গাছ আমাদের বন্ধু রচনা। গাছ আমাদের বন্ধু প্রবন্ধ রচনা

Published On:

প্রবন্ধ রচনা : আজকের এই পোষ্টে গাছ আমাদের বন্ধু প্রবন্ধ রচনা ।গাছ আমাদের বন্ধু প্রবন্ধ রচনা class 10 or নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গাছ আমাদের বন্ধু pdf download, গাছপালা আমাদের বন্ধু যা নবম শ্রেণী ও  দশম শ্রেণীর আগত টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌।

গাছ আমাদের বন্ধু রচনা ক্লাস ৫ | গাছ আমাদের বন্ধু রচনা ক্লাস ৬।গাছ আমাদের বন্ধু রচনা ক্লাস ৪

‘‘গাছ আমাদের বন্ধু ’’ একটি অতি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নবম শ্রেণী ও  দশম শ্রেণীর টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য। 

প্রবন্ধ : গাছ আমাদের বন্ধু

ভূমিকা—বন্ধু হারানোর বেদনা • তোমার কাছে আমার হৃদয় • উপসংহার

“কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ, সূর্যের দিকে জোড় হাত তুলে

বলেছে, ‘আমি থাকব, আমি বাঁচব, আমি চিরপথিক…।’ গাছের সেই রব

আজও উঠেছে বনে বনে, পর্বত প্রান্তরে, তাদেরই শাখায় পত্রে ধরণীর প্রাণ

বলে উঠছে, ‘আমি থাকব, আমি থাকব।” [রবীন্দ্রনাথ ঠাকুর]

ভূমিকা: মানুষের শ্বাসপ্রশ্বাস, বেঁচে থাকার সঙ্গে যোগ রয়েছে গাছের। অতিপ্রাচীন কালে যখন কৃষিভিত্তিক সংস্কৃতির চল ছিল তখন গাছকে দেবতা হিসেবে পুজো করা হত । তপোবনের শিক্ষায় অরণ্য-প্রকৃতির ওপরে মানুষের নিশ্চিত নির্ভর প্রকাশ ঘটেছে। পুরাণের অর্থিরা অবদানের স্বীকৃতি জানিয়েছেন। গাছ মানুষকে আশ্রয় দেয়, সের পিসে মেটাবার উপকরণ জোগান দেয় শ্বাসপ্রশ্বাসের প্রয়োজ জাপানি থেকে শুরু করে বাড়ি তৈরি পর সবেতেই গাছের অসীম অবদান। আবার এই গাছ বা অরণ্য পরপাগিদের নিশ্চিত আবাসস্থল হয়ে রক্ষা করে জীববৈচিত্র্য, গাছ ভূমিক্ষয় রোধ করে, পৃথিবীতে বৃষ্টিপাতের পরিমাপকে নিয়ন্ত্রণ করে। অরণ্য ঝড়ের গতিবেগকে নিয়ন্ত্রণ করে, মরুভূমির সম্ভাবনাকে ব্যাহত করে। মানুষের জীবন ও জীবিকার সঙ্গে গাছের ঘনিষ্ঠ যোগ। ফলে আধুনিক পৃথিবীতে গাছের বস্তুগত বা আর্থিক মূল্য অসীম । আর এইসব কারণে গাছের ক্রমবর্ধিত মূলাই ক্ষতিকারক হয়ে গাছেদের পক্ষে। প্রকাশ্যে বা গোপনে নির্বিচারে চলছে অরণ্য ধ্বংস।

বন্ধু হারানোর বেদনা: সভ্যতার গর্বে উপাত্ত মানুষেরা মনে রাখেনি গাছেদের এই অবদান। তাই নগরায়ণের তীব্র সেপার তরাই থেকে সুন্দরবন—সর্বত্র চলছে অরণ্য ধ্বংসের সঙ্গে। এই অনন্ত লোভ আসলে নিশ্চিত করছে মানুষের সভ্যতার ধ্বংসকেই। বেড়ে যাচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা। মেরুপ্রদেশের বরফ গলে যাচ্ছে, বেড়ে যাচ্ছে পৃথিবীর জলর, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য— গাছপালা কমে যাওয়ায় অতিবেগুনি রশ্মির স্বচ্ছন্দ আগমন নানারকম অসুখবিসুখ ডেকে আনছে। বন্ধু হারানোর বেদনা পৃথিবীকে শূন্য করে তোলে। বিশেষজ্ঞদের মতে, কোনো দেশের আয়তনের তুলনায় ভূভাগের পরিমাপ যখন ৩৫ শতাংশের নীচে নেমে যাবে তখনই সেই দেশ বিপর্যয়ের মুখোমুখি হবে। ভারত-সহ পৃথিবীর বহু দেশই এখন এই সমস্যায় চিন্তিত।

তোমার কাছে আমার হৃদয়: রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বনমহোৎসবের আয়োজন করেছিলেন। ১৯৫০ সাল থেকে সরকারি স্তরে এই ‘বনমহোৎসব’-এর আয়োজন করা হচ্ছে। রাষ্ট্রসংঘ ২১ মার্চ দিনটিকে ‘বনদিবস’ হিসেবে চিহ্নিত করেছে। অরণ্যসংরক্ষণ ও বৃক্ষরোপণের পক্ষে জোরদার লড়াই করছেন বিশ্বজুড়ে পরিবেশবাদী সংগঠনগুলি। বিভিন্নরকম দূষণ ও গাছকাটা, জলাভূমি বোজানো ইত্যাদির বিরুদ্ধে গর্জে উঠছে সাধারণ মানুষ।

উপসংহার: সব শেষে বলা যায়, ‘একটি গাছ, একটি প্রাপ’—এই বাক্যকে নিছক স্লোগান নয়, করে তুলতে হবে জীবনযাপনের অনিবার্য শর্ত। আর তাহলেই তৈরি হবে আগামী প্রজন্মের জন্য পৃথিবীর এক গভীর এবং মানবিক মুখ |

অনুসরণে লেখা যায়:

■ মানবজীবনে বৃক্ষ 

■ আমাদের জীবনে গাছের থাকা না-থাকা

■ অরণ্যসংরক্ষণ ও বৃক্ষরোপণে

■ ‘বনমহোৎসব

তাই দেড়ি না করে এই পোস্টের গাছ আমাদের বন্ধু রচনা , গাছপালা আমাদের বন্ধু রচনা ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে পরিবেশ পরিসেবায় অরণ্য বৃক্ষরোপণ অভিযান রচনা,  গাছ আমাদের বন্ধু প্রবন্ধ রচনা Pdf download করে নিতে পারো। 

এছাড়াও তোমার মাধ্যমিক / নবম শ্রেণীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে। নবম শ্রেণীর প্রবন্ধ রচনা সাজেশন 2025 /  মাধ্যমিক প্রবন্ধ রচনা সাজেশন 2025

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- গাছ আমাদের বন্ধু প্রবন্ধ রচনা PDF

File Format:- PDF

File Location:- Google Drive

Download:   Click Here to Download 

      তোমাকে অসংখ্য ধন্যবাদ ! তোমার যদি  আমাদের এই ” গাছ আমাদের বন্ধু  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।

এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

_________ধন্যবাদ ❤️🤗 ________

Join Our Group

Join Telegram