নবান্ন স্কলারশিপ পাওয়ার জন্য কোন কোন নিয়ম গুলো ছাত্র-ছাত্রীদের মেনে চলতে হবে?দেখুন সম্পন্ন তথ্য | Nabanna Scholarship new rules

Published On:

নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship new rules) : হল পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লঞ্চকৃত একটি স্কলারশিপ প্রোগ্রাম। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনে সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ চালু করেছেন

নবান্ন স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্যতা – নবান্ন স্কলারশিপ এর টাকা পাওয়ার জন্য কারা যোগ্য ?

  1. আবেদনকারী ছাত্র-ছাত্রীদের কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে।
  2. ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়া অন্যান্য রাজ্যের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।
  3. যেসব ছাত্রছাত্রীরা বিকাশভবন স্কলারশিপ বা পচিমবঙ্গে সরকারের দেওয়া অন্য কোনো স্কলারশিপ এর সুবিধা পাচ্ছে তারা নবান্ন স্কলারশিপের আবেদনের জন্য যোগ্য নয়|
  4. ছাত্র-ছাত্রীরা নবান্ন স্কলারশিপ আবেদন করার পাশাপাশি অন্য কোনো সরকারি/বেসরকারি বৃত্তি/উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
  5. শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আরো জেনে রাখো: নবান্ন স্কলারশিপ সম্পূর্ণ তথ্য দেখে নিন , কত % নাম্বার প্রয়োজন,অনলাইন আবেদন পদ্ধতি, ডকুমেন্টস

নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য শিক্ষাগতা যোগ্যতা :

  1. পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো বোর্ড/কাউন্সিল/বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের/উচ্চ মাধ্যমিক বা সমমানের/আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যেকোনো প্রতিষ্ঠানে থেকে পাঠরত থাকতে হবে।
  2. কোন বছর পরীক্ষায় গ্যাপ দিলে এই স্কলারশিপ পাওয়া যাবে না|
  3. মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে মোট ৫০% নাম্বার কিংবা উপরে মোট ৬০% নাম্বারের মধ্যে পেতে হবে
  4. স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষায় মোট 50% নাম্বার থেকে মোট 53% নাম্বার পেয়ে পাশ করা থাকতে হবে
  5. নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য পারিবারিক বাৎসরিক আয় কত হওয়া প্রয়োজন?
  6. নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য বার্ষিক পারিবারিক আয় 1,20,000/- টাকার মধ্যে থাকতে হবে

আরো জেনে রাখো : নবান্ন স্কলারশিপে কিসের ছাত্র-ছাত্রীদের ভিত্তিতে টাকা দেওয়া হয়? অনেকে টাকা পায় না কেন ? জানুন আসল কারণ,

নবান্ন স্কলারশিপে কত টাকা দেওয়া হয় ছাত্রছাত্রীদের ?


নবান্ন স্কলারশিপে আবেদন করলে ছাত্রছাত্রীদের প্রতিবছর 10,000 টাকা দেওয়া হয়।

  • উচ্চ মাধ্যমিক – 10,000 টাকা।
  • স্নাতক – 10,000 টাকা।
  • স্নাতক কোর্স -12,000 টাকা।
  • স্নাতকোত্তর – 10,000 টাকা।

Join Our Group

Join Telegram