PM Kisan 17th Installment: পিএম কিষাণ 17 তম কিস্তির তারিখ: সুবিধাভোগী তালিকা ও পেমেন্ট স্ট্যাটাস কিভাবে চেক করবেন, দেখুন সম্পূর্ণ তথ্য

Published On:

PM কিষাণ ১৭ তম কিস্তির তারিখ: পিএম কিষাণ 17 তম কিস্তির তারিখ : পিএম কিষান 17 নম্বর কিস্তির টাকা দেওয়ার তারিখ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  দেশের কৃষকদের  কৃষি ক্ষেত্রে আর্থিক সহায়তা করার জন্য  বা ভর্তুকি দেওয়ার জন্য যে প্রকল্প বা যোজনা চালু করেছিলেন তার নাম হলো PM   কিষান যোজনা । পিএম কিষান যোজনার মাধ্যমে দেশের দরিদ্র কৃষকদের  বছরে তিনটি কিস্তির মাধ্যমে আর্থিক সহায়তা  কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি প্রদান করা।  এই প্রকল্পের টাকা পেয়ে দেশের সকল কিশোরী খুবই উপকৃত হয় এবং খুশি হয়| একটি  কল্যাণমূলক প্রকল্প। ()

পিএম কিষাণ 17 তম কিস্তির তারিখ,তালিকা ও পেমেন্ট স্ট্যাটাস- PM Kisan 17th Installment date in bengali

যোজনার নাম: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা
সরকার:ভারত সরকার
বিভাগ :কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ
যোগ্যতা: কৃষকরা আবেদন করতে পারবেন
প্রকল্প চালু করেন :নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী
প্রকল্প চালু তারিখ : 24 ফেব্রুয়ারি 2019
আবেদনকারীর বয়স সীমা : 18 থেকে 60 বছর
পিএম কিষান পদ্ধতি : এখানে ক্লিক করুন
প্রকল্পের টাকার পরিমাণ : সর্বমোট পরিমাণ 6000 টাকা/বছর
প্রতি কিস্তি টাকার পরিমাণ:2000 টাকা
কত নম্বর কিস্তি পর্যন্ত টাকা দেয়া হয়েছে:15 নম্বর কিস্তি পর্যন্ত
বর্তমান কিস্তির নম্বর :১৬ নম্বর কিস্তি
পিএম কিষাণ ১৬ তম কিস্তির তারিখ :এখনো ঘোষণা হয়নি
পিএম কিষাণ 17 তম কিস্তির তারিখ :2024 মে 2024
পিএম কিষান পরবর্তী কিস্তির তারিখ কিস্তির:
PM Kisan 17th Installment date 2024 :
অফিসিয়াল ওয়েবসাইট:pmkisan.gov.in
হেল্পলাইন নম্বর:155261, 1800115526 বা 011-23381092।
পিএম কিষান স্ট্যাটাস চেক:চেক করুন

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 17 তম কিস্তি  টাকা কবে দেওয়া হবে ? 

PM কিষান 17 তম কিস্তির তারিখ কত : পিএম কিষাণ যোজনার 17 নম্বর কিস্তির টাকা ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যে দেওয়া  হতে পারে। এখনো পর্যন্ত সেরকমভাবে কোন অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি। । এই বিষয়ে যদি কোন রকম আপডেট থাকে তাহলে অবশ্যই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন অথবা আমাদের whatsapp গ্রুপে যুক্ত হয়ে যান । ওখানে সমস্ত প্রকল্পের আপডেট পেয়ে যাবেন| (পিএম কিষাণ 17 তম কিস্তির তারিখ)

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প | Lakshmir Bhandar Prakalpa| Lakshmi Bhandar scheme in bengali

পিএম কিষান ১৭ তম কিস্তির টাকা ঢুকেছে কিনা কি করে চেক করবেন? 

পিএম কিষান ১৭ তম কিস্তির টাকা চেক পদ্ধতি:  আপনি ১৭ তম কিস্তির টাকা পেয়েছেন কিনা চেক করতে বা ১৭ তম কিস্তির টাকা ঢুকেছে কিনা জানতে নিম্নলিখিত ধাপ গুলি ফলো করুন

  • পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস জানতে আপনাকে প্রথমে পিএম কিষাণ অফিসিয়াল পোর্টাল pmkisan.gov.in -এ যেতে হবে। 
  • এর পর হোম পেজে ব্যানারের ওপরের দিকে ‘Know Your Status’ নামে একটি লেখা বা অপশন দেখতে পাবেন 
  • বা নিচের দিকে ‘Farmers Corner‘ থেকেও আপনি ‘Know Your Status’ এ  ক্লিক করতে পারেন।
  • এরপর রেজিস্ট্রেশন নম্বরটি এবং নিচে দেওয়া ক্যাপচা কোটি দিয়ে পূরণ করার পর  ‘গেট ওটিপি’ তে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার PM কিষান রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে । 
  • আপনাকে OTP টি লিখে  ‘গেট ডেটা’ বা ‘GET DATA’ তে ক্লিক করলেই আপনি আপনার PM কিষান পিএম কিষান ১৭ তম কিস্তির পেমেন্ট স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। (PM কিষাণ 17 তম কিস্তির তারিখ 2024)

আরও দেখুন: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পূর্ণ তথ্য | PM কিষাণ যোজনা |PM কিষান প্রকল্প

পিএম কিষান ১৭ নম্বর কিস্তির পেমেন্ট স্ট্যাটাস চেক কিভাবে করবেন?

