7th CPC Commission Update: রাজ্যে লাগু হবে সপ্তম পে কমিশন! এক ধাক্কায় বেতন বাড়বে ১০ হাজার টাকা

Published On:

7th CPC Commission Update: কিছুদিন পূর্বেই মিটেছে লোকসভা নির্বাচন তবে সেই নির্বাচনের আবহে সকলের প্রত্যাশা ছিল ডিএ নিয়ে। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা এক ধাক্কায় চার শতাংশ বাড়িয়ে দিয়েছে।

যার ফলে বেতনভুক্ত ও পেনশন ভোগীদের DA পৌঁছেছে ৫০ শতাংশে। কিন্তু প্রশ্ন ছিল রাজ্যের কর্মীদের কবে সুদিন আসবে! অবশেষে এবার তার উত্তর মিললো।  খুব শীঘ্রই এবার হাসি ফুটবে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী এবং তাদের পরিবারের মুখে। কারণ শীঘ্রই রাজ্যের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পাবে বলেই খবর শোনা যাচ্ছে।

কর্নাটকের সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন রিপোর্ট কবে বাস্তবায়ন করা হবে এই নিয়ে বহুবার প্রশ্ন উঠে এসেছে। তবে সেই প্রশ্নের জবাবে টালবাহানায় করে যাচ্ছিলেন সেখানের কংগ্রেস সরকার এবং মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। অবশেষে এই আবহে আশ্বাস দিয়ে বড়ো ঘোষণা করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।

গত কয়েক মাস ধরেই নয়া বেতন কমিশনের অন্তর্গত বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে কর্নাটকের সরকারি কর্মচারীরা। গত ১৬ ই মার্চ রাজ্যের সপ্তম বেতন কমিশনের রিপোর্টও জমা পড়েছিল রাজ্যের অর্থমন্ত্রীর কাছে। এবার সেই সূত্রেই সবুজ সংকেত মিললো।

রিপোর্টে বলা হয়েছিল সরকারি কর্মচারীদের তাদের মূল বেতন ২৭.৫ শতাংশ বাড়াতে হবে। সেই সময় রাজ্য সরকার আশ্বাস দেয় ভোট পর্ব মিটলে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এতদিন আদর্শ নির্বাচনী আচরণ বিধি বলবৎ থাকায় কোনো ইতিবাচক নোটিশ পাননি কর্মচারীরা।

তবে গত ১৫ জুন ডিকে শিবকুমার এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন। এদিন ব্যাঙ্গালোর টাউনহলে কর্ণাটক রাজ্য সরকারি কর্মচারী সমিতি দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই তিনি বলেন ” সরকারি কর্মচারীদের সমস্যা সম্পর্কে আমরা সচেতন। মন্ত্রীরাও সরকারি চাকরিজীবী। আসুন আমরা সবাই সততার সাথে সমস্যার সমাধানে চেষ্টা করি। সরকার সপ্তম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। পর্যায়ক্রমে কর্মচারীদের সব দাবি পূরণ করা।”

এই মুহূর্তে কর্ণাটক রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছে। রিপোর্ট অনুযায়ী সুপারিশ করা হয়েছিল সরকারি কর্মচারীদের মূল বেতন ২৭.৫ শতাংশ বাড়ানো হোক। অর্থাৎ রাজ্যের সরকারি কর্মচারীদের মূল বেতন অন্তত ১৭ হাজার থেকে বাড়িয়ে ২৭০০০ করার কথা বলা হয়েছে। কবে এর বাস্তবায়ন হবে এখন তাই দেখার।

Join Our Group

Join Telegram