দীর্ঘ অপেক্ষার পর শুরু হতে চলেছে কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ। কবে থেকে শুরু আবেদন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।
কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ 2024 / Kolkata police recruitment 2024
কোন পদে নিয়োগ করা হবে (Kolkata police recruitment)
কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে।
নিয়োগকারী বোর্ড: পশ্চিমবঙ্গ পুলিশ
মোট শূন্য পদের সংখ্যা : অফিসিয়াল নোটিশ অনুযায়ী কলকাতা পুলিশ 2024 এ মোট শূন্য পদের সংখ্যা 3734 টি। যার মধ্যে 270 টি মহিলা কনস্টেবল ও বাকি 3464 টি শূন্য পদ পুরুষদের জন্য।
SBI Bank Job : SBI ব্যাঙ্কে চাকরির দারুন সুযোগ, তাড়াতাড়ি দেখুন কিভাবে আবেদন করতে হবে
শিক্ষাগত যোগ্যতা: কলকাতা পুলিশের কনস্টেবল পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের নূন্যতম শিক্ষা যোগ্যতা হল মাধ্যমিক পাশ।
বয়সসীমা : অফিসিয়াল নোটিশ অনুযায়ী এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। 1 জানুয়ারি 2024 অনুযায়ী বয়স গণনা করা হবে। তবে এক্ষেত্রে সংরক্ষিত জাতির প্রার্থীদের জন্য বয়সের ছাড়পত্র থাকবে। Kolkata police recruitment
বেতন সংক্রান্ত তথ্য: বেতন কাঠামো কেমন হবে তা জানতে চাইলে অফিসিয়াল নোটিশ দেখুন।\
বাড়িতে বসে AXIS bank এর কাজ করে মাসে ১০-১৫ হাজার টাকা আয় করুন। AXIS bank Work From home job
আবেদন করার তারিখ: কলকাতা পুলিশের কনস্টেবল পদে আবেদন প্রক্রিয়া শুরু 1 মার্চ 2024 থেকে। এবং আবেদন প্রক্রিয়া চলবে 29 মার্চ 2024 পর্যন্ত।
আরও পড়ুনঃ বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে 2024
আবেদন করার পদ্ধতি: চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।
আবেদন ফি কত লাগবে: এসসি বা এসটি দের জন্য আবেদন মূল্য 20 টাকা এবং অন্যান্যদের জন্য 170 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
অষ্টম শ্রেণী পাশ করলেই গ্ৰুপ ডির চাকরি। বেতন শুরু 17,000 টাকা থেকে।
নিয়োগ প্রক্রিয়া: প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। এরপর হবে শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতার পরীক্ষা। এবং এরপর মেইন পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ এর পর করা হবে নিয়োগ।
অফিসিয়াল নোটিশ – এখানে ক্লিক করুন।
Disclaimer: আমরা শুধুমাত্র চাকরির খবর প্রকাশ করে থাকি।সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি।ভুলত্রুটি হলে তা ইচ্ছাকৃত নয় এবং মার্জনীয়।আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিজের দায়িত্বে আবেদন করবেন।