প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পূর্ণ তথ্য | PM কিষাণ যোজনা |PM কিষান প্রকল্প

Last Updated:

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা- PM Kisan Yojana in bengali : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতীয় কৃষকদের সহায়তা করার জন্য যে প্রকল্প বা যোজনা চালু করেছিলেন তার নাম হলো প্রধানমন্ত্রী কিষাণ যোজনা ।  প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা পিএম কিষান যোজনার মাধ্যমে দেশের দরিদ্র কৃষকদের বাৎসরিক তিনটি অথবা চারটি কিস্তির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা। এটি কৃষকদের জন্য একটি কল্যাণমূলক প্রকল্প। কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান ঋণের বোঝার সমস্যা মোকাবেলার জন্য এটি চালু করা হয়েছিল। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যোজনার যোগ্য কৃষকরা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পেয়ে থাকেন(Pm Kisan Samman Nidhi Yojana in bengali)।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সম্পূর্ণ তথ্য | পিএম কিষাণ যোজনা | Pm Kisan Samman Nidhi Yojana in bengali

আপনি যদি পিএম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নীতির যোজনা বা PM কিষান যোজনা বা পিএম কিষান প্রকল্প সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চান তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন| আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কি? এর আবেদন পদ্ধতি, যোগ্যতা, উদ্দেশ্য, লক্ষ্য,, সুবিধা, অসুবিধা, প্রয়োজনীয় ডকুমেন্ট, হেল্পলাইন নাম্বার, স্ট্যাটাস চেক ও আবেদন পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ তথ্য শেয়ার করব। চলুন দেরি না করে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন| আজকের এই প্রতিবেদন থেকে আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা PM কিষাণ সম্মান নিধি যোজনা বা PM কিষাণ প্রকল্প সম্পর্কে(Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana in bengali) সম্পূর্ণ তথ্য একত্রে পেয়ে যাবেন।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কি ? PM কিষাণ যোজনা কি ? 

PM কিষাণ প্রকল্প: (What is PM Kisan Yojana in bengali?) প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা PM কিষাণ সম্মান নিধি যোজনা বা PM কিষাণ প্রকল্প হল দেশব্যাপী কৃষকদের সমর্থন করার জন্য ভারত সরকারের একটি বৈপ্লবিক উদ্যোগ। ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরাসরি আয় সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা নামে একটি প্রকল্প 2019 সালের ফেব্রুয়ারি মাসে চালু করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে। এই Pradhan Mantri Kisan Yojana – প্রধানমন্ত্রী কিষান সম্মান নীতি যোজনার বা পিএম কিষান প্রকল্পের লক্ষ্য হল ভারতের কৃষকদের আর্থিক চাহিদার পরিপূরক এবং তাদের কৃষি ব্যয়ের হার বা খরচ কমানোর জন্য বা মোকাবেলায করতে সহায়তা করা।

সরকারি চাকরি: পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে শুরু হচ্ছে 5লাখ কর্মী নিয়োগ। যোগ্যতা মাত্র মাধ্যমিক পাশ।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা – PM কিষান প্রকল্পের সূচনা

PM কিষান যোজনার সূচনা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি নামে একটি যোজনা বা প্রকল্পের চালু করেছিলেন। তিনি ভারতীয় কৃষকদের কৃষি ক্ষেত্রে ভর্তুকি বা সহায়তা করার জন্য PM কিষান প্রকল্প বা PM কিষান যোজনা চালু করেছিলেন। ( Launch date of PM Kisan Samman Nidhi Yojana in bengali )

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উদ্দেশ্য – PM কিষান যোজনার প্রকল্পের উদ্দেশ্য :

PM কিষান প্রকল্পের উদ্দেশ্য: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হল ভারতবর্ষের কৃষকদের কৃষি ক্ষেত্রে আর্থিক সমর্থন বা সহায়তা করার জন্য ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ বৈপ্লবিক উদ্যোগ বা সূচনা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি ক্ষেত্রে ভর্তুকি বা সহায়তা টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের জন্যপ্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা – PM কিষান প্রকল্প চালু করা হয়েছিল (PM Kisan Yojana in bengali)।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বৈশিষ্ট্য – PM কিষান যোজনার প্রকল্পের বৈশিষ্ট্য:

পিএম কিষান প্রকল্পের বৈশিষ্ট্য হল নিম্নরূপ——

  • পিএম কিষান প্রকল্পের মাধ্যমে দেশের সকল কৃষক সুবিধা পাবেন। (Pm Kisan Yojana in bengali)
  • পিএম কিষান যোজনার মাধ্যমে সকল কৃষক সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন|
  • পিএম কিষান প্রকল্পে বছরে তিনটি অথবা চারটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়।
  • PM কিষান যোজনার মাধ্যমে বার্ষিক ছয় থেকে আট হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়।
  • PM Kisan যোজনার মাধ্যমে কৃষকরা সরাসরি সহায়তা পেয়ে থাকেন।
  • প্রকল্পের মাধ্যমে কৃষকদের অর্থ সহায়তা করা হচ্ছে যাতে উন্নত ফসলের মান ঠিক রাখতে কৃষকরা
  • পিএম কিষান যোজনার মাধ্যমে প্রতি কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয়।
  • পিএম কিষান প্রকল্পের মাধ্যমে দেশের দরিদ্র কৃষকদের বীজ, সার, সেচ এবং অন্যান্য কৃষি কার্যক্রম সহ কৃষি সংক্রান্ত খরচ মেটানোর জন্য আর্থিক দেওয়া হয় সহায়তা।

Pm Kisan New Rules:সব তথ্য ঠিকঠাক দিয়েছেন তো?এই ভুলগুলি করলে ঢুকবে না PM Kisan এর 16তম কিস্তির টাকা।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা – PM কিষান প্রকল্পের সুবিধা:

PM কিষান যোজনার সুবিধা: পিএম কিষাণ প্রকল্পের বা প্রধানমন্ত্রী কৃষাণ যোজনা প্রকল্পের সুবিধা গুলি হল-

