LPG cylinder price 2024: বছরের শুরুতেই আরম্ভ হয়েছে ভোটের শোরগোল। ভোটের আগে আমজনতার নজর কাড়তে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয়ই। আর তারই মাঝে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে উঠে এলো একটি বিরাট মন্তব্য।
এবার এক ধাক্কায় কমতে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই একটি ঘোষণা দিয়েছেন। তিনি জানান এবার সাধারণ মানুষের কথা চিন্তা করে কমানো হবে রান্নার গ্যাসের দাম। এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ঝড় উঠলেও কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন সাধারণ মানুষ। LPG cylinder price
LPG cylinder price কমবে গ্যাসের দাম?
বর্তমানে রান্নার গ্যাস অর্থাৎ LPG দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এখনকার মূল্য বৃদ্ধির বাজারে জীবনযাপন দিন দিন যেন কঠিন হয়ে পড়ছে সাধারণ মানুষদের কাছে। মোটা টাকা গুনতে হয় গ্যাস সিলিন্ডারের জন্যেও। যদি সিলিন্ডারের দাম কিছুটা হলেও কমে তবুও স্বস্তি পাবে আমজনতা।
দ্রব্যমূল্য কোমর বদলে দিন দিন যেন বেড়েই চলেছে। বাদ যায়নি গ্যাস সিলিন্ডারও। এইভাবে চললে জীবনযাপন কিভাবে চলবে প্রশ্ন তুলতেই পারেন আমজনতা। অনেকবারই রান্নার গ্যাসের দাম নিয়ে উঠেছিল তুমুল সমালোচনার ঝড়। তবে লাভ তেমন হয়নি সাধারণ মানুষের। তবে আগের বছর পুজোর সময় থেকে জনগণের কথা শুনেছে কেন্দ্রীয় সরকার রানার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় 200 টাকা কমানো হয়েছিল।
গত বছর অর্থাৎ ২০২৩ সালের আগস্ট মাস থেকে এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে রান্নার গ্যাসের দাম। তবে ওঠানামা হয়েছে বাণিজ্য গ্যাসের (commercial Gas cylinder price)দাম। পুজোর আগে ১৪.২ কেজি রান্নার গ্যাসের (Domestic Gas cylinder price) দাম ছিল প্রায় ১১০০ টাকা ছুঁইছুঁই। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 200 টাকা কমানো হয়েছিল ফলে দাম রেখেছে ৯২৯ টাকায়।
তবে সম্প্রতি সময়ে একটি সাংবাদিক সম্মেলনে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যে কেন্দ্র সরকার রান্নার গ্যাসের দাম লোকসভা ভোটের আগে কমাতে পারে। এবং তিনি সতর্কবার্তা দেন যে ভোট পেরিয়ে গেলে গ্যাসের দাম ফের বাড়িয়ে দেবে তারা। তবে সত্যি যদি লোকসভা ভোটের আগে গ্যাসের দাম কমায়, তাহলে বেশ উপকৃত হবেন সাধারণ জনতা। LPG cylinder price
আরও পড়ুন,পিএম কিষান – যোগ্যতা, সুবিধা, নথি, রেজিস্ট্রেশন, সুবিধাভোগী স্ট্যাটাস চেক