গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রশ্ন ও উত্তর: আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রাকটিস সেট প্রশ্ন ও উত্তর। WB Gram Panchayat practice set questions answers in bengali | WB Gram Panchayat Recruitment Exam questions answers in bengali | পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । গ্রাম পঞ্চায়েত প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড ।পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট 05 , Gram Panchayat Exam questions answers in bengali pdf ,গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ প্রশ্ন ও উত্তর | গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সেট ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাই ভিজিট করুন।প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
গ্রাম পঞ্চায়েত লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর | সেট – 05 |
আমরা পঞ্চায়েতে কর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 50 + টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সাজেশন প্রশ্ন উত্তর 2024
প্রশ্ন : ভারতের বিপ্লবীবাদের জননী নামে কাকে ডাকা হয় ?
উত্তর : ভিকাজি রুস্তম কামা।
প্রশ্ন : ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ?
উত্তর : প্রীতিলতা ওয়াদ্দেদার।
প্রশ্ন : ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?
উত্তর : ১৯১১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : মহারাষ্ট্রের কোন বিপ্লবী দ্বিতীয় শিবাজি নামে খ্যাত ?
উত্তর : বাসুদেব বলবন্ত ফাদকে ।
প্রশ্ন : মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৮৮৪ খ্রিস্টাব্দ।
প্রশ্ন : রঞ্জিত সিংহকে কে রাজা উপাধি দিয়েছিলেন ?
উত্তর : কাবুল অধিপতি জামানশাহ।
প্রশ্ন : রণজিৎ সিংহের রাজধানী কোথায় ছিল ?
উত্তর : লাহাের।
প্রশ্ন : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কত সালে স্থাপিত হয় ?
উত্তর : ১৯২৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : রেডিক্যাল ডেমােক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : মানবেন্দ্রনাথ রায়।
প্রশ্ন : লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে।
প্রশ্ন : লন্ডনে কার্জন উইলিকে কে হত্যা করেন ?
উত্তর : মদনলাল ধিংড়া।
প্রশ্ন : লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর : কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস রাজদ্রোহের অপরাধে নিষিদ্ধ হয় ?
উত্তর : পথের দাবী।
প্রশ্ন : শের-ই-বাংলা কাকে বলা হয় ?
উত্তর : আবুল কাশেম ফজলুল হক।
প্রশ্ন : শ্রীরামপুর মিশন কে তৈরি করেন ?
উত্তর : উইলিয়াম কেরি।
প্রশ্ন : সংবাদপত্র দমন আইন’ কোন বড় লাট প্রত্যাহার করেন ?
উত্তর : রর্ড রিপন।
প্রশ্ন : সংবাদপত্রের মুক্তিদাতা নামে কে পরিচিত ?
উত্তর : মেটকাফ।
প্রশ্ন : সত্যশােধক সমাজ কে গঠন করেন ?
উত্তর : জ্যোতিবা ফুলে।
প্রশ্ন : সাইমন কমিশন কবে গঠিত হয় ?
উত্তর : ১৯২৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : সাধারন জনশিক্ষা কমিটি কবে গঠিত হয় ?
উত্তর : ১৮২৩ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা কোথায় হয়েছিল ?
উত্তর : ব্যারাকপুরে।
প্রশ্ন : স্বত্ববিলােপ নীতি কে, কবে প্রবর্তন করেন ?
উত্তর : ১৮৪৮ খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি।
প্রশ্ন : স্বরাজ্য দলের প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর : মতিলাল নেহেরু।
প্রশ্ন : স্বরাজ্য দলের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর : এলাহাবাদ।
প্রশ্ন : স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
উত্তর : জে. বি. কৃপালিনী।
প্রশ্ন:- “সীমান্ত গান্ধী “নামে কে পরিচিত?
উত্তর :-আব্দুল গফফর খাঁন
প্রশ্ন:- ভারতের ‘লৌহমানব ‘ কাকে বলা হয় ?
উত্তর :-সর্দার বল্লভভাই প্যাটেল
প্রশ্ন:- “হিন্দুস্থানের তোতাপাখী “কোন সুলতানি কবিকে বলা হয় ? উত্তর : – আমির খসরু
প্রশ্ন:- মুঘল ভারতে কে “জিন্দাপীর” নামে পরিচিত ?
উত্তর :-ঔরঙ্গজেব
প্রশ্ন : হরিপুরাতে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে সভাপতি কে ছিলেন ?