  • টাকা দেওয়ার সময়: প্রতিবছর নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট মাসে মধ্যে PM কিষান প্রকল্পের টাকা বিতরণ করা হয় দেশের কৃষকদের মধ্যে ।
  • টাকা দেওয়ার মাধ্যম: PM কিসান প্রকল্পের মাধ্যমে কৃষকদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিস্তির টাকা পৌঁছে দেওয়া হয়। (Pm Kisan Yojana in bengali)
  • কৃষিতেউত্পাদনশীলতা বৃদ্ধি:  প্রধানমন্ত্রী-কিষাণ যোজনা কৃষকদেরকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগ করে কৃষি কাজ সম্পন্ন করার জন্য সহযোগিতা করা হয়।, যাতে দেশের প্রতিটি কৃষক উন্নতমানের কৃষি বীজ, যন্ত্রপাতি ,ঔষধপত্র ও সরঞ্জাম ব্যবহার করতে পারে।
  • কৃষকের জীবনযাত্রার উন্নত করা: এই প্রকল্পের সহায়তা পেয়ে দেশের কমবেশি সকল কৃষক যাতে তাদের নিজেদের জীবন যাত্রার উন্নত করতে পারে সেই দিকে নজর দেওয়া।
  • কৃষকের ঋণের পরিমাণ: ভারতের কৃষকরা যদি চাষবাসের জন্য কারোর কাছ থেকে ঋণ নিয়ে থাকে তা বোঝা কিছুটা পরিমাণ কমানোর জন্য এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অসুবিধা – PM কিষান প্রকল্পের অসুবিধা:

PM কিষান যোজনার অসুবিধা:

  • PM কিষান প্রকল্পের অসুবিধা হলো কৃষকরা নির্দিষ্ট পরিমাণ টাকা একবারে পেয়ে থাকেন না,
  • পিএম কিষান প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন বা করেন তারা যদি নির্দিষ্ট সময় অন্তর কেওয়াইসি KYC না করেন তাহলে কিস্তির টাকা পেতে কৃষকদের অসুবিধা হয়।
  • এই প্রকল্পে কৃষকদের প্রতি বছর ডকুমেন্ট আপলোড করতে হয় বা কেওয়াইসি করতে হয় না হলে টাকা পাওয়া যায় না।
  • সুবিধাভোগীরা একটি নির্দিষ্ট চার মাসের মেয়াদে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি দ্বারা PM-কিসান পোর্টালে আপলোড করা হয়েছে, তারা চার মাসের সময়কাল থেকে সেই সময়ের জন্য সুবিধা পাওয়ার অধিকারী।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার লক্ষ্য – PM কিষান প্রকল্পের লক্ষ্য:

PM কিষান যোজনার লক্ষ্য : পিএম কিষান প্রকল্পের বা যোজনার প্রধান প্রধান লক্ষ্য গুলি হল নিম্নরূপ

  • ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরাসরি আয় সহায়তা প্রদান
  • PM কিষান প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
  • PM কিষান অধীনে, যোগ্য কৃষক পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক 6000-8000 টাকা জমা হয়।
  • এপ্রিল মাস থেকে জুলাই মাস, আগস্ট মাস থেকে নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস থেকে মার্চ মাসের মধ্যে তিনটি কিস্তিতে এই সহায়তা দেওয়া হয় থাকে।
  • PM কিষান যোজনার সহায়তা পেয়ে দেশের কমবেশি সকল কৃষক যাতে তাদের নিজেদের জীবন যাত্রার উন্নত করতে পারে
  • স্বামী, স্ত্রী এবং তাদের সন্তান সহ পুরো পরিবার PM কিষান প্রকল্পের সুবিধা নিতে পারেন।
  • পিএম কিষান যোজনার মাধ্যমে দেশের দরিদ্র কৃষকদের বীজ, সার, সেচ এবং অন্যান্য কৃষি কার্যক্রম সহ কৃষি সংক্রান্ত খরচ মেটানোর জন্য আর্থিক দেওয়া হয় সহায়তা

Pradhan Mantri Ujjwala Yojana: মাত্র 1 মিনিটে বাড়িতে বসে বিনামূল্যে গ্যাস কানেকশন পেয়ে যান, দেখুন সম্পূর্ণ পদ্ধতি

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আবেদন পদ্ধতি – PM কিষান প্রকল্পের আবেদন পদ্ধতি: PM Kisan Application process in bengali 2024

PM কিষান যোজনার আবেদন পদ্ধতি: প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনার আবেদন করার জন্য আমরা আপনাদের সঙ্গে চারটি পদ্ধতি শেয়ার করছি। এই চারটি পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন পিএম কিষান প্রকল্পের জন্য। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদ্ধতির মাধ্যমে আপনি PM কিষান যোজনার জন্য আবেদন করতে পারবেন।(Pm Kisan Yojana in bengali)

PM কিষান অনলাইন রেজিস্ট্রেশন:

আরও দেখুন: প্রধানমন্ত্রী কিষান সম্মানিত যোজনার অর্থাৎ পিএম কিষান ১৭ তম কিস্তির টাকা কত তারিখে দেওয়া হবে?

অনলাইন আবেদনের ধাপ গুলি নিচে উল্লেখ করা হলঃ-

ধাপ-1: আপনাকে প্রথমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার official website অর্থাৎ PM-KISAN পোর্টালে যেতে হবে।
ধাপ-2: এরপর নিচে স্ক্রোল করে ‘ফার্মার্স কর্নার‘ এ গিয়ে আপনাকে ‘নিউ ফার্মার রেজিস্ট্রেশন’ অপশনে এ ক্লিক্‌ করতে হবে। pm kisan samman nidhi new farmer registration
ধাপ-3: ক্লিক করলেই ‘new farmer registration’ এর প্রথম পেজটি খুলে যাবে আপনার সামনে|

ধাপ-5: আপনি গ্রামীণ না শহুরে বা পৌরসভা এলাকার কৃষক তা জানতে চাওয়া হবে

ধাপ-6: এরপর আপনার আধার কার্ডের নম্বর এবং একটি মোবাইল নম্বর প্রয়োজন হবে অর্থাৎ দিতে হবে। যেটি পরবর্তীকালে নিউ ফার্মারের রেজিস্ট্রেশন মোবাইল নম্বর হিসেবে রেজিস্টার করা হবে।
ধাপ-7: এরপর নিচে ‘State’ এ ক্লিক্‌ করে আপনার রাজ্যটি নির্বাচন করে নিতে হবে।।
ধাপ-8: তারপর নিচের ‘ক্যাপচা Code ’ টি লিখে ‘GET OTP’ তে ক্লিক্‌ করলে আপনার দেওয়া মোবাইল নম্বরটি তে একটি OTP আসবে এবং আপনাকে ‘ENTER OTP’ তে ক্লিক করে আপনার ফোনে আসা ও OTP লিখতে হবে এবং নতুন ক্যাপচা টি লিখে ‘সাবমিট’ এ অপশনে ক্লিক্‌ করতে হবে।
ধাপ-9: সাবমিট করার পর আপনার মোবাইলে পুনরায় আরেকটি OTP আসবে আপনার আধার কার্ডের তরফ থেকে। আপনার আধার নম্বর টি যাচাই করার জন্যে ওই ওটিপিটি আপনার ফোনে আসবে। ওটিপিটি লেখার পর আপনাকে ভেরিফাই আধার ওটিপি অপশনে ক্লিক করতে হবে|

