ICDS Recruitment : পশ্চিমবঙ্গের আইসিডিএস চাকরির খবর।

Published On:

কাঁকসা সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবল মাত্র – কাঁকসা সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্পের (কাঁকসা গ্রাম পঞ্চায়েত, বিদবিহার গ্রাম পঞ্চায়েত, বনকাটি গ্রাম পঞ্চায়েত ত্রিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত) অধীনস্থ যে সকল সহায়িকারা ন্যূনতম ৫ বছর নিরবিচ্ছিন্ন ভাবে সহায়িকা পদে কর্মরত তাদের থেকে নিন্মলিখিত শর্তে আবেদন পত্র আহ্বান করা হচ্ছে। এই নিযুক্তি সম্পূর্ণ স্বেচ্ছাসেবা মূলক। এই কাজে নিযুক্ত কর্মী কখনই সরকারী কর্মীরূপে গণ্য হবেন না। অঙ্গনওয়াড়ী কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত সাম্মানিক ভাতা প্রদান করা হবে। বর্তমানে

পশ্চিম বর্ধমান জেলার আইসিডিএস চাকরির খবর / ICDS Recruitment Paschim Bardhaman

মাসিক ভাতা কত দেওয়া হবে?

কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমান মাসিক 4500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমান মাসিক 3750 টাকা

মোট শূন্য পদের সংখ্যা কত

শূন্য পদের বিবরণ এবং সংরক্ষন বিন্যাসঃ

বর্তমানে পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ী কর্মী শূন্য পদের সংখ্যা – ১৮টি

অসংরক্ষিত – 13 টি

তপসিলি – 4 টি

তপসিলি উপজাতি – 1টি

শিক্ষাগত যোগ্যতা 

যে কোন সরকার স্বীকৃত (recognized) ও বৈধ (valid) বোর্ড থেকে ন্যূনতম দশম শ্রেণী (Minimum Class X passed) উত্তীর্ণ হতে হবে সকল শ্রেণীর ক্ষেত্রে সাধারণ, তপশিলি জাতি তপশিলি উপজাতি, অনগ্রসর শ্রেণী )।

.

একজন সহায়িকা যদি সহায়িকা পদে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পরে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন তবে তা অঙ্গনওয়াড়ি কর্মীপদে পদোন্নতির ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না।

আরও পড়ুনঃ বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে।

যে সকল সহায়িকা ১৯-০৯-২০১৩.এর পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন, এবং সহায়িকা পদে আবেদন করার সময় তারা যদি নিজের

দশম শ্রেণী পাস (Class X) বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন তাহলে পদোন্নতির ক্ষেত্রে তাদের আবেদনপত্র বিবেচিত হবে না।

১৯-০৯-২০১৩ তারিখের পরে সহায়িকা পদে যোগদান করে থাকলে তাদের ক্ষেত্রে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে তা বিবেচিত হবে।

নিয়োগ প্রক্রিয়া (পরীক্ষা)

লিখিত পরীক্ষা (Multiple type objective questions ) মোট 35 নম্বর

  • গণিত (অষ্টম শ্রেণী মান) – 10 নম্বর
  • ইংরেজি ভাষা (অষ্টম শ্রেণী মান) – 10 নম্বর
  • পুষ্টি-জনস্বাস্থ্য নারীদের সামাজিক জ্ঞান – 10
  •  সাধারণ জ্ঞান – 10 নম্বর

বি:দ্র:- লিখিত পরীক্ষার প্রশ্ন হবে Multiple type objective questions ভিত্তিক। লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোন ন্যূনতম যোগ্যতা নির্ধারক নম্বর থাকবে না। লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও একটানা কাজের অভিজ্ঞতার নিরিখে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে। লিখিত পরীক্ষার ও মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশ পত্রের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে।

আরও পড়ুনঃ বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে।

বয়সসীমা

28/02/2024 তারিখটিকে (বিজ্ঞপ্তি প্রকাশের দিন), ভিত্তি করে ৬৫ বছর পর্যন্ত ।

স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত

কর্মী পদে আবেদনকারিনীকে অবশ্যই কাঁকসা পঞ্চায়েত সমিতির অর্ন্তভুক্ত কাঁকসা গ্রাম পঞ্চায়েত,বিদবিহার গ্রাম পঞ্চায়েত, বনকাটি গ্রাম পঞ্চায়েত, ত্রিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে ।

অভিজ্ঞতা

28/02/2024 তারিখটিকে ভিত্তি করে অভিজ্ঞতা নিরুপণ করা হবে।

অন্যান্য জরুরী শর্তাবলী

সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী

সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট জাতি শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত হতে হবে। আবেদনপত্রের সাথেই উক্ত শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে (শংসাপত্রের জন্য আবেদন জমা দেওয়ার রসিদ গ্রাহ্য হবে না)। আবেদন পত্রের সাথে উক্ত শংসাপত্রের স্বপ্নত্যয়িত প্রতিলিপি জমা না দেওয়া হলে ঐ প্রার্থীকে অসংরক্ষিত পদের জন্য বিবেচনা করা হবে (অন্যান্য যোগ্যতামান সঠিক থাকলে )।

আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদন পত্র জমা দেবার তারিখ :- 

বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদন পত্রের নমুনা অনুযায়ী পুরন করা আবেদন পত্র কাঁকসা সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প, পো: পানাগড় বাজার জেলা পশ্চিম বর্ধমান এর কার্যালয়ে 28/02/2024 তারিখ থেকে 20/03/2024 তারিখ পর্যন্ত (সরকারী ছুটির দিন এবং শনি ও রবিবার ব্যতীত) বেলা 11টা থেকে বিকাল 3 টা অবধি সীল করা খামে হাতে হাতে জমা দিতে হবে। আবেদন পত্রটি অবশ্যই নমুনা অনুযায়ী ছাপানো অথবা স্বহস্ত লিখিত হতে হবে। আবেদন পত্রের নমুনা শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের করণে দেখতে পাওয়া যাবে। পুরন করা আবেদন পত্রটি অবশ্যই প্রার্থী দ্বারা স্বাক্ষরিত হতে হবে। 

আবেদন পত্রের সাথে অবশ্যই নিজ নাম, ঠিকানা লিখিত একটি খাম জমা দিতে হবে।20/03/2024 তারিখ বিকাল 3 টের পর আর কোন আবেদন পত্র জমা নেওয়া হবে না। ডাক যোগে প্রাপ্ত আবেদন পর কোন মতে গ্রাহ্য হবে না।এবং অনুরূপ সকল আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে। শুধুমাত্র নির্ভুল ও সঠিক আবেদন পত্রের ভিত্তিতেই লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হবে।আবেদনপত্রে কোন অ-স্বাক্ষরিত পরিবর্তন গ্রাহ্য হবে না এবং জমা দেওয়া আবেদন পত্রে কোন পরিবর্তনের অনুরোধ গ্রাহ্য হবেনা।সীল করা খামের উপরে যা যা লিখতে হবে:- উপরে লিখতে হবে ‘কর্মীপদে পদোন্নতির আবেদনপত্র।তার নীচে বিজ্ঞপ্তির স্বারকসংখ্যা ও তারিখ।

এছাড়াও লিখতে হবে।

1) আবেদনকারিনীর নাম-

2) যে কেন্দ্রের সহায়িকা তার নাম ও নং-

3) আবেদনকারিনীর গ্রাম পঞ্চায়েতের নাম

4)আবেদন পত্রের সাথে প্রদেয় প্রমান পত্র

শংসাপত্রের প্রতিলিপি

1) 3টি সাম্প্রতিকতম কালার পাসপোর্ট ছবি। একটি ছবি আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে সেঁটে দিতে হবে। অপর 2টি ছবি খামের মধ্যে থাকবে।

 2) বয়সের প্রমান স্বরূপ দশম শ্রেণী বা সমতুল্য পরীক্ষার প্রবেশ পত্র অথবা জন্মশংসাপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি।

3) উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্রের আসল। স্থায়ী বাসিন্দার শংসাপত্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকসভার সদস্য / সভাধিপতি, পশ্চিম বর্ধমান জেলা পরিষদ / সংশ্লিষ্ট এলাকার বিধায়ক/ জেলাশাসক, পশ্চিম বর্ধমান/ অতিরিক্ত জেলাশাসক, পশ্চিম বর্ধমান/ মহকুমাশাসক, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান/ কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি, / সমষ্টি উন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদত্ত শংসাপত্রই বৈধ বলে গন্য হবে । এক্ষেত্রে উক্ত শংস্যাপত্রের প্রত্যয়িত নকল গ্রাহ্য হবে না। 

4) ন্যূনতম দশম শ্রেণী /এবং সর্বাধিক শিক্ষাগত যোগ্যতার (যদি কিছু থাকে) প্রমান পত্রের

স্ব-প্রত্যয়িত প্রতিলিপি। 

5) জেলাশাসক / অতিরিক্ত জেলাশাসক / মহকুমাশাসক প্রদত্ত জাতি শংসাপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি।

6) সহায়িকাপদে যোগদানের নিয়োগপত্র এবং যোগদান পত্র।

বি:দ্র:-কোনও ভুল বা অসংগত তথ্য দিলে বা উপরিউক্ত শর্ত লঙ্ঘন করলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে এবং এ বিষয়ে কোনও কারন দর্শানো হবে না।লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে যাবতীয় শংসাপত্রের আসল দাখিল করতে হবে এবং এক্ষেত্রে দাখিলীকৃত সঠিক শংসাপত্র দেখাতে না পারলে মৌখিক পরীক্ষায় প্রবেশাধিকার দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোনরূপ গাড়ী ভাড়া বা অপর কোন খরচ প্রকল্প কার্যালয় বহন করবে না।

যদি প্রমানিত হয় কোন প্রার্থী তার নিয়োগ পরীক্ষার সময় অসাধু উপায় অবলম্বন করেছেন তাহলে তার প্রার্থীপদ বাতিল বলে গণ্য করা হবে।

ভালো করে বিজ্ঞপ্তি পড়বেন এবং ব্লকে খোঁজ নেবেন তারপর অনলাইনে ফরম ফিলাপ দেখে নেবেন।

Disclaimer:আমরা শুধুমাত্র চাকরির খবর প্রকাশ করে থাকি। সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। ভুলত্রুটি হলে তা ইচ্ছাকৃত নয় এবং মার্জনীয়। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিজের দায়িত্বে আবেদন করবেন।

Join Our Group

Join Telegram