নিজের মোবাইল থেকেই PM কিষান যোজনার টাকা ঢুকেছে কিনা এইভাবে চেক করুন ? PM kishan Yojana Status Check @pmkisan.gov.in

Published On:

PM kishan Status Check | PM কিষান স্ট্যাটাস চেক: প্রধানমন্ত্রী কিষান যোজনা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বড় আপডেট দেওয়া হয়েছে । ১৬ তম কিস্তির টাকা  জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যেই বা লোকসভা ভোটের তারিখ ঘোষণা করার আগেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি 16 তম কিস্তির টাকা দেওয়া হবে, আপনি কিভাবে নিজের মোবাইল থেকে পিএম কিষান যোজনা ১৬ তম  কিস্তির টাকা ঢুকেছে কিনা চেক করবেন তার জন্য আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

PM kishan Yojana Status Check 2024 | PM কিষান স্ট্যাটাস চেক করুন | 

কিভাবে নিজের মোবাইল থেকে পিএম কিষান যোজনা ১৬ তম  কিস্তির টাকা ঢুকেছে কিনা চেক করবেন

প্রধানমন্ত্রী কিষান যোজনার স্ট্যাটাস  চেক – PM kishan Yojana Status check।

প্রথমে আপনাকে PM কিষাণ অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট লিংক – pmkisan.gov.in

এর পর আপনাকে হোম পেজে Farmers Corner অপশনে ক্লিক করতে হবে।

PM Kishan Yojana – PM কিষান যোজনা।

আরও দেখুন: PM কিষান ১৬ তম কিস্তির টাকা কবে দেওয়া হবে ?

আরও দেখুন: বার আরও বেশি টাকা পাবেন পিএম কিষান যোজনার কৃষকরা। এই কাজগুলি করে থাকলে, দেখুন কি কি

এরপর Beneficiary Status অপশনে ক্লিক করতে হবে।

এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ ওপেন হবে সেখানে আপনাকে আপনার রাজ্যের নাম, আপনার জেলা, উপ জেলা, আপনার ব্লক বা আপনার গ্রামের নাম সিলেক্ট করে নিতে হবে।

এইগুলো ঠিকমতো ভাবে সম্পন্ন করার পরে PM কিষান যোজনার স্ট্যাটাস চেক করতে PM Kisan Status Check 2024 আপনাকে Get Report এ ক্লিক করতে হবে। 

ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার  PM কিষান যোজনার টাকা একাউন্টে ঢুকেছে কিনা।

Join Our Group

Join Telegram