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ফর্ম : pm kisan samman nidhi yojana form
  • এরপর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম এর মূল অংশটি অর্থাৎ পেজটি চলে আসবে
  • যেখানে কিছু অংশ আপনি আগেই পিএম কিষান রেজিস্ট্রেশন করার সময় ফিলাপ করেছিলেন।
  • এরপর আপনাকে বাকি অসম্পূর্ণ ফর্মটি সঠিক তথ্য দিয়ে সম্পূর্ণ করতে হবে।
  • যে সমস্ত তথ্য গুলি আপনাকে জিজ্ঞাসা করা হবে। (Pm Kisan Yojana in bengali)
  • সে সমস্ত সঠিক তথ্য দিয়ে আপনাকে পিএম কিষান ফর্মটি ফিলাপ করতে হবে।
যেমন আপনাকে কোন কোন জিনিস বা তথ্য জিজ্ঞাসা করা হবে Pm কিষান ফর্ম ফিলাপ করার সময়-
  • pm kisan new farmer personal details
  • আপনার ‘ডিস্ট্রিক্ট এর নাম’ বা জেলা র নাম, ‘সাব-ডিস্ট্রিক্ট’ বা উপজেলা, ‘ব্লক’ ও গ্রামের নাম জিজ্ঞাসা করা হবে ফরমটি সম্পূর্ণ করার জন্য
  • নিচে ‘farmer personal details’ থেকে আপনাকে ‘ক্যাটাগরি’ সিলেক্ট করতে হবে ‘জেনারেল’, ‘SC’ না ‘ST’।
  • এরপর নিচে আপনাকে ‘ফার্মার টাইপ’ থেকে আপনার জমির পরিমান জিজ্ঞেস করা হবেউল্লেখ করতে হবে।
  • আপনার ‘আধার নাম্বার’, ‘মোবাইল নাম্বার’, ‘এড্রেস’, ‘পিন কোড’ ইত্যাদি তথ্য জিজ্ঞাসা করা হবে।
  • আপনার ‘ফাদার/মাদার/হাসব্যান্ড’ অর্থাৎ আপনার বাবার মায়ের বা হাসবেন্ডের নাম ।
  • ফিল্ড টি ফর্মে নতুন সংযোজন করা হয়েছে সেটি হোল ‘ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি’ (land registration id)
  • ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি = ডিস্ট্রিক্ট কোড + ব্লক কোড + মৌজা কোড + খতিয়ান নাম্বার
  • ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি পূরণ করার পর আপনাকে ‘রেশন কার্ডের নম্বর’ টি দিতে হবে।
  • ফর্মের পরবর্তী অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। (Pm Kisan Yojana in bengali)
আপনাকে আপনার জমি বা কৃষিজমি সম্পর্কে এই সমস্ত তথ্য বিস্তারিত তথ্য জমা দিতে হবে
  • প্রথমে জমিটির মালিকানা ‘সিঙ্গেল’ না ‘জয়েন্ট’ সেটি উল্লেখ করতে হবে।
  • এরপর ‘অ্যাড’ বাটনটি তে ক্লিক্‌ করলে নিচে ‘অ্যাড ল্যান্ড ডিটেইল’ খুলে যাবে।
  • প্রথমে আপনাকে খতিয়ান নম্বর ও তার পাশে দাগ বা প্লট নম্বরটি বসাতে হবে।
  • পরের ‘এরিয়া (হেক্টর)’ এর ক্ষেত্রে জমির সমস্ত মাপ কিন্তু হেক্টরে পরিমাপ করে দিতে হবে।
  • এরপর ‘ল্যান্ড ট্রান্সফার স্টেটাস’ অর্থাৎ আপনাকে জমি স্থানান্তরের সময়টি উল্লেখ করতে হবে
  • আপনার জমি স্থানান্তরের সময়টি ১লা ফেব্রুয়ারী ২০১৯ এর আগে হয়েছে কি পরে?
  • আপনার জমি যদি কোন পাট্টা বা ARF থেকে পেয়ে থাকেন তবে ‘YES’ এ ক্লিক্‌ করবেন অন্যথায় ‘NO’ করবেন।
  • আপনার দেওয়া ওপরের সমস্ত তথ্য একবার সঠিকভাবে মিলিয়ে নিয়ে নেওয়ার পর ‘অ্যাড’ অপশনে ক্লিক্‌ করে দিন তাহলেই আগের দেওয়া তথ্য গুলি পিএম কিষান পোর্টালে আপডেট হয়ে যাবে ।
  • আপনার যদি একবার একাধিক জমে থাকে তাহলে পুনরায় এই পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার সমস্ত জমির ডিটেলস এড করতে পারবেন অফিশিয়াল পোর্টালে।
  • আছেএরপর ফর্মের একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন ‘আপলোড সাপোর্টিং ডকুমেন্ট’ , এই অংশে অংশে একটি ল্যান্ডের ও ও অন্য একটি আপনার আধার কার্ডের ডকুমেন্ট PDF ফরম্যাটে আপলোড করতে হবে আপনাকে। ।
  • এইভাবে আপনি আপনার পিএম কিষান নিউ ফার্মার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। যদি কোন অসুবিধা হয় তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে আবেদন পদ্ধতি সম্পর্কে একটি ভিডিও দেখে নিন। তাহলেই আপনার কাছে কাজটি খুবই সহজ হয়ে যাবে।
    এরপর ‘সেভ’ বাটনে ক্লিক্‌ করলে আপনার PM KISAN নিউ ফার্মার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে

আরও দেখুন: মোবাইলে সাহায্যে আপনি আপনার ডকুমেন্ট স্ক্যান করে খুব সহজেই পিডিএফ ফরম্যাট তৈরি করে নিতে পারবেন। দেখুন সম্পূর্ণ পদ্ধতি

আরও দেখুন: PM Kisan: কবে ঢুকবে Pm Kisan এর টাকা। আবেদন করে থাকলে চেক করে নিন!

