গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রশ্ন ও উত্তর । সেট 03। দেখে নিন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি । Gram Panchayat Exam questions answer

Published On:

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রশ্ন ও উত্তর সেট: আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রাকটিস সেট প্রশ্ন ও উত্তর। WB Gram Panchayat practice set questions answers in bengali | WB Gram Panchayat Recruitment Exam questions answers in bengali | পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

গ্রাম পঞ্চায়েত  লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর | সেট – 03 | WB Gram Panchayat Exam Important questions answers in bengali

আমরা পঞ্চায়েতে কর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সাজেশন প্রশ্ন উত্তর 2024 | Gram Panchayat Exam Important questions in bengali 2024  

1. নীল বিপ্লব কথাটি কীসের সঙ্গে সম্পর্কিত?

a) মৎস্য উৎপাদন

(b) দুগ্ধ উৎপাদন

(c) তৈলবীজ চাষ 

(d) কোনােটিই নয়

2. পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল?

(a) 1820 সালে

(b) 1817 সালে

(c) 1830 সালে।

(d) 1902 সালে

3. WHO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

(a) কাঠমান্ডু 

(b) দিল্লি 

(c)জেনেভা 

(d) প্যারিস

(4) নীল কমিশন কত সালে গঠন করা হয়?

(a) 1806 সালে

(b) 1809 সালে।

(c) 1866 সালে

(d) 1860 সালে

(5) নাইজার কোথাকার প্রধান নদী ?

(a) ফ্রান্স।

b) পশ্চিম আফ্রিকা

(c) ইতালি।

(d) ইরাক

(6) কমনওয়েলথ-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

(a) প্যারিস 

(b) নিউইয়র্ক 

(c) ঢাকা 

(d) লন্ডন

7. জৈব অ্যাসিডের উদাহরণ কী?

(a) সাইট্রিক অ্যাসিড 

(b) টারটারিক অ্যাসিড

(c) দুটিই

(d) কোনােটিই নয়

(8) অপূর্ব, ভারতী চরিত্র দু’টি কোন উপন্যাসে আছে?

(a) নৌকাডুবি

b) পথের দাবী

(c) চরিত্রহীন

(d) গােরা

(9)‘মানব জমিন’ কোন লেখকের বিখ্যাত রচনা?

(a) বিমল কর

(b) সৈয়দ মুস্তাফা সিরাজ

(c) বুদ্ধদেব গুহ

d) শীর্ষেন্দু মুখােপাধ্যায়

10. কোন জায়গাটি স্বর্ণমন্দিরের শহর নামে পরিচিত?

a) অমৃতসর 

(b) মুম্বাই 

(c) চেন্নাই 

(d) আহমেদাবাদ

(11) কোথায় নীল নদ পতিত হয়েছে?

(a) বঙ্গোপসাগরে 

(b) ভূমধ্যসাগরে

(c) আরবসাগরে।

(d) কৃষ্ণসাগরে।

12. কোনটি ঋতুপর্ণ ঘােষ পরিচালিত চলচ্চিত্র নয়?

(a) ভুবনসােম।

(b) ফুলেশ্বরী

(c) পরমা

d) কোনােটিই নয়

15. কোষের শক্তিঘর বলা হয় নীচের কোনটিকে?

(a) পত্রমূল

(b) মাইটোকনড্রিয়া

(c) লেন্টিসেল

(d) জাইলেম

14. কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত?

(a) 173 K 

(b) 373 K 

(c) 273 K 

(d) 100K

15. 1 পারসেক = কত আলােকবর্ষ?

(a) 3.26

(b) 326

(c) 32.6

(d) 3.62

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । গ্রাম পঞ্চায়েত প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড ।পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট 03 , Gram Panchayat Exam questions answers in bengali pdf ,গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ প্রশ্ন ও উত্তর |  গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সেট ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাই  ভিজিট করুন।প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

Download:-   Click here to download  

Join Our Group

Join Telegram