NEWS DESK: আগামী 16 মার্চ ও 17 মার্চ WBPSC Food SI নেওয়া হবে পরীক্ষা এমনটাই জানিয়েছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন । যারা যারা ফুড এস আই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দারুন সুখবর। কারণ অপেক্ষার অবসান ঘটিয়ে ফুড এসআই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা ও অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গেছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে।
আগামী 16 মার্চ ও 17 মার্চ WBPSC Food SI পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা ও জানানো হয় যে নিয়মবিধি মেনে প্রতিদিন তিনটি সেশনে পরীক্ষা চলবে। প্রথম সেশনে 9:30 টা থেকে 11 টা, দ্বিতীয় দুপুর 12:30 টা থেকে 2 টো এবং তৃতীয় সেশনে বৈকাল 3:30 টে থেকে 5 টা পর্যন্ত চলবে পরীক্ষা। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক যে সমস্ত পরীক্ষার্থীরা ফুড এস আই পরীক্ষা দেবেন তাদের জন্য দেওয়া হয়েছে বিশেষ কিছু সতর্কীকরণ বা গাইডলাইনস যেগুলো মেনেই দিতে হবে ফুড এস আই পরীক্ষা।
ফুড এস আই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সতর্কীকরণ বা গাইডলাইন বা নিয়ম-
- পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর কোনও প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
- পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
- নির্দিষ্ট ভ্যেনু, তারিখ বা সেশন ছাড়া অন্য কোনো ভ্যেনু, তারিখ বা সেশনে পরীক্ষা দেওয়া যাবে না।
- কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বৈধ অ্যাডমিট কার্ড ছাড়া কোনো অবস্থাতেই পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে না।
- পরীক্ষা চলাকালীন কোনো ওয়াশরুম ব্যবহার করা যাবে না। একমাত্র ব্যতিক্রম, জরুরিকালীন অবস্থা।
- মোবাইল ফোন সহ অন্য নিষিদ্ধ
- পরীক্ষার্থীদের অবশ্যই কালো বলপেন নিয়ে যেতে হবে।
- প্রার্থীদের অবশ্যই পরীক্ষার স্থান 1 (এক) ঘন্টা আগে পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 30 (ত্রিশ) মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
- Food SI exam book List : এই দুটি বই কিনে Food SI পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন, দেখে নিন বইয়ের নাম গুলো
- মূল্যবান বস্তু পরীক্ষাকেন্দ্রে নিয়ে প্রবেশ করা যাবে না সেজন্য কমিশনের তরফে সতর্ক করা হচ্ছে।
- পরীক্ষার জন্য প্রয়োজনীয়, যেমন অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ ইত্যাদি ছাড়া কোনওরকম অন্য সামগ্রী নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসা যাবে না।
- পরীক্ষা সম্পূর্ণ শেষ না হওয়ার আগে কোন প্রার্থীকে পরীক্ষা হল ছেড়ে বের হতে দেওয়া যাবে না।
- মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, যোগাযোগস্থাপনকারী যে কোনওরকম গ্যাজেট, ক্লিপবোর্ড পরীক্ষা কেন্দ্র চত্বরে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নির্দেশের অন্যথা হলে কড়া ব্যবস্থা। প্রয়োজনে ভবিষ্যতের যে কোনও পরীক্ষা বাতিল হতে পারে।
- প্রার্থীদের দুটি অভিন্ন স্ট্যাম্প আকারের ছবি সঙ্গে আনতে হবে মূল নথিগুলির মধ্যে যেকোন একটির সাথে: 1) মাধ্যমিক বা সমমানের শংসাপত্র সহ ছবি, 2) পাসপোর্ট, 3) প্যান কার্ড, 4) EPIC (ভোটার আইডেন্টিটি কার্ড), 5) ড্রাইভিং লাইসেন্স, 6) রাজ্য/কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা অন্য কোনো আইডি প্রুফ
- পরীক্ষার্থীদের কোনও জিনিস যদি হারিয়ে যায় তাহলে কমিশন কোনওভাবে দায়ি থাকবে না বলে জানানো হয়েছে।
- কমিশনের তরফ থেকে এছাড়াও পরামর্শ দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডে উল্লেখিত নির্দেশাবলী পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার।
- প্রার্থী স্বচ্ছ বোতলে তার নিজের হ্যান্ড স্যানিটাইজার (ছোট আকারের) এবং পানীয় জল বহন করতে পারেন।
আপনি আপনার এডমিট কার্ডে এই সমস্ত নিয়মগুলি দেখতে পাবেন। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন বা অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করুন|
তাড়াতাড়ি কিভাবে ফুড SI পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করবেন, দেখে নিন