উত্তর : সুভাষচন্দ্র বসু।
প্রশ্ন : . কোন শব্দ থেকে মুঘল কথাটি এসেছে ? উ মঙ্গোল শব্দ থেকে
প্রশ্ন : . মোঘল যুগের সরকারি ভাষা কী ? উ ফার্সী
প্রশ্ন : . মোঘলদের কথ্য ভাষা কী ? উ ঊর্দু
প্রশ্ন : মোঘলদের আদি বসতিস্থান কোথায় ছিল ? উ মধ্য এশিয়া
প্রশ্ন : মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? উ বাবর
প্রশ্ন : বাবরের প্রকৃত নাম কি ? উ জহিরুদ্দিন মহম্মদ বাবর
প্রশ্ন : .বাবরের জন্ম কত সালে ? উ ১৪৮৩
প্রশ্ন : বাবরের পিতার নাম কী ? উ ওমর শেখ মির্জা ( তৈমুর লঙের বংশধর )
প্রশ্ন : বাবরের মাতার নাম কী ? উ কুতলু নিগর খানম ( চেঙ্গিস খাঁ বংশধর)
প্রশ্ন : বাবরের উপাধি কী ছিল ? উ পাদশাহ
প্রশ্ন : বাবরকে পাদশাহ উপাধি কত সালে দেয়া হয় ? উ ১৫০৮ সালে
প্রশ্ন : বাবর কত সালে কাবুল দখল করেন ? উ ১৫০৪ সালে
প্রশ্ন : তিনি কোন হরফ চালু করেন ? উ খাত -ই -বাবরি
প্রশ্ন : গোলাপ চাষ শুরু হয় কার আমল দিয়ে ? উ বাবর
প্রশ্ন : বাবরের আত্মজীবিনীর নাম কী ? উ তুজুক -ই -বাবরি বা বাবুরনামা
প্রশ্ন : . তুজুক -ই -বাবরি বা বাবুরনামা কে ফারসি ভাষায় অনুবাদ করেন ? উ আব্দুর রাহিম খান -ই -খানা
প্রশ্ন : পানিপথের প্রথম যুদ্ধে (২১ এপ্রিল ১৫২৬) কে জয়লাভ করেন ? উ: বাবর তিনি ইব্রাহিম লোদী কে পরাস্ত করেন
প্রশ্ন : বাবর যুদ্ধে কি পদ্ধতি ব্যবহার করেন ? উ তুলঘুমা ( রুমি )
প্রশ্ন : . খানুয়ার যুদ্ধে (১৬ মার্চ ১৫২৭ ) বাবর কাকে পরাজিত করেন ? উ রানা সঙ্গ বা সংগ্রাম সিংহ (মেবার )
প্রশ্ন : . চান্দেরীর যুদ্ধে (১৫২৮) বাবর কাকে পরাজিত করেন ? উ মেদিনী রাই
প্রশ্ন : ঘর্ঘরা যুদ্ধে (১৫২৯) বাবর কাকে পরাজিত করেন ? উ মামুদ লোদী
প্রশ্ন : বাবর কত সালে কোথায় মৃত্যু হয় ? উ ১৫৩০ সালে আগ্রায়
প্রশ্ন : বাবর কে কোথায় সমাধিস্থ করা হয় ? উ আরামবাগ (কাবুল )
প্রশ্ন : বাবরের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন ? উ নাসারাত শাহ ( হোসেনশাহী সাম্রাজ্য )
প্রশ্ন : কে বাবরকে ভারত আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানায় ? উ দৌলত খান লোদী ও আলম খান লোদী
প্রশ্ন : হুমায়ুন শব্দের অর্থ কী ? উ ভাগ্যবান
প্রশ্ন : হুমায়ুন কত সালে সিংহাসনে বসেন ? উ ১৫৩০ সালে
প্রশ্ন : হুমায়ুননামার রচয়িতা কে ? উ গুলবদন বেগম
প্রশ্ন : হুমায়ুন কাদের সাহায্যে দিল্লীর সিংহাসন দখল করতে তৎপর হন ? উ তার তিন ভাই কামরান , হিন্দাল , আসকারী
প্রশ্ন :. কামরানকে হুমায়ুন কোন কোন প্রদেশের দায়িত্ব দেন ? উ কাবুল,কান্দাহার , পাঞ্জাব
প্রশ্ন : হিন্দালকে হুমায়ুন কোন কোন প্রদেশের দায়িত্ব দেন ? উ আলয়ার ও মেওয়াত
প্রশ্ন : আসকারীকে কোন কোন প্রদেশের দায়িত্ব দেন ? উ সম্ভল
প্রশ্ন : দাউড়িয়ার যুদ্ধে (১৫৩২) হুমায়ুন ককে পরাজিত করেন ? উ সুলতান মামুদ লোদী
