Kolkata Police constable Practice Set- 01 : কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট , রইলো বাছাই করা কিছু সাজেশন প্রশ্ন উত্তর 

Last Updated:

Kolkata police constable Practice Set- 01 : সম্প্রতি পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট সাজেশন প্রশ্ন উত্তর,  কলকাতা পুলিশ প্রিলিমিনারির পরীক্ষার প্র্যাকটিস সেট প্রশ্নপত্র পিডিএফ বা Kolkata police Preliminary Practice set question answer যা আগত KP পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে পুলিশের পরীক্ষায় আসা প্রশ্ন সম্পর্কে ধারণা দেবে।

আজকের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন প্রশ্ন দেওয়া হলো। WBP KP GD পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রিলিমিনারির প্রাকটিস সেট – 1। KP exam practice set pdf | Kolkata police Practice pdf

১) ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? 

উঃ 1770 খ্রিস্টাব্দে (বাংলার 1176 বঙ্গাব্দ)

২) বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? 

উঃ ৩ মার্চ।

৩) আয়ুষ্মান ভারত দিবস কবে পালন করা হয়?

উঃ ৩০ এপ্রিল।

৪) আর্সেনিকের প্রভাবে কোন রোগ হয়?

 উঃ ব্ল্যাকফুট।

৫) দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? 

উঃ আনাইমুদি

৬) সম্প্রতি কোন নোবেল পুরস্কার প্রাপ্ত পদার্থবিদ প্রয়াত হলেন, যিনি Magnetism and Superconductivity নিয়ে আলোকপাত করেছেন? 

উঃ ফিলিপ অ্যান্ডারসন।

৭) ২০২০ সাল সত্যজিৎ রায়ের কত তম জন্ম বার্ষিকী? 

উঃ ১০০ তম।

৮) সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের কোন রেলওয়ে স্টেশনে বিশ্বের দীর্ঘতম প্লাটফর্ম তৈরি হতে চলেছে? 

উঃ কর্নাটকের হুব্বাল্লি রেলওয়ে স্টেশন।

৯) প্রাচীনতম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোথায় রয়েছে? 

উঃ ডিগবয়।

১০) অলিম্পিকের কালো বলয় কোন মহাদেশে চিহ্ন বহন করে? 

উঃ আফ্রিকা।

১১) সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? 

উঃ সাহিত্য (1991 সাল)।

১২) দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? 

উঃ চলচ্চিত্র (1969 সাল)

১৩) মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? 

উঃ সিন্ধু নদের তীরে।

১৪) লোথাল বর্তমান কোন রাজ্যে অবস্থিত? 

উঃ গুজরাট।

১৫) নিষ্ক কি? 

উঃ বৈদিক যুগে ব্যবহৃত স্বর্ণমুদ্রার নাম।

১৬) প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 

উঃ রাজগৃহ।

১৭) আলেকজান্ডার কত খ্রীষ্টপূর্বাব্দে সিংহাসনে বসেন? 

উঃ 334 খ্রীষ্টপূর্বাব্দে।

১৮) বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়? 

উঃ মহাপরিনির্বাণ।

১৯) ‘মালবিকাগ্নিমিত্রম’ কার রচনা? 

উঃ কালিদাসের।

২০) গুপ্তাব্দ কে চালু করেন? 

উঃ প্রথম চন্দ্রগুপ্ত

২১) চৈনিক পর্যটক ফা-হিয়েন কার সময় ভারতে আসেন?

 উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের।

২২) বল্লাল সেনের রচিত দুটি গ্রন্থের নাম লেখ। 

উঃ ‘দানসাগর’ ও ‘অদ্ভুত সাগর’।

২৩) রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? 

উঃ দন্তিদুর্গ।

২৪) ইলতুৎমিস কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন? 

উঃ 1211 খ্রিস্টাব্দে।

২৫) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 

উঃ 1556 খ্রিস্টাব্দে 5 ই নভেম্বর।

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্র্যাকটিস সেট ( KP Practice Set- 01)

কলকাতা পুলিশ পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে শেয়ার করা করা হয়েছে। westbengaltoday.in আয়োজিত KP constable exam Practice Set- 01 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট (Kolkata Police Practice Set- 01)

প্রতিটি প্রশ্ন আগত কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন 

Kolkata Police Practice Set- 01 Click Here

Subir das math Book Click here

Join Our Group

Join Telegram