খুশির খবর ছাত্রছাত্রীদের জন্য।প্রত্যেক মাসে সরকার দেবে 3000 টাকা। আমাদের দেশ এখনও উন্নতশীল। আর যেকোনো উন্নয়নশীল দেশের মূল সম্পদ হলো এডুকেশন। তাই শিক্ষার্থীদের যাতে শিক্ষায় কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য রয়েছে প্রচুর স্কলারশিপ।ঐ স্কলারশিপ এর টাকা বছরে 1 বারই পাওয়া যায়। তবে Pm Scholarship এর ক্ষেত্রে তা ব্যাতিক্রম।এই স্কলারশিপের অধীনে মাসে দেওয়া হয় টাকা। কারা পাবেন দেখুন?
র্ঋষী মনিদের কথায় শিক্ষাই হলো জাতির সম্পদ। আর এই শিক্ষা অর্জনে অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে পিছিয়ে না পরে তার জন্য কেন্দ্র সরকার নিয়ে এলো এক বৃত্তি। যেখানে অসহায় ছাত্রছাত্রীদের দেওয়া হবে প্রতি মাসে 2500 টাকা থেকে 3000 টাকা। আরও জানতে চাইলে ক্লিক করুন
Pm স্কলারশিপ আবেদন প্রক্রিয়া
এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন মহিলারাও। এবং পুরুষও। প্রতি বছর প্রায় 5500 আবেদনকারীকে বেছে নেওয়া হয়। তার মধ্যে 2750 জন মহিলা এবং 2750 জন পুরুষ।
Pm Scholarship পিএম স্কলারশিপের অধীনে প্রত্যেক মাসে যোগ্য ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য দেওয়া হয়। মহিলাদের জন্য 3000 টাকা দেওয়া হয় এবং পুরুষরা পান 2500 টাকা প্রতি মাসে। সম্পূর্ণ তথ্য জানতে ক্লিক করুন
আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। তবে আবেদন করার জন্য রয়েছে বেশ কিছু শর্ত। আপনি যদি সেই শর্তের অধীনে পরেন তাহলেই মিলবে এই সুবিধা। কিভাবে আবেদন করতে হবে, কারা আবেদন করতে পারবেন, কবে টাকা পাবেন সমস্ত কিছু তথ্য জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন।
Pm scholarship এর সমস্ত তথ্য বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। Click Here