল। ব্যাট হাতেও বেশ প্রভাবশালী ছিলেন তিনি। ১৯৬৯ ৭০ মৌসুমে চার শূন্যের ব্যবধানে অস্ট্রেলিয়া কে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা। যার মূল কারণ ছিলেন মাইক প্রক্টর। এবং এর কারণে উইজডেন ১৯৭০ এ বর্ষসেরা ক্রিকেটার  ঘোষণা করে তাকে। Cricket news

শুধু খেলতেই নয়। তিনি ছাপ ছেড়েছেন কোচিং জীবনেও। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের কোচিং করানো সুজোগও পেয়েছিলেন তিনি। তাঁরই নেতৃত্বে 1992 বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল তারা। এরপর 2002 সাল থেকে 2008 সাল পর্যন্ত আইসিসির ম্যাচ রেফারি হিসেবেও কাজ করেন তিনি।

এছাড়াও ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছিলেন তিনি। তবে তাদের দেশের কিছু অভ্যন্তরীন সমস্যার জন্য মাত্র 4 বছরই চলেছিল তার ইন্টারন্যাশানাল কেরিয়ার। তার দখলে ছিল 21936 রান এবং 1417 টি উইকেট।

আরও পড়ুন,গোলের বন্যা যুবভারতীতে। মোহনবাগান সুপার জায়ান্টস vs নর্থইস্ট ইউনাইটেড এফসি হাইলাইটস।

Join Our Group

Join Telegram