Mohunbagan : আরও একটি শিরোপা জিততে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড। কোন পথে হাঁটছেন হাবাস?

Published On:

শীর্ষ স্থান দখলের লড়াইয়ে এগিয়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। বাড়তি ম্যাচের এডভান্টেজ এখন মোহনবাগানের কাছে। বুধবার এফসি গোয়া ও মুম্বাই সিটি এফসির ম্যাচ ড্র হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে মোহনবাগান। কারণ চলতি মরশুম লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রথম চার দলের পয়েন্টস সংখ্যার ফারাক খুব একটা বেশি নয়। চলুন এক নজর দেখে নেওয়া যাক কোন দল কোন পর্যায়ে রয়েছে।

ISL 2023-24 মরশুমের খেলা গড়িয়েছে প্রায় শেষের দিকে। চলছে প্রথম স্থান দখলের লড়াই। আর শেষের দিকে যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে প্রথম সারির দলগুলো। পিছিয়ে নেই মোহনবাগানও। কলকাতার দুটি দলের মধ্যে লড়াইয়ে রয়েছে হাবাসের দল। জুয়ান ফেরান্দোকে বিদায় জানানোর পরপরই যেন সূর্যোদয় ঘটেছে তাদের। জেতার ফর্মে ফিরেছে হাবাসের হাত ধরে।

বুধবার মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়ার মধ্যেকার ম্যাচ ড্র হওয়ায় প্রথম স্থান দখল করার রাস্তা একটু হলেও পরিস্কার হলো। বর্তমানে উরিষ্যা এফসি রয়েছে এক নম্বর স্থানে। 16 ম্যাচ খেলে তাদের সংগ্ৰহে রয়েছে 32 পয়েন্টস। মুম্বাই সিটি এফসি গোয়া ম্যাচে ড্র করায় তাদেরও পয়েন্টস সংখ্যা 32।

মোহনবাগান রয়েছে লিগ টেবিলের 3 নম্বর স্থানে। তবে তাদের হাতে রয়েছে একটি বাড়তি ম্যাচ। কারণ বাকি দলগুলো 16 টা করে ম্যাচ খেললেও মোহনবাগান খেলেছে 15 টি ম্যাচ। এবং তাদের 15 ম্যাচে সংগ্ৰহে রয়েছে 30 পয়েন্টস। আগামী 1 তারিখে জামসেদপুর এফসির বিরুদ্ধে জয়লাভ করলেই সবাইকে ছাপিয়ে যেতে পারে সবুজ মেরুন দল।

আরও পড়ুনঃ বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে।

Join Our Group

Join Telegram