Kolkata Police constable Practice Set- 02 : কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট , রইলো বাছাই করা কিছু সাজেশন প্রশ্ন উত্তর 

Published On:

Kolkata police constable Practice Set- 02 : সম্প্রতি পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট সাজেশন প্রশ্ন উত্তর,  কলকাতা পুলিশ প্রিলিমিনারির পরীক্ষার প্র্যাকটিস সেট প্রশ্নপত্র পিডিএফ বা Kolkata police Preliminary Practice set question answer যা আগত KP পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে পুলিশের পরীক্ষায় আসা প্রশ্ন সম্পর্কে ধারণা দেবে।

আজকের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন প্রশ্ন দেওয়া হলো। WBP KP GD পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রিলিমিনারির প্রাকটিস সেট – 1। KP exam practice set pdf | Kolkata police Practice pdf

প্রশ্ন : ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ? 

উত্তর :  প্রীতিলতা ওয়াদ্দেদার।

প্রশ্ন :  ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?

উত্তর : ১৯১১ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : ভারতের সংবিধান কে রচনা করেন?

উত্তর:- ডঃ বি আর আম্বেদকর

প্রশ্ন : গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন ?

উত্তর:- ড. সচ্চিদানন্দ সিনহা 

প্রশ্ন : গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন ?

উত্তরঃ-  ডঃ রাজেন্দ্র প্রসাদ

প্রশ্ন : ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে?

উত্তরঃ-  ডঃ বি আর আম্বেদকর

প্রশ্ন :  কোন গুপ্ত সম্রাটবিক্রমাদিত্যউপাধি ধারন করেন? 

উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

আরো দেখুন: শুরু হলো RPF কনস্টেবল পদে নিয়োগের অনলাইন আবেদন, শূন্যপদ 4600 টি। তাড়াতাড়ি  দেখে নিন আবেদন পদ্ধতি

প্রশ্ন : দ্বিতীয় চন্দ্রাগুপ্তের রাজত্বকালে কোন চৈনিক পরিব্রাজক ভারতে আসেন?   উত্তর :- ফা-হিয়েন।

প্রশ্ন :  দ্বিতীয় চন্দ্রাগুপ্তের রাজসভায় শ্রেষ্ঠ কবি কে ছিলেন?  

উত্তর :-  কালিদাস।

প্রশ্ন : ইন্ডিয়ান শেক্সপিয়ারকাকে বলা হয়?  উত্তর :- কালিদাসকে।

প্রশ্ন :  তাজমহল কোন পাথরে নির্মিত?   উত্তর :-  শ্বেতপাথর।

প্রশ্ন : জুম্মা মসজিদকার স্থাপত্যকীর্তি?   উত্তর :- শাহজাহানের

প্রশ্ন : সত্যশােধক সমাজ কে গঠন করেন ? উত্তর : জ্যোতিবা ফুলে।

প্রশ্ন : সাইমন কমিশন কবে গঠিত হয় ?  উত্তর : ১৯২৭ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?

উত্তরঃ- আমেরিকা

প্রশ্ন : ভারতের সংবিধান কতবার সংশোধন হয়েছে ? 

উত্তরঃ- 104 বার

প্রশ্ন : কবেমার্লো-মিন্টো সংস্কার আইনপ্রবর্তিত হয় ?  

উত্তর :  ১৯০৯ সালে।   

প্রশ্ন : কবে আজাদ-হিন্দ-ফৌজ গঠিত হয় ?  

উত্তর : ১লা সেপ্টেম্বর ১৯৪২ খ্রিস্টাব্দে। 

প্রশ্ন : কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল ? 

উত্তর : ১৩ই এপ্রিল ১৯১৯ সালে।

প্রশ্ন : কবে পাকিস্থান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল ?  

উত্তর :  ১৯৪০ সালে।

প্রশ্ন : ইবাদাত খানা কে নির্মাণ করেন ?  

উত্তর :  আকবর (১৫৭৫) ফতেপুর সিক্রিতে

প্রশ্ন : আকবর কত সালে মনসাবদারী প্রথা চালু করেন ? উত্তর :  ১৫৭৯ 

প্রশ্ন : দহসালা  কী ?  উত্তর : খাজনা সংক্রান্ত  ব্যবস্থা 

প্রশ্ন : ভারতের বিপ্লবীবাদের জননী নামে কাকে ডাকা হয় ?  

উত্তর : ভিকাজি রুস্তম কামা। 

প্রশ্নঃ-উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে সমুদ্রজলে মগ্ন হিমদ্রোনী গুলিকে কী বলে লেখো?    উত্তরঃ-   ফিয়র্ড।

প্রশ্নঃ- কোন জলবায়ুতে ক্রান্তিয় শীতকাল দেখতে পাওয়া যায়?  

উত্তরঃ-  নিরক্ষীয় জলবায়ুতে।

প্রশ্নঃ-একটি জৈব অভঙ্গুর পদার্থের উদাহরণ দাও।   উত্তরঃ-   তুলো।

প্রশ্নঃ- ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যটির নাম লেখো ?   উত্তরঃ-  গোয়া।

প্রশ্ন : ভারতের সংবিধান কবে গৃহীত হয় ?

উত্তরঃ-  1949 সালের 26 নভেম্বর

প্রশ্ন : ভারতের সংবিধান কবে কার্যকর হয় ?