PM কিসান যোজনার অফলাইন রেজিস্ট্রেশন:

কিভাবে আপনি পিএম কিষান যোজনার জন্য অফলাইন রেজিস্ট্রেশন করবেন? PM কিসান যোজনার জন্য বা পিএম কিষান প্রকল্পের জন্য আপনি খুব সহজেই অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন। এর জন্য আপনাকে অবশ্যই আপনার স্থানীয় কৃষি বিভাগের অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে আপনি এই সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। (Pm Kisan Yojana in bengali)

PM-কিসান মোবাইল অ্যাপ রেজিস্ট্রেশন: 

কিভাবে আপনি Pm কিসান মোবাইল অ্যাপ ব্যবহার করে নিউ ফার্মার রেজিস্ট্রেশন করতে পারবেন? কৃষকদের জন্য সুবিধাজনক নিবন্ধনের সুবিধার্থে, পিএম-কিসান স্কিম বা পিএম কিষান প্রকল্পের জন্য আপনি পিএম কিষান অফিসিয়াল মোবাইল অ্যাপ যা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। কৃষকরা কীভাবে PMKISAN মোবাইল অ্যাপ ব্যবহার করে ফার্মার রেজিস্ট্রেশন করতে পারে তা আমার আপনাদের সঙ্গে ধাপে ধাপে শেয়ার করছি। দেখেনিন —

  • ধাপ-১: সর্বপ্রথম আপনাকে PM- KISAN মোবাইল অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করতে হবে । আপনি সরাসরি Google Play Store থেকে PMKISAN মোবাইল অ্যাপ ইনস্টল করতে পারেন।
  • ধাপ-২: PM কিষান মোবাইল অ্যাপটি ওপেন করার পর আপনাকে আপনার প্রয়োজনীয় বা আপনি যে ভাষা বোঝেন সেই ভাষাটি নির্বাচন বা সিলেক্ট করে নিতে হবে নিতে হবে।
  • ধাপ-3: আপনার ভাষা নির্বাচন করা হয়ে গেলে আপনাকে এগিয়ে যেতে হবে ধাপের জন্য। 
  • ধাপ-4: আপনি PM কিষান অ্যাপের হোম পেজে ‘নিউ ফার্মার রেজিস্ট্রেশন’ বা নতুন কৃষক নিবন্ধন অপশন দেখতে পাবেন। আপনাকে ওই অপশনে ক্লিক করতে হবে। (Pm Kisan Yojana in bengali)
  • ধাপ-৫: এরপরবর্তী ধাপে আপনাকে আপনার আধার কার্ড নম্বর ও নিচে দেওয়া captcha code লিখতে হবে। ক্যাপচা করবি আপনি অস্পষ্ট ভাবে দেখতে পাবেন । এর এগিয়ে যেতে ‘চালিয়ে যান’ বোতামে ক্লিক করতে হবে।
  • ধাপ-৬: এর পর আপনার সামনে প্রধানমন্ত্রী কিষান সম্বন্ধে যোজনা আবেদন ফর্ম বা PM কিষান আবেদন পূরণ চলে আসবে । আপনাকে আপনার নাম, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, আপনার ঠিকানা, IFSC কোড, জমির বিবরণ এবং আরও অনেক কিছু সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে ‘ PM কিষান নিউ ফার্মার রেজিস্ট্রেশন’ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ‘জমা’ বোতামে ক্লিক করতে হবে।

আরও দেখুন: Laxmi Vander New update 2024: লক্ষীর ভান্ডারে ৫০০/- নয় এবার থেকে ১০০০/- টাকা করে পাবেন। টাকা পেতে এই কাজটি করতে হবে এক্ষুনি

আপনি কিভাবে আপনার ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি দেখতে পারবেন?

  • অনলাইন থেকে কিভাবেল্যান্ড রেজিস্ট্রেশন আইডি বের করব?:
  • ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি = ডিস্ট্রিক্ট কোড + ব্লক কোড + মৌজা কোড + খতিয়ান নাম্বার
  • এবার প্রশ্ন এই কোডগুলি কোথায় পাবো? এই কোড গুলি পেতে হলে আপনাকে সরকারী জমি সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইট ‘ভুলেখ’ এ যেতে হবে।
  • আপনি Gogle a গিয়ে ‘ভুলেখ’ + রাজ্যের নাম দিলেই সরকারী ভুলেখ ওয়েবসাইট পাবেন।
  • এটা লিখুন: ভুলেখ ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চে বা ‘বাংলারভূমি.গভ.ইন’ ওয়েবসাইটটি দেখতে পাবেন।
  • ডিস্ট্রিক্ট কোড জানার জন্য ওয়েবসাইটের ওপরের ডানদিকের শেষের মেনু ‘মৌজা ইনফরমেশন’ এ অপশনে ক্লিক করুন
  • আপনি ডিস্ট্রিক্টের নাম সহ কোড গুলি দেখতে পাবেন।
  • ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করলেই ব্লকের নাম সহ কোড গুলি দেখতে পাবেন।
  • ব্লকের ওপর ক্লিক্ করলে মৌজার নাম ও কোড জানতে পারবেন।
  • আপনার খতিয়ান নাম্বার আপনি জানেন|
  • তাহলে আপনার ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি বের করতে হলে নিচে দেওয়া সূত্রের সাহায্যে সঠিক তথ্য গুলি পরপর লিখুন তাহলেই আপনি আপনার ল্যান রেজিস্ট্রেশন আইডি পেয়ে যাবেন।

ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি = ডিস্ট্রিক্ট কোড + ব্লক কোড + মৌজা কোড + খতিয়ান নাম্বার

তাহলে আপনার ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি হোল = ?

পিএম কিষান 16 তম কিস্তির টাকা কবে ঢুকবে ? PM কিষান ১৬ তম কিস্তির টাকা কবে দেওয়া হবে?

পিএম কিষান 16 তম কিস্তির তারিখ কত: পিএম কিষাণ যোজনার ১৬ নম্বর কিস্তির টাকা ২০২৪ সালের ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে দেওয়া হবে। এখনো পর্যন্ত সেরকমভাবে কোন অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি। । এই বিষয়ে যদি কোন রকম আপডেট থাকে তাহলে অবশ্যই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন অথবা আমাদের whatsapp গ্রুপে যুক্ত হয়ে যান । ওখানে সমস্ত প্রকল্পের আপডেট পেয়ে যাবে বা PM 16 নম্বর কিস্তির তারিখ কত ? তা আপনাদের জানিয়ে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ই-কেওয়াইসি – PM কিষাণ e- KYC

  • যে সমস্ত কৃষকরা পিএম কিষান যোজনার টাকা পান বা পি এম কিষণ প্রকল্পের কিস্তির টাকা পান তাদের অবশ্যইE-KYC | ই-কেওয়াই সি করা বাধ্যতামূলক।
  • আপনি PM-KISAN পোর্টালে গিয়ে AADHAAR -OTP মাধ্যমে ই-কেওয়াইসি খুব সহজেই করে নিতে পারবেন। (Pm Kisan Yojana in bengali)
  • পিএম কিষান পোটালে ই-কেওয়াইসি করার জন্য অবশ্যই আপনার আধার কার্ডের সাথে সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে তাহলেই এই কাজটি আপনি বাড়িতে বসে করতে পারবেন।।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রয়োজনীয় ডকুমেন্ট – PM কিষান প্রকল্পের প্রয়োজনীয় ডকুমেন্ট : 

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রয়োজনীয় নথিগুলি কী কী?
যে প্রার্থীরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য আবেদন করতে চান তাদের নিম্ন উল্লিখিত গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন। PM কিষান যোজনার প্রয়োজনীয় ডকুমেন্ট

  • স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা বাসস্থানের প্রমানপত্র
  • কৃষক হওয়ার প্রমানপত্র
  • কৃষকের আধার কার্ড
  • কৃষকের প্যান কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি
  • কৃষকের ব্যাংকের বিবরণ
  • কৃষকের ইনকাম সার্টিফিকেট বা আয়ের শংসাপত্র
  • কৃষকের জমির দলিল বা পর্চা
  • কৃষকের ভোটার কার্ড
  • ইতাদি আরও তথ্য বা নিথ বা ডকুমেন্ট।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ই-কেওয়াইসি কিভাবে করবেন? – PM কিষাণ e- KYC কিভাবে করবেন?

