India vs England:বিশ্রামে বুমরাহ। এবং আরও এক নামি প্লেয়ার কে ছাড়াই দল ঘোষণা চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। কেমন হবে রাঁচিতে হতে যাওয়া চতুর্থ টেস্টের দল। চলুন দেখে নেওয়া যাক।
ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচ হাইলাইটস। India vs England 4th Test Ranchi
ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচ খেলা মাঠে গড়াবে ধোনির শহর রাঁচিতে। 23 ফেব্রুয়ারি সকাল 9:30 টাই শুরু হবে খেলা। পাঁচ ম্যাচের সিরিজে 2-1 এ এগিয়ে রয়েছে ভারত। সিরিজে টিকে থাকতে হলে ইংরেজদের জয়লাভ করতে হবে এই ম্যাচে। India vs England 4th Test
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ঘটেছে অনেক কিছুই। সুযোগ পেয়েছেন সরফরাজ খান, ধ্রুব জুরেল এর মতো ইয়ং প্লেয়ারা। ডেবিউ ম্যাচেই বাজি মারেন সরফরাজ , খেলেন অর্ধশত রানের অনবদ্য রান। আবার অন্যদিকে ছিলেন নজর কাড়া ছেলে জয়সওয়াল। Indian vs England
এবার বুমরাহকে দেওয়া হলো রেস্ট। তাকে ছাড়াই রাঁচি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। তাকে ছাড়া কেমন হবে বোলিং ইনিংস তাই দেখার।
অন্যদিকে চতুর্থ টেস্টে সুযোগ পেয়েছেন বাংলার হয়ে রঞ্জি খেলা মুকেশ কুমার। তিনিও ছন্দে রয়েছেন। তবে বুমরার পরিবর্তন হিসেবে খেলতে নেমে কতটা ফুটে উঠতে পারবেন তা সময়ই বলে দেবে।
অন্যদিকে আবার চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন লোকেশ রাহুল। খেলতে পারবেন না ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে। কি বলছেন ভারতীয় ম্যানেজমেন্ট?
সূত্র অনুযায়ী চোটের কারণেই বাদ পড়েছেন রাহুল। তিনি এখনো পুরোপুরি ফিট না। তাই কোন প্রকার ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন,গোয়ার হারে স্বতিতে মোহনবাগান। AFC কাপের টিকিট পেতে মরিয়া কোলকাতা জায়ান্টস।