Kolkata police constable Practice Set- 05 : আজকের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন প্রশ্ন দেওয়া হলো। WBP KP GD পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রাকটিস সেট – 05। Kolkata police Practice pdf
প্রশ্ন: . বাংলা সাহিত্যে কে ‘পদাতিক কবি’ নামে পরিচিত ?
উত্তর :- সুভাষ মুখোপাধ্যায় ।
প্রশ্ন: কে ‘পরশুরাম’ ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন ?
উত্তর :- রাজশেখর বসু ।
প্রশ্ন: ‘প্রথম আলো’ বাংলা উপন্যাসটি কার লেখা ?
উত্তর :- সুনীল গাঙ্গুলী ।
প্রশ্ন: ‘আফ্রিকা’ কবিতাটি কার লেখা ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর ।
প্রশ্ন: ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর :- ক্রিকেট ।
প্রশ্ন: এশিয়ার রােম ’ বলা হয় কোন্ শহরকে ?
Ans : দিল্লি ।
প্রশ্ন: বিখ্যাত কার্টুনিস্ট নরেন রায়ের ছদ্ম নাম কি?
Ans : সুফি ।
প্রশ্ন: বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দাবাড়ু কে ?
Ans : ববি ফিশার ।
প্রশ্ন: ভয়েস অফ দ্য বিগল ’ – গ্রন্থটির রচয়িতা কে ?
Ans : চালর্স ডারউইন ।
প্রশ্ন: বিশ্বের সর্ববৃহৎ ফলের নাম কি ?
Ans : জেনাস উলফিয়া ।
প্রশ্ন: শ্রীলঙ্কা ও ভারতের মাঝে কোন্ প্রণালী অবস্থিত ?
Ans : পক প্রণালী ও মান্নার উপসাগর ।
প্রশ্ন: টারজান ’ চরিত্রের মূল অভিনেতা কে ছিলেন ?
Ans : জনি ওয়াইস মূলার ।
প্রশ্ন: মঙ্গলে পাঠানাে প্রথম মহাকাব্য যানটির নাম কি?
Ans : ওডিসি ।
প্রশ্ন: পানামা খাল কোন্ দুটি মহাসাগরের সংযােগ রক্ষাকারী খাল ?
Ans : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর ।
প্রশ্ন: কোন্ প্রণালী এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে ?
Ans : বেরিং প্রণালী ।
প্রশ্ন: চিড়ুইন কোন্ নদীর উপনদী ?
Ans : ইরাবতী ।
প্রশ্ন: কত সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয় ?
Ans : ১৯৬৫ সাল ।
প্রশ্ন 4. পোঙ্গল কোন রাজ্যের উৎসব?
উত্তর- তামিলনাড়ু
প্রশ্ন 5. গিদ্ধা ও ভাংড়া কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর- পাঞ্জাব
প্রশ্ন 6. টেলিভিশন কে আবিষ্কার করেন?
উত্তর – জন লগি বেয়ার্ড
প্রশ্ন 7. ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন?
উত্তর – রাজিয়া সুলতান
প্রশ্ন: ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উঃ- সাহিত্য
প্রশ্ন: কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়?
উঃ- ইউনেস্কো থেকে
প্রশ্ন: প্রথম কোন বিদেশী ভারতরত্ন পুরস্কার পান?
উঃ- খান আব্দুল গফফর খান
প্রশ্ন: নোবেল পুরস্কার কটি বিভাগে দেওয়া হয়?
উঃ- ৬টি [সাহিত্য,শান্তি, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা ও চিকিৎসাবিদ্যা, বিজ্ঞান, অর্থনীতি]
প্রশ্ন: নোবেল পুরস্কার প্রতিবছর কোথায় দেওয়া হয়?
উঃ- স্টকহোম।
প্রশ্ন: সি.কে.নাইডু অ্যাওয়ার্ড কোন ক্রিকেটার প্রথম জেতেন?
উঃ- লাল অমরনাথ
প্রশ্ন: নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর কোথায় দেওয়া হয়?
উঃ- ওসলো
প্রশ্ন: প্রথম ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার পান?
উঃ- রবীন্দ্রনাথ(১৯১৩)
প্রশ্ন: ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন বিভাগে?
উঃ- সামাজিক কাজকর্ম
প্রশ্ন: প্রথম নেহেরু অ্যাওয়ার্ড কে জেতেন?
উঃ- ইউ থান্ট
প্রশ্ন: নিশাই পাকিস্তান পুরস্কার কে পান?
উঃ- মোরাজী দেশাই
প্রশ্ন: প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান?
উঃ- বিশ্বনাথন আনন্দ
প্রশ্ন: অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?
উঃ- খেলাধূলার অবদানের জন্য
প্রশ্ন: পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?
উঃ- সাংবাদিকতা ও সাহিত্য
প্রশ্ন: রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নামে?
উঃ- ফিলিপিন্স।
প্রশ্ন: ভারতের সর্বোচ্চ নাগরিকত্ব পুরস্কার কোনটি?
উঃ- ভারতরত্ন
প্রশ্ন: ভারতের সর্বোচ্চ সাহসী (wartime) পুরস্কার কোনটি?
উঃ- পরমবীর চক্র
প্রশ্ন: ভারতের সর্বোচ্চ গ্যালান্ট্রি (peacetime)অ্যাওয়ার্ড কোনটি?
উঃ- অশোকচক্র
প্রশ্ন: জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?
উঃ- সাহিত্যকর্ম
প্রশ্ন: প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান?
উঃ- আশাপূর্ণা দেবী (প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য)
প্রশ্ন: দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?
উঃ- খেলার কোচেদের জন্য
প্রশ্ন: প্রথম মহিলা যিনি পুলিত্জার পুরস্কার পান?
উঃ- ঝুম্পা লাহিড়ী।
প্রশ্ন: অস্কার পুরস্কার দেওয়া হয়?
উঃ- সিনেমা জগৎক্ষেত্রে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্র্যাকটিস সেট ( KP Practice Set- 05)
কলকাতা পুলিশ পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে শেয়ার করা করা হয়েছে। westbengaltoday.in আয়োজিত KP constable exam Practice Set- 05 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।
কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট (Kolkata Police Practice Set- 05)
প্রতিটি প্রশ্ন আগত কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
KP constable Practice Set- 05 – Click Here