চলুন এবার জেনে নেওয়া যাক আপনি বাড়িতে বসে কিভাবে পিএম কিষান ই কেওয়াইসি সম্পন্ন করবেন-

  • পি এম কিষাণ ই কেওয়াইসি করার জন্য আপনাকে প্রথমে PM-kisan.gov.in পোর্টালে যেতে হবে।
  • এরপর নিচে স্ক্রোল করে আপনাকে ‘ফার্মার্স কর্নার‘ থেকে ‘e-KYC’ এ ক্লিক্‌ করতে হবে।
  • এরপর আপনার একটি নতুন পেজ খুলবে সেখানে আপনার আধার নম্বর লিখে ‘সার্চ’ -এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনার ‘আধার রেজিস্টার্ড মোবাইল’ নাম্বার টি চাওয়া হবে। আপনাকে মোবাইল নম্বর টি লিখে ‘গেট মোবাইল ওটিপি’ তে ক্লিক্‌ করতে হবে।
  • আপনার মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। ওটিপি লিখে এবং ‘সাবমিট ওটিপি’ তে ক্লিক করতে হবে।
  • ‘সাবমিট ওটিপি’ তে ক্লিক্‌ করার পর ‘গেট আধার ওটিপি’ বাটন আসবে এবং সেখানে ক্লিক্‌ করতে হবে।
  • pm kisan e kyc
  • এরপর আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি আসবে সেটি লিখে ‘সাবমিট’ এ ক্লিক্‌ করতে হবে এবং আপনার ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

কিভাবে PM কিষাণ সম্মান নিধি যোজনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে হবে ?

আপনাকে পিএম কিষান টাকার পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডে লিংক করতে হবে আপনি যদি আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান তাহলে নিম্নলিখিত পদ্ধতিগুলি অবলম্বন করতে পারেন। (Pm Kisan Yojana in bengali)

আপনি পিএম কিষান প্রকল্পের রেজিস্ট্রেশন করার সময় যে ব্যাংকের একাউন্ট দিয়েছিলেন বা যে শাখার ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই শাখায় গিয়ে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড জেরক্স ও ব্যাংকের বইয়ের জেরক্স জমা দিয়ে আসতে হবে। তাহলে আপনার কেওয়াইসি সম্পূর্ণ হবে। এবং আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হবে যার ফলে আপনার পিএম কিষান প্রকল্পের টাকা পেতে সুবিধা হবে ।

ব্যাঙ্ক আধিকারিক যদি আপনার PM কিষাণ আধার যোজনার ব্যাঙ্ক একাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডটি লিঙ্ক সম্পন্ন করেন তাহলে আপনি আপনার ফোনে ওটিপি’র মাধ্যমে মেসেজ পেয়ে যাবেন। যে আপনার কাজটি সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাস চেক – PM কিষান প্রকল্পের স্ট্যাটাস চেক:

PM কিষান যোজনার স্ট্যাটাস চেক : আপনি কি করে আপনার পিএম কিষান যোজনার স্ট্যাটাস চেক করবেন?

  • পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস জানতে আপনাকে প্রথমে পিএম কিষাণ অফিসিয়াল পোর্টাল pmkisan.gov.in -এ যেতে হবে। 
  • এর পর আপনি হোম পেজে ব্যানারের ওপরের দিকে ‘Know Your Status’ নামে একটি লেখা বা অপশন দেখতে পাবেন বা নিচের দিকে ‘Farmers Corner‘ থেকেও আপনি ‘Know Your Status’ এ  ক্লিক করতে পারেন।
  • এরপর আপনাকে রেজিস্ট্রেশন নম্বরটি এবং নিচে দেওয়া ক্যাপচা কোটি দিয়ে পূরণ করার পর ‘গেট ওটিপি’ তে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার PM কিষান রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে । আপনাকে OTP টি লিখে ‘গেট ডেটা’ বা ‘GET DATA’ তে ক্লিক করলেই আপনি আপনার PM কিষান ফার্মারস রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।

আরও দেখুন: আপনি বিনামূল্যে Dish TV পেতে পারেন, এই স্কিমের জন্য কীভাবে আবেদন করবেন দেখুন তাড়াতাড়ি

PM প্রকল্পে আধার লিঙ্ক কিভাবে করবেন?

PM কিষান যোজনার আধার লিঙ্ক : পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে কৃষকদের অবশ্যই আধার কার্ড আধার কার্ডের সাথে ব্যাংক একাউন্ট লিংক করানো থাকতে হবে ।যদি কোন ব্যক্তির আধার কার্ড না থাকে তাহলে সেই ব্যক্তি এই প্রকল্পের টাকা পাবেন না। আপনার যদি আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকে তাহলে পরবর্তী ধাপটি পড়ুন। (Pm Kisan Yojana in bengali)

PM কিষান প্রকল্পের আবেদন শেষ তারিখ – প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আবেদন তারিখ শেষ তারিখ

আপনি সারা বছরই আবেদন করতে পারবেন এবং আপনি চাইলে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন বা অফলাইন ও আবেদন করতে পারবেন।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার গুরুত্বপূর্ণ লিঙ্ক – PM কিষান প্রকল্পের গুরুত্বপূর্ণ লিঙ্ক 

NEW FARMER REGISTRATION FORMএখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইটএখানে ক্লিক করুন
PM কিষাণ স্ট্যাটাস চেকKNOW YOUR STATUS
PM kisan e KYC LINK KYC NOW
PM Kisan BENIFICIARY LISTতালিকা চেক করুন
PM KISAN MOBILE APPDOWNLOAD NOW
KCC FORM PDFDOWNLOAD

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার হেল্পলাইন নম্বর- PM কিষান প্রকল্পের হেল্পলাইন নম্বর:

