HS Exam New Rules 2024: উচ্চমাধ্যমিক পরীক্ষার একাধিক নিয়ম। না মানলে উত্তরপত্র বাতিল হতে পারে। দেওয়া হল হেল্পলাইন নাম্বার।

Published On:

HS Exam New Rules 2024: এই বছর প্রায় ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার কি পরীক্ষা উচ্চমাধ্যমিক দেবে এমনটাই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পূর্বের বছরের তুলনায় এই বছর যার সংখ্যা অনেকটাই কম। আগের বছর প্রায় ৮ লক্ষ ৫৩ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল।

মাধ্যমিক পরীক্ষার শেষে এবং সরস্বতী পূজার ছুটি কাটিয়ে আগামী ১৬ই ফেব্রুয়ারি রাজ্যের শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরুর আগেই পরীক্ষা কেন্দ্রের ও পরীক্ষার নানান নিয়মবিধি স্পষ্ট করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

এর আগের বছরের থেকে এই বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে অনেকটাই। যেখানে এর আগের বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল মোট ৮ লক্ষ ৫৩ হাজার তার তুলনায় এ বছরের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯০ হাজারের কাছাকাছি।HS Exam New Rules 2024

২০২৪ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা একটু বেশি যেখানে ছাত্রের শতকরা হয় ৪৩.৪৮ শতাংশ সেখানে ছাত্রীদের সংখ্যা তাদের থেকে অনেক বেশি ৫৬.৫৩ শতাংশ। সংখ্যায় প্রায় ১ লক্ষ ৩ হাজার ৫৩ জন বেশি। ২৩৪১ টি পরীক্ষা কেন্দ্রে চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার মধ্য থেকে ১৭৬ টি পরীক্ষা কেন্দ্র স্পর্শকাতর। সেই কারণে ওই কেন্দ্রগুলিতে হ্যান্ডমেড মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে এবং কিছু পরীক্ষা কেন্দ্রে থাকবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর এমনটাই জানাই উচ্চ শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন,উচ্চমাধ্যমিক পাশে যুবকরা এইভাবে LIC এজেন্ট হতে পারে এবং প্রতি মাসে 20-50 হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন

দেখে নিন কোন কোন নিয়ম মানতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে গেলে। HS Exam New Rules 2024

এই বছর প্রতিটি উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে একাধিক সিসিটিভি নজরদারি থাকবে। কেন্দ্রের মূল গেটে থাকবে সিসিটিভি। এছাড়াও ভেনু সুপারভাইজার যিনি থাকবেন তার ঘরেও সিসিটিভি লাগানো থাকবে। প্রতিটি পরীক্ষার হলে দুইজন করে গার্ড থাকবে।

প্রত্যেকটি প্রশ্নের একটি করে সিরিয়াল নাম্বার থাকবে যার দ্বারা যেকোনো একটি প্রশ্নপত্র সম্পর্কে সংসদের কাছে সব তথ্য থাকবে। প্রতি পঁচিশ জন ছাত্রের পিছনে একজন করে Invigilator  থাকবেন

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে হেল্পলাইন নাম্বারটি দেয়া হয়েছে সেটি হল ০৩৩ ২৩৭ ০৭৯২। কেউ মনে করলে এই নাম্বারে ফোন করে তাদের সমস্যার কথা বলতে পারেন। পরীক্ষার্থীদের যাতে মনোযোগের বিভ্রান্তি না ঘটে, তার জন্য পরীক্ষার সময় কোন লাউড স্পিকার ব্যবহার করা যাবে না।

সন্দেশখালীর ব্যাপারে আমরা গতকাল থেকে নজর রাখছি, বর্তমান পরিস্থিতির পরিস্থিতিদের সংসদে তরফ থেকে বলা হয়। সেখানে যে পুলিশ ক্যাম্প ছিল সেই পুলিশ ক্যাম্প সরিয়ে দেওয়া হচ্ছে।

যে সিরিয়াল নাম্বারটি প্রশ্নপত্রে থাকবে সেই সিরিয়াল নাম্বারটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তর পত্রে লিখতে হবে।

Join Our Group

Join Telegram