Kolkata Police constable Practice Set – 03 : কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট PDF ডাউনলোড করে নিন

Published On:

Kolkata police constable Practice Set- 03 : সম্প্রতি পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট সাজেশন প্রশ্ন উত্তর, কলকাতা পুলিশ প্রিলিমিনারির পরীক্ষার প্র্যাকটিস সেট প্রশ্নপত্র পিডিএফ বা Kolkata police Preliminary Practice set question answer যা আগত KP পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে পুলিশের পরীক্ষায় আসা প্রশ্ন সম্পর্কে ধারণা দেবে।

আজকের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন প্রশ্ন দেওয়া হলো। WBP KP GD পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রিলিমিনারির প্রাকটিস সেট – 3। KP exam practice set pdf | Kolkata police Practice pdf

1. মানব শরীরের কোন অংশ ইনফ্লুয়েঞ্জা রােগ দ্বারা আক্রান্ত হয় ?

(a) ত্বক

(b) প্লীহা

(c) যকৃৎ

(d) শ্বাসনালী

2. বিখ্যাত গান্ধর’ শিল্পটি কোন বংশের

(a) সাতবাহন

(b) গুপ্তবংশ

(c) কুষাণবংশ

(d) মৌর্যবংশ

3. ‘লক্ষৌ’ শহরটি কোন নদীরতীরে অবস্থিত?

(a) গঙ্গা

(b) যমুনা

(c) গােমতী

(d) শতদ্রু।

4, নীচের কোনটি ‘গ্রীন গােল্ড’ নামে পরিচিত?

(a) চা

(b) কফি

(c) কমলালেবু

(d) আঙুর

5.খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরােসিস ঘটে?

(a) ক্যালসিয়াম

(b) পটাসিয়াম

(c) সােডিয়াম

(d) ম্যাগনেসিয়াম

6. পায়রার বায়ুথলির সংখ্যা কটি ?

(a) 13

(b) 9

(c) 7

(d) 11

7. কোন মৌলের পারমাণবিক সংখ্যা 2 এবং ভরসংখ্যা 4 হলে মৌলটির প্রােটন সংখ্যা কত?

(b) 6টি

(d) 1টি

8. আলাের কোন ধর্মের জন্য বর্নালী গঠিত হয় ?

(a) প্রতিসরন

(b) বিচ্ছুরন

(c) প্রতিফলন

(d) অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন

9. স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন?

(a) কৈলাসনাথ কাটজু

(b) বি এন রাও

(c) বি আর আম্বেদকর

(d) রফি আহমেদ বিদোয়াই

(a) 4টি

(c) 2টি

10. আইনগত বিষয়ে ভারত সরকারকে পরামর্শ দেন?

(a) অ্যাটর্নি জেনারেল

(b) সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি

(c) রাষ্ট্রপতি

(d) অর্থমন্ত্রী

11. রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা আনতে গেলে সেই প্রস্তাব কোথায় উত্থাপন করা যায় ?

(a) কেবলমাত্র লােকসভা

(b) কেবলমাত্র রাজ্যসভা

(c) লােকসভায় অথবা রাজ্যসভায়

(d) বিধানসভায়

12. PAN এর সম্পূর্নরূপ হল—

(a) পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর

(b) পেমেন্ট অ্যাকাউন্ট নম্বর

(c) পাসবুক অ্যাকাউন্ট নম্বর

(d) কোনােটিই নয়

13. ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতীরাজ ব্যবস্থা চালু হয়?

(a) উত্তরপ্রদেশ 

(b) রাজস্থান

(c) গুজরাট

(d) মধ্যপ্রদেশ

14. শিক্ষার অধিকার আইন (21A) কোন সংশােধনীতে সংযুক্ত করা হয়?

(a) 86 তম

(b) 87 তম

(c) 88 তম

(d) 89 তম

15. ‘The Discovery of India’ বইটির লেখক কে?

(a) দাদাভাই নৌরজী

(b) আর এস শর্মা

(c) জওহরলাল নেহেরু

(d) মহত্মা গান্ধী

16. ভারতে কলা, সাহিত্য এবং বিজ্ঞানে কৃতিত্বের জন্য সর্বোচ্চ সম্মান হল ?

(a) ভারতরত্ন

(b) পদ্ম পুরষ্কার

(c) গ্যালাষ্টি পুরষ্কার

(d) কোনটিই নয়

17. পশ্চিমবঙ্গের সর্বাধিক শিক্ষিত জেলা হল-

(a) কলকাতা

(b) হাওড়া

(c) পূর্ব মেদিনীপুর

(d) দার্জিলিং

18. বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়?

(a) ইংল্যান্ডে

(b) জার্মানিতে

(c) বেলজিয়ামে

(d) ফ্রান্সে

19. কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির(কার্যনির্বাহী) নাম কি? )

(a) মঞ্জুলা চেল্লুর 

(b) তীর্থ সিং ঠাকুর

(c) বিশ্বনাথ সমাদ্দার 

(d) কোনওটি নয়

20. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হলেন-

(a) টমাস বাচ

(b) রিচার্ড ম্যাকলারেন

(c) সেবাস্তিয়ান কো

(d) কোল সর্দাটন

21. ‘হাতিগুম্ফা লিপি’ কার আমলের ?