আপনার যদি পিএম কিষান সম্মান নিধি যোজনা বা পিএম কিষান প্রকল্প সম্পর্কে কোনরকম তথ্য বা অভিযোগ থাকে তাহলে আপনি নিচে দেওয়া হেল্পলাইন নাম্বার ব্যবহার করে সরাসরি অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং কাস্টমার সাপোর্টারের সাথে কথা বলতে পারবেন। (Pm Kisan Yojana helpline No in bengali)

প্রধানমন্ত্রী যোজনার হেল্পলাইন: 155261/011-24300606।

PM Kisan Helpline number – 155261, 1800115526, 011-24300606 নম্বরে যোগাযোগ করুন।  

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকার পরিমাণ – PM কিষান প্রকল্পের টাকার পরিমাণ:

PM কিষান যোজনার টাকার পরিমাণ: যে সমস্ত কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নীতির যোজনার জন্য আবেদন করেছেন বা প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের বাৎসরিক হাজার টাকা (6,000 টাকা) যা কিস্তির মাধ্যমে দেওয়া হবে। কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের দেওয়া হবে । ২০২৪ সালে পিএম কিষান প্রকল্পের কিস্তির টাকা বৃদ্ধি করা হতে পারে, এক্ষেত্রে বাৎসরিক ৮ হাজার টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। চারটি কিস্তির মাধ্যমে ২০০০ টাকা করে দেওয়া হবে কৃষকদের।

কিন্তু এই ব্যাপারে অফিসিয়াল কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি যদি এই ব্যাপারে কোন আপডেট থাকে অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেবো আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের তালিকা PDF – PM কিষান প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা PDF

আপনি যদি পিএম কিষান প্রকল্পের অন্তর্গত বেনি ফিসারি লিস্ট বা সুবিধাভোগীদের তালিকা দেখতে চান তাহলে নিচে দেওয়া ধাপ গুলি ফলো করুন

  • প্রথমে আপনাকে পি এম কিসান অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে – pmkisan.gov.in।
  • এরপর আপনাকে একটু নিচের দিকে গিয়ে ফার্মার কর্নারে ”বেনি ফিসারি লিস্ট” (BENIFICIARY LIST) বলে একটি অপশন দেখতে পাবেন। ওখানে আপনাকে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে আপনার রাজ্যের নাম জেলার নাম ব্লকের নাম ও গ্রামের নাম লিখে গেট রিপোর্টে ক্লিক করতে হবে
  • গেট রিপোর্টে ক্লিক করার পর আপনি আপনার সামনে আপনার গ্রামের সমস্ত কৃষকদের একটি লিস্ট পেয়ে যাবেন।
  • আপনি চাইলে এটি প্রিন্ট আউট করতে পারেন।

আপনি সরাসরি নিচে দেওয়া লিংকে ক্লিক করে পিএম কিষান প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা পেতে পারেন।

BENIFICIARY LISTDOWNLOAD

PM কিষান প্রকল্পে করা কারা আবেদন করতে পারবে ?

প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি প্রকল্পে ভারতের কমবেশি সকল কৃষকই আবেদন করতে পারবেন। যে সমস্ত কৃষকেরা আবেদন করতে পারবেন না তাদের বাদে সকলেই আবেদন করতে পারবেন এই প্রকল্পের সহায়তা করার জন্য দেখে নিন দেখে নিন কারা কারা আবেদন করতে পারবেন না PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য।

কারা কারা PM কিষান প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না?

PM কিষাণ যোজনা কাদের জন্য নয় ? : যে সমস্ত কাজের সঙ্গে যুক্ত বা যে সমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী কিষান সম্মানিত যোজনার জন্য অর্থাৎ পিএম কিষান প্রকল্পের জন্য যোগ্য নয় অর্থাৎ আবেদন করতে পারবেনা তারা হলেন নিম্নরূপ-

  • যেকোনো বড় বড় জমির উপর প্রতিষ্ঠিত বড় বড় প্রতিষ্ঠানের মালিক প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার জন্য আবেদন করতে পারবেন না।
  • যে ব্যক্তিরা কৃষিকাজে জড়িত নন এবং চাষযোগ্য জমির মালিক নন তারা এই প্রকল্পের জন্য যোগ্য নন।
  • এক বা একাধিক বিভাগের অন্তর্গত কৃষক পরিবার
  • বিভিন্ন সরকারি পদের সঙ্গে যুক্ত কর্মচারী বা পদাধিকারী ব্যক্তিরা পিএম কিষান আবেদন করতে পারবেন না
  • যেমন রাজ্য প্রাক্তন ও বর্তমান মন্ত্রী এবং লোকসভা/রাজ্যসভা/রাজ্য বিধানসভা সদস্যরা বা পদাধিকারী ব্যক্তিরা
  • রাজ্য বিধান পরিষদের প্রাক্তন/বর্তমান সদস্য, পৌর কর্পোরেশনের প্রাক্তন ও বর্তমান মেয়র, জেলা পঞ্চায়েতের প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানরা বা পদাধিকারী ব্যক্তিরা
  • দেশ ও রাজ্যের সরকারি দপ্তরের সমস্ত কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা পদাধিকারী ব্যক্তিরা
  • সকল অবসরপ্রাপ্ত পেনশনভোগী ব্যক্তি।
  • ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী এবং স্থপতিদের মতো পেশাদাররা যারা পেশাদার সংস্থার সাথে যুক্ত

প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের আবেদন করার যোগ্যতা:

যে ব্যক্তিরা কৃষিকাজে জড়িত এবং চাষযোগ্য জমির মালিক তারা এই প্রকল্পের জন্য যোগ্য। যে সমস্ত ব্যক্তির নিজস্ব জমি আছে এবং তিনি সেই জমির উপর কৃষি কাজ করেন একমাত্র তারাই পিএম কিষণ প্রকল্পের জন্য যোগ্য। অর্থাৎ দেশের সমস্ত কৃষক জানান নিজস্ব জমি চাষ করে তাদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

PM কিষান প্রকল্পের টাকা না পেলে কি করতে হবে?

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প: পিএম কিষান প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে প্রতি কিস্তির টাকা সরাসরি প্রদান করে থাকে অনেক ক্ষেত্রে কৃষকের কেওয়াইসি আপডেট না থাকার জন্য অথবা অন্যান্য সমস্যার জন্য টাকা পায় না।আপনি যদি একজন পিএম কিষান প্রকল্পের অধিকারী হন এবং যদি আপনি পিএম কিষান ১৬ তম কিস্তির টাকা না পান তাহলে আপনাকে এই কাজটি করতে হবে। আপনিও যদি PM কিষান ১৬ তম কিস্তির টাকা না পেয়ে থাকেন, তাহলে কীভাবে অভিযোগ জানাবেন দেখে নিন

অভিযোগ জানানোর জন্য বা সমস্যার সমাধানের জন্য আপনাকে পিএম কিষান অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে এই হল পিএম কিষান অফিসিয়াল হেল্প লাইন নাম্বার

পিএম-কিষান হেল্পলাইন নম্বর: 011-24300606,155261 কল করে অভিযোগ জানাতে পারেন।

প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ঢুকেছে কি না কি করে চেক করবেন?

