May Month Bank Holidays List : বর্তমানে মানুষ কম বেশি ব্যাংকের উপর নির্ভরশীল কারণ সমস্ত প্রকল্পের টাকা বা সমস্ত ভাতার টাকা বা প্রয়োজনীয় টাকা সবাই ব্যাংকের মধ্যে জমা রাখেন এবং যখন যা সময় হয় বা প্রয়োজন হয় সবাই ব্যাংক থেকে তুলে নেয়| এমতাবস্থায় যদি মে মাসে একটানা ১২ দিন ব্যাংক বন্ধ থাকে তাহলে সাধারণ মানুষকে খুবই অসুবিধার মধ্যে পড়তে হবে| কারণ প্রয়োজন নিয়ে টাকা তোলা হবে না বা আর অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে মে মাসে ব্যাংক বেশ কয়েকদিনের জন্যবন্ধ থাকবে। টাকা ছাড়া মানুষের এক মুহূর্তও চলে না ! চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক আগামী মে মাসে কোন কোন তারিখ বা দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে।
2024 সালের মে মাসে ব্যাংকে ছুটির লিস্ট
- 1 মে : মে দিবস
- 5 মে: রবিবার
- 8 মে: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী
- 10 মে: বাসভ জয়ন্তী/অক্ষয় তৃতীয়া
- 11 মে: দ্বিতীয় শনিবার
- 12 মে: রবিবার
- 16 মে: রাজ্য দিবসের ছুটির কারণে গ্যাংটকের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- 19 মে: রবিবার
- 23 মে: বুদ্ধ পূর্ণিমা
- 25 মে: চতুর্থ শনিবার
- 26 মে: রবিবার
বিশেষভাবে মনে রাখবেন: এই সমস্ত ছুটি সব রাজ্যের জন্য প্রয়োগ হবে না।
বর্তমানে চলছে এপ্রিল মাস চলেছে। এখন থেকেই গুরুত্বপূর্ণ কাজ থাকলে অবশ্যই এপ্রিল মাসের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।RBI এর লিস্ট ফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
আরো পড়ুন: Krishak Bandhu Payment Date 2024 : ২০২৪ সালের কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা এই ভাবে দেখে নিন
PM kisan 17th installment date 2024 : পিএম কিষান 17 তম কিস্তির টাকা দেওয়ার তারিখ, দেখুন কবে পাবেন