আগের দিন শেষ।তাঁর মতে ফ্যানেরা এখন বোলারদেরই বেশি আগ্ৰহ সহকারে দেখতে চাই।
মহম্মদ শামি এখন মাঠের বাইরে। তাই অবশ্য চোটের কারণে। ২০২৩ একদিনের বিশ্বকাপ খেলে বাইরে গেছেন তিনি আর মাঠে দেখা যায়নি তাকে। ছোট পেয়েছেন গোড়ালি তাই এখন সারছেন তিনি।
ভারতের হয়ে একদিনের বিশ্বকাপে সব থেকে বেশি উইকেটের মালিক মহম্মদ শামি। Mohammad Shami । ভারতকে সেমিফাইনালে এবং পরে ফাইনাল প্রর্যন্ত নিয়ে গিয়েছিলেন একার জোরে।সেই Shami করে বসলেন এক অবাক করা মন্তব্য।
তাঁর মতে ভারতীয় ক্রিকেট ফ্যানেরা কোহলি, রোহিত শর্মা, এর মতো স্টার ব্যাটসম্যান দের ব্যাটিং দেখার জন্য আর খেলা দেখে না।
কি বলছেন মহম্মদ শামি?
আগের দিন শেষ।তাঁর মতে ফ্যানেরা এখন বোলারদেরই বেশি আগ্ৰহ সহকারে দেখতে চাই।
একটি সাক্ষাৎকারের মাধ্যমে এইরুপ বদলের কথা বলেছেন তিনি। তিনি বলেন “যারা একদিন ব্যাটসম্যান দের জন্য গলা ফাটাতেন এখন তারাই আমাদের জন্য চিৎকার করেন। এর থেকে ভালো অনুভূতি আর কিছু নেই।কারন তারাও জেনে গেছে বোলাররাই দলকে জয় এনে দেন।”
এইরকম পরিবর্তনের জন্য বেশ কয়েকজন ফাস্ট বোলার এর নাম করেন মহম্মদ শামি। তিনি বলেন “২০২৩ One day বিশ্বকাপ এ ভারতের তিনটি সেরা পেসার ছিল। উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমারেরা যা শুরু করেছিল সেটা আমি, বুমরাহ আর সিরাজ বয়ে নিয়ে যাচ্ছি। আমাদের দেখে আরও অনেকে উঠে আসছে।”