উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ সহজ প্রশ্ন করতে হবে, নির্দেশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

Published On:

উচ্চ মাধ্যমিক 2025 : উচ্চ মাধ্যমিকের নয়া সেমেস্টার পদ্ধতিতে সহজ প্রশ্ন ও কঠিন প্রশ্নের ভাগ একপ্রকার ঠিক করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মঙ্গলবার সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৫০ শতাংশ প্রশ্ন হবে একেবারে সরল এবং বুনিয়াদি স্তরের। বাকি ৩০ শতাংশ প্রশ্ন হবে একটি জটিল। আর বাকি ২০ শতাংশ হবে অপেক্ষাকৃত কঠিন। সেগুলি সমাধানের জন্য বিষয়ভিত্তিক জ্ঞানের বাইরেও প্রয়োজন হবে যৌক্তিক এবং বিশ্লেষণাত্মক দক্ষতার। অ্যাচিভার বা উচ্চ মেধাবীদের জন্যই বরাদ্দ থাকবে এই প্রশ্নগুলি। চারটি বিকল্প সহ মাল্টিপল চয়েস প্রশ্ন (এমসিকিউ) ছাড়াও শূন্যস্থান পূরণ, কলাম ম্যাচিং, সত্যি, মিথ্যা প্রভৃতি মিলিয়ে সাত ধরনের প্রশ্ন আসতে পারে।

WB HS Exam Update 2024: সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা, এবার উচ্চ মাধ্যমিকের প্রশ্ন কেমন হবে? জানিয়ে দিল শিক্ষা সংসদ

যদিও, এগুলির উত্তর কীভাবে ওএমআর শিটে দেওয়া যাবে, তা নিয়ে একটা ধন্ধ তৈরি হয়েছে। কারণ, প্রথম সেমেস্টার পুরোটাই হবে ওএমআর শিটে। সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিকের বক্তব্য, ওগুলির ক্ষেত্রেও চারটি বিকল্প দেওয়া থাকবে। ফলে ওএমআর শিটে উত্তর দেওয়া যাবে। যদিও, শিক্ষকদের এক শ্রেণির বক্তব্য, যে সাত ধরনের উদাহরণ দেওয়া হয়েছে, সেগুলির উত্তর ওএমআর শিটে দেওয়া সম্ভব নয়। সংসদ বলেছে, এ ধরনের প্রশ্নের শতাংশ ভিত্তিক ভাগ করা হয়নি। তা পেপার সেটারদের বিবেচনার উপরেই নির্ভর করবে।

Join Our Group

Join Telegram