মহাশ্বেতা দেবী জীবনী ও তার লেখা কবিতা, গল্প, উপন্যাস ও বিখ্যাত কাব্যগ্রন্থ এর নাম। Biography of Mahasweta devi in bengali
মহাশ্বেতা দেবী ( ১৯২৬-২০১৬ ) : জন্ম অবিভক্ত ভারতবর্ষের ঢাকায় । পিতা কবি , সাহিত্যিক , প্রাক্তন ‘ বর্তিকা সম্পাদক মণীশ ঘটক , কল্লোল যুগের যুবনাশ্ব ’ । মাতা ধরিত্রী দেবী । মহাশ্বেতার শিক্ষাজীবন কেটেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে । দেশভাগের পর এপার বাংলায় চলে আসেন । বিশ্বভারতী থেকে ইংরেজিতে স্নাতক হন । পরে কলকাতা বিশ্ববিদ্যালয় । থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন । অভিনেতা , নাট্যকার , লেখক , ভারতীয় গণনাট্য সংঘের অন্যতম পুরােধা বিজন ভট্টাচার্যের সঙ্গে বিবাহ ১০ ফেব্রুয়ারি ১৯৪৭ ।
মহাশ্বেতা দেবীর বিচিত্র কর্মজীবনের শুরু স্কুল শিক্ষকতা দিয়ে । পরে কিছু দিনের জন্য কেন্দ্রীয় সরকারের চাকরি । শেষপর্যন্ত বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে ইংরেজির অধ্যাপকরূপে স্বেচ্ছায় শিক্ষকতা থেকে অবসর গ্রহণ । মহাশ্বেতা দেবীর প্রথম মুদ্রিত লেখা রবীন্দ্রনাথের ছেলেবেলা’গ্রন্থটি নিয়ে । যেটি ১৯৩৯ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় খগেন্দ্রনাথ সেন সম্পাদিত ‘ রংমশাল ’ পত্রিকায় । প্রথম মুদ্রিত গ্রন্থ ‘ ঝুঁসীর রাণী’সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৫৬ খ্রিস্টাব্দে । প্রথম উপন্যাস ‘ নটী’হুমায়ুন কবীর সম্পাদিত ‘ চতুরঙ্গ ’ পত্রিকায় প্রকাশিত হয় ১৯৫৭ খ্রিস্টাব্দে । গল্প , উপন্যাস , অনুবাদ , জীবনী ইত্যাদি মিলে মহাশ্বেতা দেবীর বইয়ের সংখ্যা শতাধিক । এর মধ্যে উল্লেখযােগ্য । কয়েকটি হল : অরণ্যের অধিকার , কবি বন্দ্যঘটী গাঞির জীবন ও মৃত্যু , অক্লান্ত কৌরব , চোট্টি মুণ্ড ও তার তীর , তিতুমির , শ্রীশ্রীগণেশ মহিমা , হাজার চুরাশির মা ইত্যাদি । মহাশ্বেতা দেবী শুধু লেখালেখিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি । মানুষের লড়াইয়ে শামিল হয়েছেন । এই অভিজ্ঞতা তাঁর লেখাকে জীবনের স্বাদে ভরপুর করে তােলে ।
জীবনে বহু পুরস্কার ও সম্মান তিনি অর্জন করেছেন , তার মধ্যে অন্যতম হলাে : কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত লীলা পুরস্কার , শরৎচন্দ্র স্মৃতি পদক ; ভুবনমােহিনী পদক ; জগত্তারিণী স্বর্ণপদক ; অমৃত পুরস্কার ; সাহিত্য আকাদেমি পুরস্কার ( ১৯৭৯ ) ; ভারত সরকার প্রদত্ত ‘ পদ্মশ্রী ‘ ( আদিবাসী ক্ষেত্রে কাজের জন্য ১৯৮৬ ) ; জ্ঞানপীঠ পুরস্কার ; ম্যাগসেসে পুরস্কার ইত্যাদি