Kolkata Police constable Practice Set- 04 : কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট , রইলো বাছাই করা কিছু সাজেশন প্রশ্ন উত্তর 

Published On:

Kolkata police constable Practice Set- 04 : সম্প্রতি পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট সাজেশন প্রশ্ন উত্তর,  কলকাতা পুলিশ প্রিলিমিনারির পরীক্ষার প্র্যাকটিস সেট প্রশ্নপত্র পিডিএফ বা Kolkata police Preliminary Practice set question answer যা আগত KP পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে পুলিশের পরীক্ষায় আসা প্রশ্ন সম্পর্কে ধারণা দেবে।

আজকের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন প্রশ্ন দেওয়া হলো। WBP KP GD পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট – 04। KP exam practice set pdf | Kolkata police Practice pdf

1. শুন্য কে আবিষ্কার করেন?

(a) নিউটন

(b) আর্কিমিডিস

(C) আর্যভট্ট

(d) এদের কেউ নন

2. রােধের (রেজিস্ট্যান্স) একক হল

(a) জুল

(b) ওহম

(c) নিউটন

(d) অ্যাম্পিয়ার

3. যখন লােহার পেরেকের উপর মরচে ধরে তখন পেরেকটির ওজন

(a) বৃদ্ধি পায়

(b) হ্রাস পায়

(c) ওজন বাড়েও না, কমেও না

(d) কোনােটিই নয়

4. সমস্ত অ্যাসিডে যে উপাদানটি রয়েছে-

(a) অক্সিজেন

(b) ক্লোরিন

(c) সালফার

(d) হাইড্রোজেন

5. ব্রোঞ্জের প্রধান উপাদান হল-

(a) Cu এবং Ni

(b) Cu এবং Zn

(c) Cu এবং Sn

(d) Zn এবং Sn

6. ভারতকে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করা ও দেশভাগ যে পরিকল্পনায় ছিল—

(a) ক্যাবিনেট মিশন প্ল্যান

(b) মাউন্ট ব্যাটেন প্ল্যান

(c) ক্রিপস মিশন

(d) গভর্মেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935

7. তথ্যের অধিকার আইন কার্যকর হয়েছে যে বছরে তা হল-

(a) 2005 

(b) 2006 

(c) 2004

(d) 2007

8. ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন?

(a) ডঃ জাকির হােসেন

(b) ভি.ভি. গিরি

(c) এন, সঞ্জীব রেড্ডি

(d) ডঃ এস. রাধাকৃয়ান

9. নিম্নলিখিত কোন পদটিকে ভারত সরকারের First Law officer-এর পদ বলে?

(a) ভারতের সলিসিটর জেনারেল

(b) ভারতের অ্যাটর্নি জেনারেল

(c) ভারতের প্রধান বিচারপতি

(d) ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল

10. বিহার বিধানসভার মােট আসন কত ?

(a) 403

(b) 243 

(c) 294

(d) 200

11. কোন্ চোল রাজা বাংলা জয় করেছিলেন?

(A) রাজ রাজ

(B) প্রথম রাজেন্দ্র চোল

(C) দ্বিতীয় রাজেন্দ্র চোল

(D) রাজাধিরাজ

12. মুম্বাই এবং পুনের মধ্যে কোন গ্যাপ রয়েছে?

(A) পালঘাট

(B) ভােরঘাট

(C) থলঘাট

(D) কোনােটিই নয়

13. ‘Golden Revolution কীসের সঙ্গে সম্পর্কযুক্ত ?

(A) সার

(B) আলু

(C) ফলচাষ 

(D) মশলা

14. আয়রন দ্রবীভূত হয় না

(A) গরম লঘু NHO,-তে

(B) ঠান্ডা লঘু HNO,-তে

(C) ধূমায়িত HNO,-তে

(D) কোনােটিতেই নয়

15. ডেকানট্র্যাপ অঞ্চলের মধ্য দিয়ে কোন্ নদী প্রবাহিত হয়েছে?

(A) বেতােয়া

(B) মহানদী

(C) চম্বল

(D) গােদাবরী

16. অকালি আন্দোলন কবে শুরু হয়?

(A) 1901 

(B) 1911

(C) 1921 

(D) 1931

17, ভিরিয়ন হল-

(A) ভাইরাসের সংক্রামক কণা

(B) ব্যাকটেরিওফাজের সংক্রামক কণা

(C) ভাইরাসের সংক্রামক দশা

(D) কোনােটিই নয়

18. মুসলিম লিগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিল কোন সালে?

(A) 1939

(B) 1940 

(C) 1941 

(D) 1942

19. পাঁচমারি কোন্ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ?

(A) মৈকাল

(B) মহাদেব

(C) বিন্ধ্য

(D) আরাবল্লি

20.নিম্নলিখিত কোন ঘটনাটি ভূমিধসের কারণ নয়-

(a) বৃষ্টিপাত

(b) বনবিনাশ

(C)সুনামি

(d) বহুমুখী নদী পরিকল্পনা

21 পশ্চিমবঙ্গের খরা প্রধান জেলা’ হল-

(a) বীরভূম

(b) পুরুলিয়া

(c) বর্ধমান

(d) পশ্চিম মেদিনীপুর

22.সর্বাধিক জীববৈচিত্র্য নীচের কোন অঞ্চলে।

(a)সাভানা অঞ্চলে

(b) নাতিশীতােয় অঞ্চলে

(c) মরু অঞ্চলে

(d) নিরক্ষীয় অঞ্চলে

23.,এল-নিনাে’ শব্দের অর্থ হল-

(a) শিশু কন্যা

(b) শিশু খ্রিষ্ট

(c) যিশু কন্যা

(d) যিশু খ্রিষ্ট

24.পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড়কে বলে-

(a) টর্নেডাে

(b) সাইক্লোন

(c) হ্যারিকেন

(d) টাইফুন

25..ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হল-

(a) ফলের বাগান 

(b) ফুলের বাগান

(c) চা বাগান

(d) ধান চাষের জমি

26.নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রীণহাউস গ্যাস নয়, সেটি হল-

(a) 02

(b)N02

(c) CFC

(d) CO2

27.BOD সম্পর্কিত কার সঙ্গে?

(a) অজৈব দূষক

(b) ডিটারজেন্ট

(c) জৈব দূষক 

(d) গ্রিন সাফলার

28.গাড়ির ধোঁয়ায় উপস্থিত সবচেয়ে ক্ষতিকারক দৃষকটি হল-

(a)সিসা

(b) ক্যালডিয়াম

(C)পারদ

(d) তামা

29. পরিবেশ রক্ষার জন্য ছাত্রদের নিয়ে গঠিত হবে-

(a) সাদা বাহিনী

(b) সবুজ বাহিনী

(c) নীল বাহিনী

(d) হলুদ বাহিনী

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্র্যাকটিস সেট ( KP Practice Set- 04)

কলকাতা পুলিশ পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে শেয়ার করা করা হয়েছে। westbengaltoday.in আয়োজিত KP constable exam Practice Set- 04 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট (Kolkata Police Practice Set- 04)

প্রতিটি প্রশ্ন আগত কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

Nest Post: কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট PDF 03

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন 

KP constable Practice Set- 04 PDF  – Click Here

Join Our Group

Join Telegram