আপনি যদি আপনার পিএম কিষান ১৭ নম্বর কিস্তি টাকা পেয়েছেন কিনা জানতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে হবে অথবা পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে আপনার তথ্য জানতে পারবেন। (পিএম কিষাণ 17 তম কিস্তির তারিখ 2024)

পিএম কিষাণ 17 তম কিস্তির সুবিধাভোগীদের তালিকা 2024 ; PM কিষাণ 17 তম কিস্তির কৃষকদের নাম তালিকা 2024 

PM Kisan 17 no Beneficiary List : যে সমস্ত কৃষকরা পিএম কিষান প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা আগের কিস্তি করল অবশ্যই পেয়েছেন এরপর যদি ১৭ নম্বর কিস্তি টাকা পেতে চান তাহলে যে সমস্ত কৃষকরা ১৭ তম কিস্তির টাকা পাবেন তাদের একটি অফিসিয়াল তালিকা বা বেনি ফিসারি লিস্ট প্রস্তুত করা হয় পিএম কিষান অফিসের তরফ থেকে|

পিএম কিষাণ 17 তম কিস্তির তালিকায় সমস্ত যোগ্য কৃষকদের নাম নথিভুক্ত করা হয় বা তালিকা প্রস্তুত করা হয় | এই তালিকার মাধ্যমে যে সমস্ত কৃষকদের নাম লিস্ট করা হয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ২০০০ টাকা পাঠানো হয়। বা স্থানান্তর করা হয় পিএম কিষান এর তরফ থেকে|  আপনি যদি পিএম কিষান বেনি ফিসারি লিস্ট দেখতে চান সুবিধাভোগী কৃষকের লিস্ট দেখতে চান তাহলে নিম্নলিখিত পদক্ষেপ গুলি দেখুন- (PM কিষাণ 17 তম কিস্তির তারিখ 2024)

আরও দেখুন: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পূর্ণ তথ্য | PM কিষাণ যোজনা |PM কিষান প্রকল্প

পিএম কিষান বেনিফিসারি লিস্ট বা সুবিধাভোগীদের তালিকা দেখতে চান তাহলে নিচে দেওয়া ধাপ গুলি ফলো করুন—-

  • প্রথমে আপনাকে PM কিসান ওয়েবসাইটে যেতে হবে – pmkisan.gov.in।
  • এরপর আপনাকে একটু নিচের দিকে গিয়ে ফার্মার কর্নারে  ”বেনি ফিসারি লিস্ট” (BENIFICIARY LIST) বলে একটি অপশন দেখতে পাবেন।
  • BENIFICIARY LIST অপশনে আপনাকে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে আপনার রাজ্যের নাম নির্বাচন করতে হবে।
  • আপনার জেলার নাম  নির্বাচন করতে হবে।
  • ব্লকের নাম  নির্বাচন করতে হবে।
  • গ্রামের নাম নির্বাচন করতে হবে। 
  •  নির্বাচন করা হয়ে গেলে গেট রিপোর্টে ক্লিক করতে হবে ।
  • গেট রিপোর্টে ক্লিক করার পর আপনি আপনার সামনে কৃষকদের পিএম কিষাণ 17 তম কিস্তির সুবিধাভোগীদের তালিকা পেয়ে যাবেন। 

আপনি সরাসরি নিচে দেওয়া লিংকে ক্লিক করে পিএম কিষান প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা পেতে পারেন। 

পিএম কিষান সুবিধাভোগীদের তালিকা DOWNLOAD NOW

পিএম কিষান ১৭ তম কিস্তি টাকা কেন দেওয়া হবে কৃষকদের? 