PM কিষান প্রকল্পে টাকা ঢুকেছে কি না কি করে চেক করবেন? প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি যোজনার ১৬ নম্বর কিস্তির টাকা বা পিএম কিষান 16 তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে না আসে, তবে চিন্তার কোনও কারণ নেই। আপনি কিভাবে বাড়িতে বসে এই সমস্যার সমাধান করবেন বা আপনার স্ট্যাটাস চেক করবেন দেখে নিন।

আপনার অ্যাকাউন্টে যদি 16 তম কিস্তির টাকা না আসে, তাহলে আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান বিধি যোজনার যোগাযোগ করতে পারেন | হেল্পলাইন নম্বরগুলি হল 155261, 1800115526 বা 011-23381092। আপনি এই নম্বরে ফোন করে টাকা না আসার কারণ জেনে নিতে পারেন।

অথবা আপনি আপনার পিএম কিষান প্রকল্পের স্ট্যাটাস চেক করার মাধ্যমেও জানতে পারবেন আপনার কি সমস্যা হয়েছে আপনি যদি আপনার পিএম কিষান প্রকল্পের স্ট্যাটাস জানতে চান তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।

PM কিষান প্রকল্পের স্ট্যাটাসজানতে এখানে ক্লিক করুন

আরও দেখুন: PM Kisan 16th installment release: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পরিমাণ ৮ হাজার থেকে ১২ হাজার টাকা করা হলো

PM কিষাণ অনলাইনে কীভাবে সংশোধন করবেন?

  • পিএম কিষান অফিসিয়াল পোর্টালে আপনাকে যেতে হবে|
  • এরপর স্ব-নিবন্ধিত কৃষকদের আপডেটে অপসনে ক্লিক করতে হবে
    এরপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে।
  • ওইখানে আপনার আধার নম্বর লিখতে হবে
    এবং নিচে দেওয়া ক্যাপচা কোড পূরণ করুন
    এই কাজটি করা হয়ে গেলে সার্চ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার সামনে আপনার সমস্ত তথ্য চলে আসবে আপনি চাইলে
    আপনার ভুল তথ্য সঠিক করতে পারে বা তথ্য পরিবর্তন করতে পারে।

পিএম কিষাণ কেসিসি কি? PM Kisan KCC


কিষাণ ক্রেডিট কার্ড (KCC) হল একটি ক্রেডিট কার্ড স্কিম যা কৃষকদের কাছে সময়মত ক্রেডিট অ্যাক্সেস করে যাতে কৃষকরা ক্রেডিট দিয়ে বীজ, কীটনাশক, সার, ভেষজনাশক, ইমপ্লিমেন্ট ইত্যাদির মতো কৃষি কাজের জন্য পণ্য ক্রয় করতে পারে এবং পরে অর্থ পরিশোধ করতে পারে। KCC-এর ন্যূনতম বয়স হল 18 বছর এবং কিষাণ ক্রেডিট কার্ডের জন্য যোগ্য হতে আবেদনকারীর বয়স 75 বছরের কম হতে হবে। 1998 সালে কৃষাণদের কৃষি পণ্যের পাশাপাশি অন্যান্য খরচের জন্য স্বল্পমেয়াদী ঋণ প্রদানের লক্ষ্যে প্রকল্পটি চালু করা হয়েছিল। এই কেসিসি যোজনার অধীনে কৃষকরা গড়ে 2% এবং 4% হিসাবে খুব কম সুদে ঋণ পান।

KCC FORM DOWNLOAD:

প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের টাকা ঢুকেছে কি না বাড়িতে বসে কি করে চেক করবেন?

টাকা পেয়েছেন কিনা তা জানতে আপনি অফিশিয়াল হেল্পলাইন নাম্বারে ফোন করে জানতে পারবেন অথবা অফিসিয়াল ওয়েবসাইটে আপনার পেমেন্ট স্ট্যাটাস চেক করার মাধ্যমে জানতে পারবেন |হেল্পলাইন নম্বরগুলি হল 155261, 1800115526 বা 011-23381092

অথবা আপনি আপনার পিএম কিষান প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস করার মাধ্যমেও জানতে পারবেন আপনার পিএম কিষান প্রকল্পের টাকা পেয়েছেন কিনা। বাড়িতে বসে পিএম কিষান প্রকল্পের টাকা পেয়েছেন কিনা চেক করতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন

PM কিষান টাকা পেয়েছেন কিনা জানতেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার অফিসিয়াল তারিখ – PM কিষান প্রকল্পের টাকা দেওয়া অফিসিয়াল তারিখ –

প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনার বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননীতি প্রকল্পের বা পি এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোন তারিখ নেই কিন্তু PM কিষণ প্রকল্পের টাকা নির্দিষ্ট মাস অন্তর অন্তর কিস্তির মাধ্যমে দেওয়া হয়ে থাকে । চলুন জেনে নেওয়া যাক বছরের কোন কোন সময়ে PM কিষাণ কিস্তির টাকা কৃষকের একাউন্টে পাঠানো হয়।

প্রতি বছর এপ্রিল মাস থেকে জুলাই মাস, আগস্ট মাস থেকে নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস থেকে মার্চ মাসের মধ্যে তিনটি কিস্তিতে পিএম কিষান টাকা দেওয়া হয় থাকে।

কিভাবে PM Kisan eKYC আপডেট করবেন?

  • PM Kisan KYC আপডেট করতে আপনাকে সর্বপ্রথম PM কিষাণ পোর্টালে যেতে হবে|
  • কেওয়াইসি আপডেট করতে এখানে ক্লিক করুন
  • পোটালে গিয়ে আপনার সামনে একটি পেজ ওপেন হবে।
  • আপনার আধার নম্বর লিখতে হবে
  • এবং Search বাটনে ক্লিক করতে হবে
  • আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করা থাকলে অবশ্যই এই কাজটি করতে পারবেন।
  • এরপর আধার নম্বরের সাথে লিংক করা মোবাইল নম্বর লিখতে হবে এবং ওই মোবাইল নম্বরটিতে একটি OTP আসবে এটি দেখে দেখে আপনাকে লিখতে হবে।
  • OTP আধার রেজিস্টার মোবাইল নম্বরে পাঠানো হবে
  • OTP লেখার পর আপনাকে নিচে দেওয়া সাবমিট পাঠানো ক্লিক করতে হবে তাহলে আপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সম্পর্কিত প্রশ্ন (FAQ) – PM কিষান প্রকল্পের প্রায়শয় জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর

প্রশ্ন: প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিংক?

