ISL 2023-24: এ যেন গোলের বন্যা হয়ে গেলো কলকাতায়। অনেকদিন পর একটা হাইস্কোরিং ম্যাচ দেখলো কলকাতাবাসী। 90 মিনিট যেন কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি নয়। ইন্ডিয়ান সুপার লীগে মাঠে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্টস ও নর্থইস্ট ইউনাইটেড ক্লাব। টান টান উত্তেজনা ছিল পুরো খেলা জুরে।
মরশুমের শুরুটা ভালো করেছিল জন আব্রাহামের দল নর্থইস্ট ইউনাইটেড এফসি। কিন্তু খেলার মরশুম যত মাঠে গড়াই আস্তে আস্তে যেন হারিয়ে যায় জুয়ান পেড্রো বেনালির দল। আবার এখন দুরন্ত ফর্মে রয়েছে তারা। এর আগের ম্যাচে তারা ইস্টবেঙ্গল কে হারিয়ে সুপার কাপে হারের বদলা নিয়েছিল।
বিশেষ করে তাদের নতুন বিদেশি Tomi Juric রয়েছেন দুরন্ত ফর্মে। মরশুমের মাঝামাঝি ইন্ডিয়ান সুপার লিগে পা রাখা এই বিদেশি পরপর দুই ম্যাচে করেছেন জোড়া গোল। আর তাতেই কুপোকাত বিপক্ষ দল। Indian Super league
অপরদিকে মোহনবাগান মরশুমের শুরুতে জয় পেলেও কেমন যেনো অগোছালো ছিল। তবে পয়েন্ট তালিকার বেশ উপরের দিকেই ছিল তারা। সম্প্রতি জুয়ান ফেরান্দো কে সরিয়ে হাবাসকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার জায়ান্টস ক্লাব মোহনবাগানের। আর তাতেই যেন দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছে সাহাল আব্দুল সামাদরা। Indian Super league
মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড হাইলাইটস Mohun Bagan vs Northeast United FC।
বিকেল 5:30 টায় খেলা গড়াই মাঠে। শুরুতেই পেনাল্টি পায় নর্থইস্ট ইউনাইটেড এফসি। 6মিনিটের মাথায় পেনাল্টিতে গোল করেন টমি জুরিক। খেলায় এগিয়ে যায় তারা। প্রথম থেকেই চাপে ছিল মোহনবাগান। এরপর প্রথমার্ধের বাড়তি সময়ে জোড়া গোল পায় মোহনবাগান সুপার জায়ান্টস। 46 মিনিটের মাথায় জনি কাউকোর বাড়ানো বলে গোল করেন লিস্টন কোলাসো। এরপর গোল পান অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিন্স 49 মিনিটে। ঘুরে দাঁড়ায় হোম টিম মোহনবাগান। প্রথমার্ধে 2-1 গোলে ড্রেসিং রুমে ফেরে দুই দল।
বিরতির পর দ্বীতিয়ার্ধের খেলা শুরু হলেই গোল পরিশোধ করে দেয় নর্থইস্ট ইউনাইটেড এফসি। 50 মিনিটে আবার একবার দুরন্ত গোল করেন টমি জুরিক। 2-2 গোলে সমতায় ফেরে তারা। ISL
তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বেনালির দল। ম্যাচের 53 মিনিটে গোল করেন দিমিত্রি পেত্রাতোস। এরপর গোল পান সাহাল আব্দুল সামাদও 57 মিনিটে। শেষ স্কোরলাইন ছিল মোহনবাগান 4, নর্থইস্ট ইউনাইটেড এফসি 2।
আরও পড়ুন,৬০ হাজার টাকা বেতনের কাজ ছেড়ে ফুলের ব্যবসা শুরু, আজ মাসে আয় কোটি টাকা