জীবনে সফল হতে গিয়ে কে কি করেছে সেটা না ভেবে আপনি আপনার মতো কাজ করে এগিয়ে যান। আপনি কি জানেন পৃথিবীতে মাত্র ২% মানুষ সফল কেন? বাকি ৯৮% কেন সফল নয়? এটা এই জন্য যে তারা কোন কিছু না ভেবেই অন্যদের নকল করতে থাকে।
- চৌধুরী বাবুর ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে আমিও হবো।
- খান বাবুর ছেলে ডাক্তার হয়েছে আমিও হবো।
- রামদা নতুন ব্যবসা শুরু করেছে আমিও করবো।
এমন অনেক উদাহরণ আপনাদের চার পাশে পাবেন যারা নকল করতে থাকে তারা কখনও সফলতা পায় না। কারন নকল করতেও অবশ্যই বুদ্ধিও প্রয়োজন একটি উদাহরণ আছে,, একজন চাকরিজীবী লোক অফিস শেষ করে রাত ১০ টায় বাড়ি ফিরছিলো। সে দেখে তিন জন চোর একটা গলিতে দারিয়ে আছে তাই তিনি তাদের বলেন আপনারা এখানে দারিয়ে কি করছেন? তারা বলে আমরা দারিয়ে আছি কিছু লোকের থেকে টাকা নিতে হবে তাই। লোকটি বলে আপনারা কি তাদের কাছে টাকা পাবেন? তিন চোর হেঁসে উত্তর দেয়, না আমরা কিছু মানুষের থেকে জোর করে টাকা নিবো না দিতে চাইলেও। ভদ্র লোকটি তাদের কথা শুনে অবাক হলেন এবং বললেন আমিও আপনাদের সাথে এই কাজটা করতে চাই। চোর গুলো কিছু সময় ভেবে উত্তর দিলো আচ্ছা ঠিক আছে লোকটি যেহেতু চুরি করতে জানে না তাই চোরের দল তাকে কিছুটা বুঝিয়ে দিয়ে একটা কাগজে লিখে দিলেন। কাগজের লেখা অনুযায়ী ভদ্র লোকটি একটা ঘরের ভিতরে ঢুকে চুরির চেষ্টা করতে থাকে কিন্তু হঠাৎ করে সে শব্দ করে ফেলে যার কারনে বাড়ির মানুষ ঘুম থেকে জেগে উঠে এবং তাকে ইচ্ছা মতো মারধর করতে থাকে। তখন চাকরিজীবী ভদ্র মানুষটি বলে কাগজে তো এটা লেখা ছিলো না।
এই গল্প দ্বারা আমরা কি বুঝলাম?
”নকল করতেও বুদ্ধি লাগে, যার কারনে ২% মানুষ কেবল মাত্র সফল।” এই পৃথিবীর প্রতিটা মানুষের আলাদা আলাদা ট্যালেন্ট আছে।
- সব মানুষ স্টিভ জবস হতে পারে না।
- সব মানুষ বিল গেটস হতে পারে না।
- সব মানুষ মার্ক জুকারবার্গ হতে পারে না।
তাই নিজের মতো করে কাজ করলে আল্লাহ্ এটাতেই বেশি রহমত দান করবে। সততা খুব মূল্যবান একটি উপহার যা কোন ছোট মনের মানুষের ভিতরে থাকে না।