Gas Price today in west bengal। হঠাৎ বাড়ল গ্যাসের দাম!দেখুন কত টাকা বাড়ল সিলিন্ডার প্রতি

Published On:

Gas Price today in west bengal :চিন্তায় পড়লেন সমস্ত কোলকাতাবাসি, মাসের শুরুতেই বাড়ল গ্রাসের মূল্য। দেশের তেল সংস্থা এর মধ্যেই একটি বিবৃতি দিয়েছে। দেখুন কত টাকা বাড়ল সিলিন্ডার প্রতি!

আজকে পশ্চিমবঙ্গে গ্যাসের দাম কত। Gas Price today in west bengal

নতুন বছরের শুরুতেই কমেছিল জ্বালানি গ্যাসের দাম। কিন্তু এক মাস যেতে না যেতেই বড়ো ঘোষণা কেন্দ্র সরকারের। ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই 1 February 2024 তারিখে অন্তর্বর্তী বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গ্যাসের দাম কমবে বলে আশা করেছিলেন অনেক মানুষই।

প্রত্যেক মাসের 1 তারিখ CNG, Petrol, Diesel ছারাও রান্নার গ্যাস ইত্যাদি জ্বালানির দাম পর্যালোচনা করে বিভিন্ন পেট্রোপন্য কোম্পানি। এই মাসেও তাই হয়েছে এবং 2 তারিখ থেকে সিলিন্ডার প্রতি 12.50 থেকে 18 টাকা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। এর ফলে কোলকাতায় জ্বালানি গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বাড়ল 18 টাকা।

কোন কোন গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল?

সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বাড়লেও আমজনতার ততটা অসুবিধা হবে না বলে আশা করায় যেতে পারে। অবাক হয়ে গেলেন? হ্যা গ্যাসের দাম বাড়লেও বাড়েনি লাল রঙের গ্যাস সিলিন্ডারের দাম। বেড়েছে নীল রঙের বানিজ্যিক রান্নার গ্যাসের দাম। তাই সাধারণ মানুষকে নতুন করে ভোগান্তিতে পড়তে হবে না বলে আশা করা যায়।

ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে গ্যাসের দাম কত বাড়ল। Gas Price in February in west bengal

31 জানুয়ারি প্রর্যন্ত যে বানিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার এর দাম ছিল 1869 টাকা তা শহর কোলকাতায় বেড়ে দাঁড়াল 1887 টাকায়

প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরেও!
রান্নার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বাড়বে হোটেল, রেস্তোরাঁ, অফিস ক্যান্টিন, স্কুল-কলেজের ক্যান্টিন, ফাস্টফুড সেন্টার ইত্যাদির।

এর ফলে ১ ফেব্রুয়ারি থেকে কলকাতায় রান্নার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১,৮৮৭ টাকায়। যা ৩১ জানুয়ারি পর্যন্ত ছিল ১,৮৬৯ টাকা। এদিকে চেন্নাইয়ে দাম বেড়েছে ১২.৫০ টাকা, ফলে সেখানে নতুন দাম হয়েছে ১,৯৩৭ টাকা। অপরদিকে বাণিজ্য নগরী মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১৫ টাকা। সেখানে নতুন দাম হয়েছে ১,৭২৩.৫০ টাকা।

সেই ধারা ফেব্রুয়ারি মাসেও বজায় থাকল। ফলে কলকাতায় বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার এই মাসেও ৯২৯ টাকায় পাওয়া যাবে। তবে বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিশেষ ছাড়ের ঘোষণা করলে সেক্ষেত্রের দাম আরও কমতে পারে বলে অনেকের আশা।

Join Our Group

Join Telegram