Paytm Cashback: 100 টাকা করে ক্যাশব্যাক দিচ্ছে Paytm। গত একমাস ধরে আলোচনার শিখরে রয়েছে Paytm কারণ RBI তাদের ব্যাঙ্কিং পরিসেবার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে মাথায় হাত পড়েছে অনেকেই। তবে ব্যাঙ্কিং পরিসেবা বন্ধ হলেও বাকি পরিষেবা গুলো আগের মতই থাকবে এমনটাই জানিয়েছেন Paytm কর্মকর্তারা। Paytm Cashback
তবে এবার এই কাজটি করলেই আপনিও পেতে পারেন নগদ একশো টাকা। যা সরাসরি আপনার ব্যাঙ্ক একাউন্টে পেয়ে যাবেন। চলুন জেনে নিই কিভাবে পাবেন। Paytm Cashback
Paytm শুরু হওয়ার পর থেকেই মানি ট্র্যান্সফার, বিল পেমেন্টস, রিচার্জ ইত্যাদি করার জন্য ক্যাশব্যাক দেওয়া চালু করে। যেখানে এই দ্রব্য মূল্যের বাজারে কিছুটা হলেও শাশ্রয় হতো সাধারণ মানুষের।
বর্তমানে যেই 100 টাকা ক্যাশব্যাক পাওয়ার কথা বলছি সেটা পেতে হলে আপনাকে একটি টাস্ক কমপ্লিট করতে হবে। আর এই টাস্ক কমপ্লিট করলেই আপনিও পেতে পারেন নগদ 100 টাকার পুরস্কার। Paytm Cashback
Paytm এ 100 টাকা ক্যাশব্যাক পাওয়ার জন্য কি করতে হবে? Paytm cashback
- এর জন্য আপনাকে প্রথমে পেটিএম অ্যাপটি ওপেন করে নিতে হবে। যদি আপনার ব্যাঙ্ক একাউন্ট করা না থাকে তাহলে প্রথমে আপনাকে ব্যাঙ্ক একাউন্ট লিঙ্ক করে UPI বানিয়ে নিতে হবে। যদি আগে থেকেই করা তাহলেও হবে।
- এরপর ক্যাশব্যাক এবং অফারস অপশনে ঢুকলেই দেখতে পাবেন অফারটি
- অফারের নিয়ম অনুযায়ী আপনাকে 5 টি ইউনিক ট্র্যানজাকসন করতে হবে। যেমন – Scan and pay, Send money (টাকা পাঠানো) বা রিচার্জ অথবা বিল পেমেন্টস। এর মধ্যে যেকোনো একটি কাজ 5 বার ইউনিকভাবে করতে হবে
- এই কাজ সম্পূর্ণ করলেই একটি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন যেটি আনলোক হবে 26 ফেব্রুয়ারি।
- অফারের নিয়ম অনুযায়ী আপনি যদি লাকি ইউজার হোন তাহলে আপনি 100 টাকা পেয়ে যাবেন। Paytm cashback
অফার এপ্লাই করার আগে অবশ্যই Paytm অ্যাপে অফিশিয়াল অফারের শর্ত সাপেক্ষে জেনে নেবেন।
আরও পড়ুন:ব্লু আধার কার্ড কী? আপনি কিভাবে এই পরিষেবা পাবেন দেখুন।