India vs England: দুরন্ত পারফরম্যান্স বাংলার বোলারের। ধরাশায়ী ইংল্যান্ড। আকাশ দীপ

Published On:

এ যেন স্বপ্ন। নিজের ডেবিউ টেস্ট ম্যাচেই বাজি মারলেন বাংলার ক্রিকেটার আকাশ দীপ। ভারতীয় দলের জান বুমরাহ এর শূন্যতা বুঝতেই দিলেন না তিনি। নিজের দুর্দান্ত বোলিং অ্যাটাকে হতাশ করলেন গোটা ইংল্যান্ড দলকে। 

ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট হাইলাইটস

ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট হাইলাইটস। India vs England fourth test highlights

27 বছর বয়সী এই পেসার বিহার থেকে উঠে এলেও তিনি দীর্ঘ সময় ধরে বাংলার হয়ে ক্রিকেট খেলেন। এবার ভারতীয় বুমরাহ এর অবর্তমানে টেস্ট ডেবিউ করেন এদিন।আর প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই সংগ্ৰহ 3 উইকেট।

ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট হাইলাইটস

আকাশ দীপ তাঁর ডেবিউ ম্যাচেই ইংল্যান্ডের তিন বড়ো ব্যাটসম্যানদের আউট করেন। তার শিকার হন ওপেনিং ব্যাটসম্যান জ্যাক কার্লি এবং বেন ডাকেট। আর একজন হলেন অলি পোপ।

ভারতীয় বোলিং অ্যাটাকে ধরাশায়ী হয়ে পড়ে বিপক্ষ দল ইংল্যান্ড। একের পর এক ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। তাঁর সহকারী বোলার সিরাজের কথা কিভাবে না বলে থাকা যায়। তিনি তার দুরন্ত টেস্ট ফর্মে ফিরছেন। নিয়েছেন দুই উইকেট।India vs England 4th test highlights

দিনশেষে প্রথম দিনের খেলায় জো রুটের অনবদ্য সেঞ্চুরির মাধ্যমে ম্যাচে ফিরে আসে ইংল্যান্ড দল। জনি বেয়ারস্টো খেলেন 47 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস।

এদিন সেঞ্চুরি করে জো রুট করে ফেলেন এক অবাক করা রেকর্ড। এদিন সেঞ্চুরি করার সাথে সাথেই তিনি হয়ে যান ইতিহাসের প্রথম প্লেয়ার যিনি ভারতের বিরুদ্ধে 10 টি সেঞ্চুরি করতে পেরেছেন। এবং বর্তমানে মোট 31 টি টেস্ট ম্যাচ সেঞ্চুরির মালিক তিনি।

আরও পড়ুন,India vs England: দলে নেই বুমরাহ কি হবে ভারতীয় দলের ?

Join Our Group

Join Telegram