প্রশ্ন : চৌসার যুদ্ধে (১৫৩৯) হুমায়ুন কার কাছে পরাজিত হয়েছিলেন ? উ শেরশাহ
প্রশ্ন :. কনৌজ যুদ্ধে বা বিলগ্রামের যুদ্ধে (১৫৪০) হুমায়ুন কার কাছে পরাজিত হয়েছিলেন ? উ শেরশাহ
প্রশ্ন :. Earliest form of Tajmahal কাকে বলা হতো ? উ Humayun’s Tomb কে বলা হতো
প্রশ্ন :. Humayun’s Tomb কে বানিয়েছিলেন ? উ হাজি বেগম
প্রশ্ন :. হুমায়ুন কোন যুদ্ধের মাধ্যমে আবার সিংহাসনে বসেন ? উ সসারহীনদের যুদ্ধের মাধ্যমে (১৫৫৫)
প্রশ্ন : হুমায়ুন কী ভাবে মারা যান ? উ গ্রন্থাগারের সিঁড়ি থেকে পরে গিয়ে মারা যান (১৫৫৬)
প্রশ্ন : পানি[পথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ? উ ১৫৫৬ সালে মুঘল ও আফগানদের মধ্যে
প্রশ্ন : আকবরের প্রকৃত নাম কী ছিল ? উ জালালউদ্দীন
প্রশ্ন : আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন ? উ টোডারমল
প্রশ্ন : জাবতী ব্যবস্থা কে শুরু করেন ? উ ১৫৮২ সালে আকবর
প্রশ্ন : সদর -উস -সদর কি ছিল ? উ ধর্ম ও বিচার সংক্রান্ত প্রধান
প্রশ্ন : সামরিক বিভাগের প্রধান কে ছিলেন ? উ মিরবক্সি
প্রশ্ন : আকবরের সভায় ঐতিহাসিক কে ছিলেন ? উ আবুল ফজল
প্রশ্ন : আকবারনামার বা আইন-ই -আকবরীরর রচয়িতা কে ? উ আবুল ফজল
প্রশ্ন : .দস্তর-আল -আমল কে রচনা করেন ? উ টোডারমল(১৫৮২)
প্রশ্ন : দস্তর-আল -আমল কী ? উ ভূমি রাজস্ব আইনবিধি
প্রশ্ন :.ইবাদাত খানা কে নির্মাণ করেন ? উ আকবর (১৫৭৫) ফতেপুর সিক্রিতে
প্রশ্ন :. আকবর কত সালে মনসাবদারী প্রথা চালু করেন ? উ ১৫৭৯
প্রশ্ন :. দহসালা কী ? উ খাজনা সংক্রান্ত ব্যবস্থা
প্রশ্ন :. আকবর রাজস্ব সংস্কার জন্য প্রথম দায়িত্ব কাকে দিয়েছিলেন ? উ খাজা আব্দুল মাজিদ খান
প্রশ্ন : মনসাব শব্দের অর্থ কী ? উ পদদমর্যাদা
প্রশ্ন : মনসব এর ধারণা কোথা থেকে আকবর পেয়েছিলেন ? উ পারস্য
প্রশ্ন : দিন-ই-ইলাহী কে চালু করেন ? উ আকবর
প্রশ্ন :. দিন-ই-ইলাহী কবে চালু করা হয় ? উ ১৫৮২ সালে
প্রশ্ন : সুল -ই -কুল কে চালু করেন ? উ আকবর
প্রশ্ন : সুল -ই -কুল কথার অর্থ কী ছিল ? উ সকলের জন্য শান্তি
প্রশ্ন : নওয়ারা কাদের বলা হতো ? উ আকবরের নৌবিভাগকে
প্রশ্ন:- গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ?উত্তর:- গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত , মতান্তরে প্রথম চন্দ্রগুপ্ত ।
প্রশ্ন:- শকারি উপাধি কে গ্রহন করেছিলেন ? উত্তর:- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারি উপাধি গ্রহন করেছিলেন ।
প্রশ্ন:- শকারি কাকে বলা হয় ? উত্তর:- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে শকারি বলা হয় ।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
Download:- Click here to download