ICDS Supervisor Recruitment 2024: রাজ্যে ২৩টি জেলা থেকে ১৩ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, , এইভাবে আবেদন করুন।

Published On:

ICDS Supervisor Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। ইতিমধ্যেই যারা বসে রয়েছেন সরকারি চাকরির অপেক্ষায় তাদের জন্যই আজকের এই প্রতিবেদন। জানা যাচ্ছে এবারে অঙ্গনওয়াড়ি এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের নিয়োগ করা হবে প্রায় ১৩ হাজার জন কর্মী!

কবে থেকে শুরু হবে ICDS নিয়োগ প্রক্রিয়া? কীভাবে ICDS আবেদন করবেন? কী কী প্রয়োজনীয় নথিপত্র লাগবে? কীভাবে সম্পন্ন হবে ICDS নিয়োগ প্রক্রিয়া? ICDS বয়স সীমা কত চাওয়া হয়েছে? ICDS শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? সবকিছুই আমাদের প্রতিবেদনে রইল বিস্তারিত শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদন।

পদের নাম : 

  • Anganwadi Supervisor
  • Anganwadi Helper

মোট শুন্যপদ: 

প্রথমেই জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের সবকটি জেলা অর্থাৎ মোট ২৩টি জেলা থেকে ধাপে ধাপে কর্মী নিয়োগ করা হবে। একসঙ্গে সব জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু নাও হতে পারে। আশা করা যাচ্ছে এখানে ১৩০০০ বেশি শুন্যপদ থাকতে চলেছে।

বয়সসীমা : ICDS সুপারভাইজার এবং হেল্পার দুটি পদের জন্য যাঁরা ইতিমধ্যেই ভাবছেন আবেদন করবেন তাঁদের নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বচ্চ ৪২ বছর। অবশ্যই এখানে SC/ST/OBC/PWD কাস্টের প্রার্থীরা বয়সের বিশেষ ছাড় পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা: 

হেল্পার ও ওয়ার্কার দুটি পদের ক্ষেত্রেই প্রার্থীকে যেকোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ করতেই হবে কেন্দ্র সরকারের নতুন নিয়ম অনুয়ায়ী। এছাড়াও, উচ্চ উচ্চশিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি:

যোগ্য ও সঠিক আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত কর্মী নির্বাচন করা হবে। এখানে পরীক্ষার জন্য কী সিলেবাস থাকবে তা জানতে অবশ্যই আমাদের Whatsapp/Telegram চ্যানেলে যুক্ত থাকুন।

আবেদন পদ্ধতি: 

প্রথমে, নিজের জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে ইচ্ছুক ব্যক্তিকে। এই বিশেষ বিজ্ঞপ্তির মধ্যেই উলখে করা থাকবে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি অনুযায়ী শুন্যপদের বিবরণ।

অফলাইন: এক্ষেত্রে আবেদন ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আসতে হবে।

অনলাইন: যাঁরা যাঁরা অনলাইনে আবেদন করতে চাইছেন নিজের জেলার সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করে, ফর্ম ফিলাপ করে নেবেন।

এখনও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি। খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসতে পারে এমনটাই আশা করা যাচ্ছে।

Join Our Group

Join Telegram