(a) চন্দ্রগুপ্তের

(b) সমুদ্রগুপ্তের

(c) কলিঙ্গরাজ খারবেলের 

(d) দ্বিতীয় পুলকেশীর

22. ত্রিপিটক কোন ভাষায় লিখিত ?

(a) ব্রাত্মী

(b) খরােষ্ঠী

(c) পালি

(d) সংস্কৃত

23. ‘সর্বক্ষত্রিয়চ্ছেত্তা’ উপাধিটি কার ?

(a) মহাপদ্মনন্দ 

(b) অজাতশত্রু

(c) ধননন্দ

(d) শিশুনাগ

24, কার সময়ে ভারতীয় পেনাল কোড বিধিবদ্ধ হয় ?

(a) লর্ড ক্যানিং

(b) লর্ড রিপন।

(c) লর্ড আমহার্স্ট

(d) লর্ড কর্ণওয়ালিশ

25. কানপুরে সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ?

(a) মঙ্গল পান্ডে 

(b) বাহাদুর খান

(c) তাঁতিয়া টোপি

(d) কুনওয়ার সিং

26. “Poverty and Un-British Rule in India? গ্রন্থের লেখক কে?

(a) সুরেন্দ্রনাথ ব্যানার্জী 

(b) ফিরােজশাহ মেহতা

(c) বদরুদ্দিন তায়েবজি 

(d) দাদাভাই নৌরজি

27. ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় কোথায় ?

(a) কলকাতায়

(b) লন্ডনে

(c) মাদ্রাজে

(d) পুনায়

28. ছত্তিশগড় রাজ্যটি 1 নভেম্বর, 2000 সালে গঠিত হয়েছে। এটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল 

(a) মধ্যপ্রদেশ

(b) ওড়িশা

(c) উত্তরপ্রদেশ

(d) বিহার

29. কোন শহরকে ‘প্রাচ্যের ডান্ডি’ বলা হয় ?

(a) ঢাকা

(b) শ্রীহট্ট

(c) রাজশাহি

(d) নারায়ণগঞ্জ

30. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন্ রাজ্যের উপকূল করমন্ডল উপকূল নামে পরিচিত?

(a) কর্ণাটক

(b) কেরল

(c) ওড়িশা

(d) তামিলনাড়ু

31. আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম মালভূমি হল –

(a) লাদাখ মালভূমি 

(b) দাক্ষিণাত্য মালভূমি

(c) ছােটোনাগপুর মালভূমি 

(d) মেঘালয় মালভূমি

32. নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত কোন নদীর ওপর অবস্থিত?

(a) কৃয়া

(b) কাবেরী

(c) তুঙ্গভদ্রা

(d) শােন

33. চিলকা হ্রদ কোন রাজ্যের উপকূলে অবস্থিত?

(a) ওড়িশা

(b) পশ্চিমবঙ্গ

(c) তামিলনাড়ু 

(d) অন্ধ্রপ্রদেশ

34. কফি উৎপাদনে ভারতে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি ?

(a) কর্ণাটক

(b) কেরল

(c) অপ্রদেশ

(d) তামিলনাড়ু

35. ‘অপারেশন ফ্লাড’ (Operation Flood) কর্মসূচিটি কোন্ বিষয়েরে সাথে সম্পর্কিত?

(a) জলসেচ

(b) বণ্যা নিয়ন্ত্রণ

(c) জলসম্পদ উন্নয়ন

(d) দুধ উৎপাদন

36. বেতলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?

(a) গুজরাট

(b) অসম

(c) ঝাড়খন্ড

(d) উত্তরপ্রদেশ

37. N H -1 কোন দুটি স্থানের মধ্যে সংযােগ স্থাপন করেছে?

(a) আগ্রা ও মুম্বাই

(b) নয়াদিল্লি ও অমৃতসর

(c) দিল্লি ও কলকাতা 

(d) কলকাতা ও অমৃতসর

38. ভারতে যে শহরে প্রথম বিদ্যুৎ-এর ব্যবহার শুরু হয়

(a) কলকাতা

(b) চেন্নাই

(c) বেঙ্গালুরু

(d) মুম্বাই

39. পশ্চিমবঙ্গের ‘সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ রূপে ঘােষণা করা হয় ?

(b) 1989

(c) 1979

(a) 1997

(d) 1969

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্র্যাকটিস সেট ( KP Practice Set- 03)

কলকাতা পুলিশ পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে শেয়ার করা করা হয়েছে। westbengaltoday.in আয়োজিত KP constable exam Practice Set- 03 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট (Kolkata Police Practice Set- 03)

প্রতিটি প্রশ্ন আগত কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন 

KP constable Practice Set- 03  PDF Download Now

Join Our Group

Join Telegram