ভারতীয় রেলের SI RPF শূন্যপদে নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আজকের চাকরির খবর প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই আপনি সমস্ত তথ্য জানতে পারবেন এবং এই চাকরির খবর পোষ্টের নিচে দেওয়া অফিশিয়াল পিডিএফটি অবশ্যই ডাউনলোড করুন তারপরে আপনি আবেদন করবেন সম্পূর্ণ নিজের দায়িত্বে। চলুন জেনে নেওয়া যাক আজকের এই চাকরির খবর সম্পর্কে।
ভারতীয় রেলে RPF নিয়োগ। Indian Railway RPF recruitment
কোন পদে নিয়োগ করা হবে
RPF সাব ইন্সপেক্টর পদে
মোট শূন্য পদের সংখ্যা
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্য মোট 452 টি শূন্য পদ রয়েছে।
আবেদনের তারিখ সমূহ
আবেদন শুরু হয়েছে 27 ফেব্রুয়ারি থেকে। এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী 14 মে 2024 পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা
আরপিএফ পদগুলির জন্য আবেদন করতে হলে আবেদনকারী চাকরি প্রার্থীদের নূন্যতম শিক্ষা যোগ্যতা হল গ্ৰ্যাজুয়েশন অর্থাৎ স্নাতক পাশ।
আরও পড়ুনঃ বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে।
বয়সের ঊর্ধ্বসীমা
RPF এর SI পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের নূন্যতম বয়স 20 বছর হতে হবে। এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে 28 বছর।
তবে সংরক্ষিত জাতির প্রার্থী SC/ST দের জন্য যথাক্রমে 5 বছর এবং OBC চাকরি প্রার্থীদের জন্য থাকবে 3 বছরের ছাড়।
আবেদন ফি
এই পদে আবেদন করার জন্য জেনারেল (GEN) ও OBC চাকরি প্রার্থীদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে 500 টাকা। এবং ষ রিজার্ভ জাতিগোষ্ঠীর ক্ষেত্রে তা 250 টাকা রাখা হয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।
আবেদন করার পদ্ধতি
অনলাইনে আবেদন করার আগে নীচে সংযুক্ত বিস্তারিত বিজ্ঞপ্তি পিডিএফ পড়ুন। ষআপনি যদি আগ্রহী হন এবং নিজেকে সাব ইন্সপেক্টরের জন্য যোগ্য বলে মনে করেন তবে নীচে দেওয়া অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করুন।
অফিসিয়াল ওয়েবসাইট – এখানে ক্লিক করুন।
অফিসিয়াল নোটিশ – এখানে ক্লিক করুন।
আরও পড়ুনঃ বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে।
Disclaimer: আমরা শুধুমাত্র চাকরির খবর প্রকাশ করে থাকি। সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। ভুলত্রুটি হলে তা ইচ্ছাকৃত নয় এবং মার্জনীয়। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিজের দায়িত্বে আবেদন করবেন।