Pm Kisan New Rules: নতুন নিয়ম PM Kisan প্রকল্পের। মহিলাদের জন্য ১২০০০ টাকা দেবে। দেখুন বিস্তারিত।

Published On:

PM Kisan New Rules: আমাদের দেশ ভারত মূলত একটি কৃষি প্রধান দেশ আমাদের জিডিপির একটি বড় অংশ আছে কৃষিকাজ থেকে। ভারতবর্ষে কৃষিকাজ একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ আমাদের দেশের বহু জায়গা কৃষকদের আর্থিক সচ্ছলতা তেমন একটা নেই। তাই দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। কৃষকরা হয়ে পড়েন অসহায়। তাই কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার একটি প্রকল্পের সূচনা করেন। যা হল PM Kisan।

আজ পর্যন্ত ভারতের সরকারের চালু করা সমস্ত প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হল পিএম কিষান যোজনা। যার দ্বারা ভারত সরকার প্রত্যেকটি কৃষক এবং তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই প্রকল্পটির সর্বপ্রথম চালু হয় তেলেঙ্গানা প্রদেশে। যারাই রায়তুবন্ধু নামে প্রচলন করা হয়। এরপর এই প্রকল্পের সফলতা দেখে ১লা ফেব্রুয়ারি ২০১৯ সালে কেন্দ্রীয় বাজেটে  পীযূয়েল প্রকল্পের সারা দেশব্যাপী ছড়িয়ে দেন। PM Kisan New Rules

পরবর্তী সময়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালে উত্তরপ্রদেশের গোরখপুর প্রথমবারের জন্য পিএম কিষান প্রকল্প চালু করেন। যা এখন সারা ভারতবর্ষে কৃষকদের জন্য একটি খুবই প্রয়োজনীয় প্রকল্প। PM Kisan New Rules

খুব শীঘ্রই শুরু হতে চলেছে দেশের লোকসভা ভোট। আর এই লোকসভা ভোটকে কেন্দ্র করেই সমস্ত রাজনৈতিক দলই জোর কলমে প্রস্তুতি নিতে চাইছে। যার থেকে বাদ যায়নি গেরুয়া শিবিরও। জোর কদমে চলছে একাধিক প্রকল্পের কাজ। রয়েছে পিএম কিষানও। ২০২৪-২৫ অর্থবর্ষে বাজেট পেশ করা হয়েছে ১ ফেব্রুয়ারি। যেখানে বিশেষভাবে বলা হয়েছে পিএম কিষান যোজনার কথা। মোর তিনটে কিস্তিতে বৎসরিক ছয় হাজার টাকা করে পেতেন কৃষকেরা। এই প্রকল্পের জন্য সরকারের ব্যয় হয় ৭৫ হাজার কোটি টাকা। PM Kisan New Rules

PM Kisan যোজনার নতুন নিয়ম। মহিলা কৃষকরা পাবেন বছরে ১২ হাজার টাকা। Pm Kisan New Rules Women

এবার থেকে পিএম কিষানের টাকা ডবল হতে চলেছে। কারণ এতদিন পর্যন্ত কৃষকরা পেয়ে আসছিলেন বাৎসরিক ছয় হাজার টাকা। তাই এবার দেশের মহিলা কৃষকদের কথা ভেবে তাদেরকে বাৎসরিক বারো হাজার টাকা সহায়তা দেবে ভারত সরকার। তবে এক্ষেত্রে রয়েছে একটি নিয়ম। কি হলো শুধুমাত্র যেসব মহিলা কৃষকদের নামে চাষযোগ্য জমি রয়েছে তারাই পাবেন এই সুবিধা। PM Kisan New Rules

আরও পড়ুন – 500 নয়! 1000 নয়! মাসে মাসে ঘরে বসে বেকার যুবকদের রাজ্য সরকার দেবে ২০০০ টাকা, দেখুন কারা ও কীভাবে পাবেন।

FAQs

Pm Kisan প্রকল্পের নতুন নিয়ম কি?

মহিলা কৃষকরা পাবেন ১২০০০ টাকা।

মহিলা কৃষকরা পিএম কিষানে কত টাকা পাবেন?

মহিলা কৃষকরা বাৎসরিক ১২০০০ টাকা করে পাবেন।

আরও পড়ুন,রাজ্যে শুরু হয়ে গেল কর্মশ্রী প্রকল্প। দেখুন কারা পাবেন ও কবে থেকে শুরু হবে।

Join Our Group

Join Telegram