পিএম কিষান প্রকল্পের মাধ্যমে প্রাথমিকভাবে  দেশের সকল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের  কৃষি ক্ষেত্রে উন্নতির জন্য বা সুবিধার জন্য আর্থিক সহায়তা করা হয়| কেন্দ্র সরকার ১ থেকে ১৬ নম্বর কিস্তি পর্যন্ত টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি পৌঁছে দিয়েছেন| এবার সবার মনে একটাই প্রশ্ন পিএম কিষান ১৭ নম্বর কিস্তির টাকা কবে পাবো?  আমরা আপনাদের জানিয়ে রাখি আগামী আগস্ট মাসের মধ্যে পিএম কিষান ১৭ নম্বর কিস্তি টাকা পেয়ে যাবেন। (পিএম কিষাণ 17 তম কিস্তির তারিখ 2024)

PM Kisan 17 তম কিস্তির বেনিফিসারি স্ট্যাটাস চেক –

PM Kisan 17 তম কিস্তির সুবিধাভোগী স্ট্যাটাস চেক 2024 : আপনি যদি PM Kisan 17 তম কিস্তির সুবিধাভোগী স্ট্যাটাস চেক  করতে চান তাহলে আপনাকে নিম্নলিখিত পদক্ষেপ গুলি বা ধাপ গুলি অনুসরণ করতে হবে|

  • আপনাকে প্রথমে pmkisan.gov.in  অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  •  আপনি গুগলে লিখুন পিএম কিষান তাহলেই চলে আসবে। আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইটটি|
  • এবার হোমপেজ  দেখতে পাবেন, “PM Kisan 17th Installment Beneficiary Status 2024” 
  • এখানে আপনাকে ক্লিক করতে হবে।

পিএম কিষান – যোগ্যতা, সুবিধা, নথি, রেজিস্ট্রেশন, সুবিধাভোগী স্ট্যাটাস চেক

পিএম কিষাণ কিস্তির লিস্ট বা তালিকা – PM Kisan Installment list

পিএম কিষাণ কিস্তির নামকিস্তির তারিখ
পিএম কিষাণ 18 তম কিস্তির তারিখআগস্ট 2024
পিএম কিষাণ 17 তম কিস্তির তারিখমে 2024
পিএম কিষাণ 16 তম কিস্তির তারিখফেব্রুয়ারি 2024 (এখনো ঘোষণা হয়নি)
পিএম কিষাণ 15 তম কিস্তির তারিখ15 নভেম্বর 2023
পিএম কিষাণ 14 তম কিস্তির তারিখ27 জুলাই 2023
পিএম কিষাণ 13 তম কিস্তির তারিখ27 ফেব্রুয়ারি 2023
পিএম কিষাণ 12 তম কিস্তির তারিখ2022 সালের অক্টোবর
পিএম কিষাণ 11 তম কিস্তির তারিখমে 2022
পিএম কিষাণ 10 তম কিস্তির তারিখজানুয়ারী 2022
পিএম কিষাণ 9 তম কিস্তির তারিখআগস্ট 2021

কীভাবে PM কিষাণ সুবিধাভোগী তালিকা অবস্থা চেক করবেন?

  • সুবিধাভোগী তালিকা চেক করতে PMkisan.gov.in ভিজিট করতে হবে
  • সুবিধাভোগী তালিকা অপশনে ক্লিক করতে হবে
  • PM কিষাণ সুবিধাভোগী রাজ্য নির্বাচন করুন
  • PM  কিষাণ সুবিধাভোগী জেলা নির্বাচন করুন
  • PM কিষাণ সুবিধাভোগী উপ-জেলা নির্বাচন করুন
  • PM  কিষাণ সুবিধাভোগী ব্লক নির্বাচন করুন
  • PM  কিষাণ সুবিধাভোগী গ্রাম নির্বাচন করুন
  • PM  Get Report বাটনে ক্লিক করুন
  • এবার আপনি আপনার স্কিনে PM কিষাণ সুবিধাভোগী তালিকা  দেখতে পাবেন।

পিএম কিষানের 17 তম কিস্তির প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নগুলি – PM Kisan 17th Installment Date 2024 FAQ

1. প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের 17 তম কিস্তি টাকা কবে দেওয়া হবে ? 

উঃ প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষান যোজনা ১৭ তম কিস্তির টাকা ২০২৪ সালের আগস্ট মাস নাগাদ কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি প্রদান করা হবে | 

2. আপনি কিভাবে পিএম কিষান বেনিফিসারি লিস্ট বা সুবিধাভোগীদের তালিকা দেখবেন?

উঃ প্রথমে আপনাকে PM কিসান ওয়েবসাইটে যেতে হবে – pmkisan.gov.in। এরপর আপনাকে একটু নিচের দিকে গিয়ে ফার্মার কর্নারে  ”বেনি ফিসারি লিস্ট” (BENIFICIARY LIST) বলে একটি অপশন দেখতে পাবেন

3. PM কিষাণ প্রকল্পে কত টাকা দেওয়া হয়?

উঃ PM কিষাণ যোজনার অধীনে বার্ষিক ৩ টি কিস্তির মাধ্যমে ২০০ টাকা করে মোট সর্বোচ্চ ৬০০০ টাকা পেয়ে থাকেন একজন কৃষক।

4. PM কিষান 17 কিস্তির তারিখ কত ?

উ: PM কিষাণ 17 কিস্তির টাকা ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যে দেওয়া হবে। এখনো পর্যন্ত কোন অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি।

Join Our Group

Join Telegram