Kolkata museum job: একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারত বিখ্যাত কলকাতা জাদুঘরের পক্ষ থেকে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এক সুখবর। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই করতে পারবেন আবেদন। এছাড়াও পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা ও বেতন সংক্রান্ত তথ্য আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। সমস্ত তথ্য জানতে শেষ পর্যন্ত পড়ুন।
কোলকাতা জাদুঘরে কাজের সমস্ত তথ্য। কোলকাতা মিউজিয়ামে কাজ। Kolkata Museum job
কলকাতা জাদুঘরে কোন পদে নিয়োগ করা হবে? Kolkata museum job
Office Assistant Gr lll এবং Technical Assistant-A (civil) পদে নিয়োগ করা হবে।
Employment No. 03 /2024
বেতন কত দেওয়া হবে?
মাসিক বেতন 19,900 টাকা থেকে শুরু।
বয়স কত হতে হবে?
আবেদনকারী চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 35 বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত জাতির প্রার্থীদের জন্য বয়সের ছাড়পত্র থাকবে।
আরও পড়ুন,Group-C কর্মী নিয়োগ। দেখুন কবে থেকে শুরু হচ্ছে আবেদন। বেতন 38,000 টাকা।
কলকাতা জাদুঘরে কাজের শিক্ষাগত যোগ্যতা?
এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ বা তার সমতুল্য কোন যোগ্যতা থাকতে হবে। হিন্দি এবং ইংরেজি ভাষায় টাইপিং এর দক্ষতা লাগবে। সরকারি স্বীকৃত যেকোনো সংস্থা থেকে টাইপিং এর কোন কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। Kolkata museum job
এই পদের জন্য মোট শূন্য পদের সংখ্যা?
মোট 6 জনকে নিয়োগ করা হবে।
কোলকাতা জাদুঘরে কাজের জন্য আবেদনের পদ্ধতি?
এই পদের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফিসিয়াল নোটিশ থেকে আবেদন পত্রটি অর্থাৎ ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নিতে হবে। এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ফর্মটি ফিলাপ করে সংস্থার নির্দিষ্ট দপ্তরে জমা করতে হবে।
আবেদন ফি কত টাকা লাগবে?
শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও তপশিলি জাতিভুক্ত প্রার্থী বাদে অন্যান্যদের আবেদন ফি জমা করতে হবে ৮৮৫ টাকা। আবেদন ফি জমা করতে হবে “National Council of Science Museums” এর ডিমান্ড ড্রাফটের মধ্যে।
আবেদনপত্রটি কোথায় জমা দিতে হবে?
National Council of Science Museums, 33 Block-GN, Sector-V, Bidhan Nagar, Kolkata-700 091
অফিসিয়াল ওয়েবসাইট – এখানে ক্লিক করুন।
অফিসিয়াল নোটিশ – এখানে ক্লিক করুন।
আরও পড়ুন,নিয়োগ চলছে গ্ৰাম পঞ্চায়েতে। দেখুন কীভাবে আবেদন করতে হবে।
Disclaimer: আমরা শুধুমাত্র চাকরির খবর প্রকাশ করে থাকি। সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। ভুলত্রুটি হলে তা ইচ্ছাকৃত নয় এবং মার্জনীয়।