অষ্টম শ্রেণী পাশ করলেই গ্ৰুপ ডির চাকরি। বেতন শুরু 17,000 টাকা থেকে।

Published On:

Group d চাকরি : আবারও খুশির খবর পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য। গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে রাজ্যে। কিভাবে আবেদন করতে হবে, আবেদনের শেষ তারিখ, বয়সসীমা, বেতন, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। তাই সমস্ত তথ্য জানতে শেষ পর্যন্ত পড়ুন

কোন পদে কর্মী নিয়োগ করা হবে

বিজ্ঞপ্তি অনুযায়ী গ্ৰুপ ডি (Group D) তে কর্মী নিয়োগ করা হবে

বেতন কত দেওয়া হবে

যেসকল প্রার্থীরা এই পদের জন্য সফলভাবে নির্বাচিত হবেন তাদের মোটা অংকের বেতন দেওয়া হবে। মাসিক বেতনের 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত হতে পারে।

বয়সসীমা

অফিসিয়াল নোটিশ অনুযায়ী এই পদের জন্য যারা আবেদন করতে চান তাদের নূন্যতম বয়স 18 বছর হতে হবে।এবং বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে 40 বছর।

মোট শূন্য পদের সংখ্যা

অফিসিয়াল নোটিশ দেখুন।

শিক্ষাগত যোগ্যতা

এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারী চাকরি প্রার্থীদের নূন্যতম তম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।

আবেদন করার পদ্ধতি

  • আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের সর্ব প্রথম নীচে দেওয়া লিংকে ক্লিক করে নোটিফিকেশন ডাউনলোড করে নিতে হবে
  • এরপর ঐখানে দেওয়া আবেদন পত্রটি প্রিন্ট আউট বার করে নির্ভূলভাবে ফিলাপ করে দিতে হবে
  • এবং একটি ছবি আটকিয়ে নিজে স্বাক্ষর করে একটি খামে ভরে নীচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

District Judge cum District Recruitment

Committee of Purba Bardhaman Judgeship, Court Compound, Burdwan, Purba Bardhaman, Pin

code 713101

আরও পড়ুন: মাধ্যমিক পাশে RPF কনস্টেবল পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন করার শেষ তারিখ

যেসমস্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা 7 মার্চ 2024 পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া

যেসমস্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন তাদের Part – I এবং Part – ll এর মাধ্যমে করা হবে নিয়োগ। 50 নম্বরের একটি পরীক্ষা নেওয়া হবে, যেখানে মোট 25টি প্রশ্ন থাকবে যার প্রত্যেকটির মান হবে 2 নম্বর। আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল নোটিশ দেখে নেবেন।

মোট শূন্য পদের সংখ্যা

অফিসিয়াল নোটিশ দেখুন।

অফিসিয়াল নোটিশ: এখানে ক্লিক করুন

Disclaimer:আমরা শুধুমাত্র চাকরির খবর প্রকাশ করে থাকি। সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। ভুলত্রুটি হলে তা ইচ্ছাকৃত নয় এবং মার্জনীয়। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিজের দায়িত্বে আবেদন করবেন।

Join Our Group

Join Telegram