উ: PM কিষান অফিসিয়াল ওয়েবসাইট হল pmkisan.gov.in

প্রশ্ন: PM কিষান প্রকল্পের অধীনে কৃষকদের যোগ্য হওয়ার জন্য কি কোন বয়সসীমা আছে? 

উ: না, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য যোগ্যতা অর্জনের কোনো বয়সসীমা নেই।

প্রশ্ন: পিএম কিষান ১৬ তম কিস্তির তারিখ কত ?

উ: পিএম কিষাণ যোজনার ১৬ তম কিস্তির টাকা ২০২৪ সালের ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে দেওয়া হবে। এখনো পর্যন্ত কোন অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি।

প্রশ্ন: কত দিন পর পর PM কিষানর কিস্তি টাকা দেওয়া হয়?

উ: প্রতি চার মাস অন্তর অন্তর পিএম কিষান প্রকল্পের টাকা দেওয়া হয় । ২ হাজার টাকা প্রতি।

প্রশ্ন: Pm কিষান রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ব্যাংক একাউন্ট পরিবর্তন বা পাল্টাতে পারবে?

উঃ হ্যাঁ, কৃষকরা তাদের PM প্রকল্পে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে পারবে। এই কাজটি করার জন্য অফিসিয়াল পিএম কিষাণ যোজনার ওয়েবসাইট বা CSC-তে গিয়ে আপডেট করতে হবে।

প্রশ্ন: পিএম কিষান ১৬ নম্বর কিস্তির তারিখ কত ?

উ: ফেব্রুয়ারি -মার্চ মাসের মধ্যে দেওয়া হবে ২০২৪ সালের ।

প্রশ্ন: প্রধানমন্ত্রী কিষাণ যোজনার রেজিস্ট্রেশন করার জন্য কি আবেদন মূল্য প্রয়োজন ? 

উ: না, প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় রেজিস্ট্রেশন করার জন্য কোনও আবেদন ফি নেই। একটি বিনামূল্যের প্রকল্প।

প্রশ্ন : Pm কিষান সম্মান নিধি যোজনা কি? 

উ: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-Kisan) হল একটি কেন্দ্রীয় সরকারের স্কিম যা ভারতের কৃষকের বার্ষিক 6000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা PM Kisan নামে এই প্রকল্পটি 2019 সালের ফেব্রুয়ারি মাসে চালু করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে।

প্রশ্ন: PM কিষান ১৬ তম কিস্তির তারিখ কত ?

উ: PM কিষাণ যোজনার ১৬ তম কিস্তির টাকা ২০২৪ সালের ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে দেওয়া হবে। এখনো পর্যন্ত সেরকমভাবে কোন অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি।

প্রশ্ন: PM কিষান ১৬ নম্বর কিস্তির তারিখ কত ?

উ: ২০২৪ সালের ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রয়োজনীয় নথি বা ডকুমেন্ট কী কী?

উ: স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট,আধার কার্ড,প্যান কার্ড,পাসপোর্ট সাইজ ছবি,ব্যাংকের বিবরণ, ইনকাম সার্টিফিকেট বা আয়ের শংসাপত্র, জমির দলিল বা পর্চা,ভোটার কার্ড ইতাদি আরও ডকুমেন্ট।

প্রশ্ন: Pm কিষাণ প্রকল্প কত সালে চালু হয়েছিল?

উঃ ডিসেম্বর ২০১৮ সালে PM কিষান যোজনা শুরু হয়েছিল এবং ২৪শে ফেব্রুয়ারী ২০১৯ এর বাজেটে PM প্রকল্পের কথা ঘোষণা করা হয়।

প্রশ্ন: PM কিষাণ সম্মান নিধি প্রকল্পে কত টাকা দেওয়া হয়?

উঃ প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে বার্ষিক ৩ টি কিস্তির মাধ্যমে ২০০ টাকা করে মোট সর্বোচ্চ ৬০০০ টাকা পেয়ে থাকেন একজন কৃষক।

প্রশ্ন : আপনি কীভাবে PM কিষাণ যোজনার স্ট্যাটাস চেক করবেন?

বাড়িতে বসে পি এম কিষাণ যোজনার স্ট্যাটাস চেক করতে হলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ গিয়ে নিচে ‘স্টেটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার’ অপশনে ক্লিক করতে হবে এবং যে সমস্ত তথ্যগুলো জিজ্ঞাসা করবে সেগুলো দিয়ে ক্লাব করে গেট রিপোর্টে ক্লিক করতে হবে বা গেট স্ট্যাটাসে ক্লিক্‌ করতে হবে।

প্রশ্ন: চাষের কাজে ব্যবহার না করা জমির পর্চা বা দলিল দিয়ে PM কিষান করা যাবে?

উঃ জমি যদি চাষযোগ্য না হয় তাহলে আবেদনকারী Pm কিষাণ যোজনার কোন সুবিধা পাবেন না।

প্রশ্ন: ছোটো জমির মালিকরা কি পিএম কিষাণ যোজনার সুবিধা পাওয়ার যোগ্য?

হ্যাঁ পারবেন তবে সেই জমি চাষ হতে হবে অর্থাৎ চাষের উপযোগী হতে হবে। তাহলে সেই জমির দলিল ব্যবহার করে পিএম কিষান প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

প্রশ্ন : PM কিষান হেল্পলাইন নম্বর কত?

উঃ PM কিষান যোজনার হেল্পলাইন নম্বরগুলি হল 155261, 1800115526 বা 011-23381092। এই নম্বরে ফোন করে আপনি সরাসরি কথা বলতে পারবেন।

প্রশ্ন : পিএম কিষান টাকা পাওয়ার জন্য কি ই কেওয়াইসি করতেই হবে?

উ: হ্যাঁ, PM কিষান টাকা পাওয়ার জন্য e-KYC করতেই হবে কৃষকের। দেখুন কিভাবে করতে হবে – click Here

প্রশ্ন : প্রধানমন্ত্রী কিষান ষান সম্মান নিধি যোজনা কে চালু করেন?

উঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PM কিষান যোজনা বা PM Kisan প্রকল্প চালু করেন।

প্রশ্ন: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রধান উদ্দেশ্য কি ছিল?

উঃ PM কিষান প্রকল্পের উদ্দেশ্য হল বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উদ্দেশ্য হল ভারতবর্ষের কৃষকদের কৃষি ক্ষেত্রে আর্থিক সমর্থন বা সহায়তা করার মাধ্যমে কৃষিক্ষেত্রে উন্নতি ঘটানো।

Join Our Group

Join Telegram