সোলার পাম্প বসাতে যা খরচ হবে তার বেশিরভাগই দেবে সরকার। মূল খরচে মাত্র ১০ শতাংশ দিতে হবে কৃষকদের। ৬০ শতাংশ দেবে সরকার আর বাকি ৩০ শতাংশ টাকা ব্যাংক ঋণ হিসেবে।
এবার আপনিও পারবেন সোলার পাম্প এর মাধ্যমে আয় করতে মোটা টাকা। আমাদের দেশের কৃষকদের কথা চিন্তা করে কেন্দ্র সরকার যেমন শুরু করেছিল কৃষক বীমা প্রকল্প এবার শুরু হলো প্রধানমন্ত্রী কুসুম যোজনা। যেই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সোলার পাম্প বা সাবমার্সিবল দেওয়া হবে। কারা পাবেন জানেন কি? না জানলে বিস্তারিত পড়ুন।
মূলত যেই এলাকায় বিদ্যুৎ কানেকশন এর সমস্যা আছে বা যেসমস্ত এলাকায় খরার কবলে পড়ে ফসলের ক্ষতি হয় বেশি জলের জোগান না থাকায় সেই এলাকার মানুষদের সাহায্য করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।যার পুরো নাম প্রধানমন্ত্রী কিষাণ উর্জা সুরক্ষা এবম উত্থান মহাভিযা। এই প্রকল্পের মাধ্যমে যেকোনো কৃষক চাইলে নিজের জমিতে সোলার পাম্প বসাতে পারবেন।
সরকার কত টাকা খরচ হবে সোলার পাম্প করতে?
সোলার পাম্প বসাতে যা খরচ হবে তার বেশিরভাগই দেবে সরকার। মূল খরচে মাত্র ১০ শতাংশ দিতে হবে কৃষকদের। ৬০ শতাংশ দেবে সরকার আর বাকি ৩০ শতাংশ টাকা ব্যাংক ঋণ হিসেবে।
তবে এই সোলার পাম্প বসানোর জন্য কিন্তু কৃষকের অন্ততপক্ষে চার থেকে পাঁচ একর জমি থাকতে হবে।। সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ডের মত অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্রও থাকতে হবে।
এই প্রকল্পের মাধ্যমে মে সোলার প্যানেল বসানো হবে তার দ্বারা প্রত্যেক বছর প্রায় ১৫ লাখ ইউনিট
বিদ্যুৎ উৎপাদন হবে। কৃষকরা চাইলেই কোনো সরকারি বা বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করতে পারবেন সেই বিদ্যুৎ।
PM KUSUM YOJNA আবেদন করার পদ্ধতি!
PM KUSUM যোজনা সোলার প্যানেল, পাম্প পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইট https://kusumsolarpumpsetupyojana.com/ ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে। যদি আপনি সঠিক নিয়মে আবেদন করলে আপনি কয়েকদিনের মধ্যেই আপনি PM Kishan Urja Suraksha evam Utthan Mahabhiyaan- এর মাধ্যমে সোলার পাম্প পেয়ে যাবেন।