PM কিষান ১৬ তম কিস্তির টাকা 2024 – PM Kisan 16th installment date 2024 : বর্তমানে সারা দেশের কৃষকদের কৃষি ক্ষেত্রে আর্থিক সহায়তা করার জন্য এক বা একাধিক সরকারি প্রকল্প বা যোজনার সুবিধা রয়েছে। সেই সমস্ত যোজনা গুলির মধ্যে অন্যতম যোজনা হল PM Kisan Yojana বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। এই প্রকল্প নিয়ে হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বড় আপডেট দেওয়া হয়েছে। পি এম কিসান প্রকল্পে কিস্তির টাকা নির্দিষ্ট সময় পর পর টাকা দেওয়া হয় কৃষক বন্ধুদের। পি এম কিষান যোজনার ১৫ তম কিস্তির টাকা ভারতের সকল সকল কৃষকদের দেওয়া হয়ে গেছ। এবার পি এম কিষান ১৬ তম কিস্তির টাকা কবে পাওয়া যাবে তার অপেক্ষায় আছে কৃষকরা। সম্পূর্ণ তথ্য জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পন্ন পড়ুন।
পি এম কিষান ১৬ তম কিস্তির টাকা দেওয়ার তারিখ – PM Kisan Yojana 16th Installment Date
পি এম কিষান ১৬ তম কিস্তির টাকা কবে দেওয়া হবে ?
নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাস বা তার পরের মাস নাগাদই পি এম কিষান ১৬ তম কিস্তির (PM Kisan Yojana 16th Installment date ) টাকা পেতে পারেন ভারতের সকল কৃষকরা। প্রধানমন্ত্রী কিষান যোজনার 15 তম কিস্তির টাকা 2023 সালের নভেম্বর মাসে দেওয়া হয়েছিল। এবার ১৬ তম কিস্তির টাকা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যেই বা লোকসভা ভোটের তারিখ ঘোষণা করার আগেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি 16 তম কিস্তির টাকা দেওয়া হবে।
পি এম কিষান যোজনার ১৬ তম কিস্তির টাকা পেতে কোন কোন নিয়ম মেনে চলতে হবে ?
- PM কিষান ১৬ তম কিস্তির টাকা পেতে গেলে PM Kisan পোর্টালে বায়োমেট্রিক ভিত্তিক e-KYC করতে হবে।
- কৃষকের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে।
- কৃষকদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা অত্যন্ত জরুরী PM কিষান ১৬ তম কিস্তির টাকা পাওয়ার জন্য।
- যে কোনও ধরনের হেল্পলাইন নম্বর 155261, 011- 24300606 ডায়াল করে যোগাযোগ করতে পারবেন।
আপনার টাকা ঢুকেছে কিনা কিভাবে দেখবেন ? : আপনি নিজের মোবাইল থেকেই PM কিষান যোজনার স্ট্যাটাস দেখতে পাবেন। এখানে ক্লিক করুন