গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রশ্ন ও উত্তর 2024 : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রাকটিস সেট প্রশ্ন ও উত্তর। WB Gram Panchayat practice set questions answers in bengali | WB Gram Panchayat Recruitment Exam questions answers in bengali | পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর ।সেট – 01
আমরা পঞ্চায়েতে কর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 20 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সাজেশন প্রশ্ন উত্তর 2024। Gram Panchayat Exam Important questions answers in bengali 2024
প্রশ্ন : বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?
উত্তর : মুর্শিদকুলি খান।
প্রশ্ন : কোষের শক্তিঘর কাকে বলা হয়?
উত্তর : মাইট্রোকন্ডিয়া কে।
প্রশ্ন : বল পরিমাপের সমীকরণ পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে?
উত্তর : নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে।
প্রশ্ন : পৃথিবীর ব্যাসার্ধ ৬৩৭০ কিলোমিটার।
প্রশ্ন : পলাশীর যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর : ১৭৫৭ খ্রিস্টাব্দে
প্রশ্ন : কোষের মস্তিষ্ক কোন অঙ্গানুকে বলা হয়?
উত্তর : নিউক্লিয়াস কে।
প্রশ্ন : পৃথিবীর গভীরতম সোনার খনি রবিনসন ডীপ।
প্রশ্ন : কবে মুর্শিদকুলি খান মৃত্যুবরণ করেন ?
উত্তর : ১৭২৭ খ্রিস্টাব্দে
প্রশ্ন : পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
প্রশ্ন : নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায় ?
উত্তর : বলের সংজ্ঞা
প্রশ্ন : পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি অবস্থিত রাশিয়াতে।
প্রশ্ন : মহাসাগরের নিচে ভূত্বক গড়ে পাঁচ কিমি গভীর।
প্রশ্ন : তরলের চাপ কিসের উপর নির্ভর করে?
উত্তর : তরলের গভীরতার উপর।
প্রশ্ন : মহাদেশের নিচে ভূত্বক গড়ে ৬০ কিমি গভীর।
প্রশ্ন : বল পরিমাপ করা যন্ত্রের নাম কি?
উত্তর : স্প্রিং তুলা যন্ত্র
প্রশ্ন : ফারুকশিয়ার কবে ফরমান বা আদেশ জারি করেন?
উত্তর : ১৭১৭ খ্রিস্টাব্দে
প্রশ্ন : কেন্দ্রমন্ডলের গড় উষ্ণতা প্রায় 5 হাজার ডিগ্রি সেলসিয়াস।
প্রশ্ন : আত্মঘাতী থলি কাকে বলা হয়?
উত্তর : লাইসোজোমকে।
প্রশ্ন : ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান?
উত্তর : ১৭০৭ খ্রিস্টাব্দে
প্রশ্ন : কোষের প্রোটিন ফ্যাক্টরি কোন অঙ্গাণুকে বলা হয়?
উত্তর : রাইবোজোমকে।
প্রশ্ন : পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল
উত্তর : নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে।
প্রশ্ন : কত খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল
উত্তর : ১৭৬১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : প্রথম কোশ কে আবিষ্কার করেন?
উত্তর : বিজ্ঞানী রবার্ট হুক।
প্রশ্ন : বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর : মীর কাশিম।
প্রশ্ন : আলীবর্দী খান কবে মারা যান?
উত্তর : ১৭৫৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : এস আই পদ্ধতিতে বলের পরম একক কি?
উত্তর : এসআই পদ্ধতিতে বলের পরম একক নিউটন।
প্রশ্ন : সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি?
উত্তর : গ্রাম/ ঘন সেমি
প্রশ্ন : প্রথম সজীব কোষ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তর : বিজ্ঞানী লিউয়েনহক।
প্রশ্ন : ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?
উত্তর : নল ও রুস্কা।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । গ্রাম পঞ্চায়েত প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড ।পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট 01 , Gram Panchayat Exam questions answers in bengali pdf ,গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ প্রশ্ন ও উত্তর | গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সেট ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাই ভিজিট করুন।
Download:- Click here to download