উত্তরঃ-  1950 সালের 26 জানুয়ারী

প্রশ্নঃ- পুলিকট হ্রদ কোন রাজ্যের মধ্যে অবস্থিত?   উত্তরঃ-  তামিলনাড়ু।

প্রশ্নঃ- জাফরান চাষ কোন রাজ্যে বেশি হয়?  উত্তরঃ-   জম্মু ও কাশ্মীর।

প্রশ্নঃ- উপকূল অঞ্চলে গড়ে ওঠা লৌহ-ইস্পাত কেন্দ্রটির নাম লেখো ?  উত্তরঃ-  বিশাখাপত্তনম।

প্রশ্নঃ- লু কোন সময় প্রবাহিত হয়?   উত্তরঃ-  গ্রীষ্মকালের দুপুর বেলা।

প্রশ্নঃ- একটি উষ্ণস্রোতের নাম বলো।   উত্তরঃ-  ব্রাজিল স্রোত।

প্রশ্নঃ-মিলিয়ন শিটের বিস্তৃতি লেখো?   উত্তরঃ-  4 ডিগ্রি × 4 ডিগ্রি।

প্রশ্নঃ-হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ হয়ে থাকে ?   উত্তরঃ-  U আকৃতির।

প্রশ্নঃ-ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে নদী বোঝাতে কী রঙ ব্যবহার করা হয়ে থাকে ? :- নীল।

প্রশ্নঃ-একটি তীক্ষ্ণাগ্র বদ্বীপের নাম বলো।   উত্তরঃ-  স্পেনের এব্রো।

প্রশ্নঃ-ISRO কথার পুরো নাম লেখো ?  

:-: Indian Space Research Organisation

প্রশ্নঃ-একটি শীতল মরুভূমির নাম বলো।   উত্তরঃ-  গোবি।

প্রশ্নঃ-একটি জৈব বর্জ্যের নাম বলো।   উত্তরঃ-  শাকসব্জির খোসা।

প্রশ্নঃ-ভারতের দীর্ঘতম সেচখালের নাম লেখো ?   উত্তরঃ-  ইন্দিরা গান্ধী খাল।

প্রশ্নঃ-কুমায়ুন হিমালয়ের একটি তালের নাম বলো।  উত্তরঃ-   নৈনিতাল।

প্রশ্নঃ-মৌসুমী বায়ুর লীলাক্ষেত্র বলা হয়ে থাকে কোন দেশকে 

উত্তরঃ-   ভারতবর্ষকে।

প্রশ্নঃ-নদী সংক্রান্ত আলোচনাকে কী বলা হয়ে থাকে ?   উত্তরঃ-    Potamology ।

প্রশ্নঃ-কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়ে থাকে ? 

উত্তরঃ-   ওজোন স্তরকে।

প্রশ্নঃ- একটি বিষহীন বর্জ্যের নাম বলো।   উত্তরঃ-  খাবারের অবশিষ্টাংশ।

প্রশ্নঃ-উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়ে থাকে ?   উত্তরঃ-  : জলপথ।

প্রশ্নঃ-কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়?  

উত্তরঃ-  ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদের।

প্রশ্নঃ- GIS এর পুরো নাম লেখো ? 

উত্তরঃ-  Geographical Information System

প্রশ্নঃ- আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্রস্রোতের নাম বলো। 

উত্তরঃ-  উপসাগরীয় স্রোত।

প্রশ্ন : মানুষের হৃদপিন্ডের কটি কক্ষ ?   উত্তর :  ৪টি। 

প্রশ্ন : পটকাবিহীন মাছের নাম কি ?   উত্তর : হাঙ্গর। 

প্রশ্ন : ওষুধ নিয়ে গবেষণার বৈজ্ঞানিক নাম কি ?   উত্তর : ফার্মাকোলজি। 

প্রশ্ন : পাখিদের ডিম নিয়ে গবেষণাকে কি বলে ?   উত্তর : ওভোলজি। 

প্রশ্ন : কোন জলে জাহাজ দ্রুত চলে ?   উত্তর :  উষ্ণ গরম জলে। 

প্রশ্ন : মানবদেহের একমাত্র মিশ্রগ্রন্থির নাম কি ?   উত্তর :  অগ্ন্যাশয়।  

প্রশ্ন : নাইট্রোজেন কত তাপমাত্রায় জমে যায় ?   উত্তর :  -২১০⁰C। 

প্রশ্ন : নাবিকদের কম্পাস যন্ত্রে কয়টি বিন্দু থাকে ?   উত্তর :  ৩২টি। 

প্রশ্ন : ধান গাছে কতগুলো ক্রোমোজোম  দেখা যায় ?  উত্তর:  24 

প্রশ্ন : মরীচিকার একান্ত কারণ কি ? উত্তর: আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্র্যাকটিস সেট ( KP Practice Set- 02)

কলকাতা পুলিশ পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে শেয়ার করা করা হয়েছে। westbengaltoday.in আয়োজিত KP constable exam Practice Set- 02 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট (Kolkata Police Practice Set- 02)

প্রতিটি প্রশ্ন আগত কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন 

আরো দেখুন: শুরু হলো RPF কনস্টেবল পদে নিয়োগের অনলাইন আবেদন, শূন্যপদ 4600 টি। তাড়াতাড়ি  দেখে নিন আবেদন পদ্ধতি

KP constable Practice Set- 02 Click Here

Join Our Group

Join Telegram