PM কিষাণ: অবশেষে বহু প্রতিক্ষার পর ভারতবর্ষে সকল চাষী ভাইদের মুখে হাসি ফোঁটাতে চলেছে কেন্দ্র সরকার । পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন যে আগামী 28শে ফেব্রুয়ারী 2024 তারিখ থেকে পিএম কিষান ১৬ তম কিস্তির টাকা দেওয়া হবে। কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি। এই খবরটি পেয়ে সকল কৃষক খুবই আনন্দিত। এই প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ভারতের সকল কৃষকদের কৃষি ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করে থাকেন।
কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকদের নিম্নলিখিত দুটি কাজ অবশ্যই করতে হবে না হলে টাকা পেতে অসুবিধা হতে পারে। চলুন তাহলে আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক পিএম কিষান ১৬তম কিস্তির টাকা পাওয়ার জন্য কোন কোন কাজ গুলি করতে হবে এবং কিভাবে করতে হবে তার সম্পূর্ণ তথ্য।
PM কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকদের বার্ষিক 6000/- টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে। বছরের 3টি কিস্তির মাধ্যমে কৃষকদের পিএম কিষান প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে। বর্তমানে ১৬ নম্বর কিস্তি চলছে। পরবর্তী কিস্তি অর্থাৎ 17 নম্বর কিস্তির টাকা কবে পাবেন জানতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।
পিএম কিষান প্রকল্পের টাকা পেতে কোন কোন কাজগুলি করতে হবে?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পেতে গেলে / PM কিষাণ প্রকল্পের টাকা পেতে কৃষকদের অবশ্যই PM Kisan e-KYC ও আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে|
আরও দেখুন: পিএম : কিষাণ সম্মান নিধির পরিমাণ ৮ হাজার থেকে ১২ হাজার টাকা করা হলো
PM কিষাণ e- KYC কিভাবে করতে হবে?
আপনার যদি পিএম কিষান ই কেওয়াইসি করা থাকে কিংবা আপনি জানেন না আপনার ই কেওয়াইসি করা আছে কিনা তাহলে অবশ্যই e-KYC আপডেট করতে বা e-KYC চেক করতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন। তাহলেই আপনি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন|
KYC UPDATE : Click here
PM কিষাণ e-KYC করা আছে কিনা কিভাবে চেক করতে হবে?
আপনার PM কিষাণ e- KYC চেক করা আছে কিনা চেক করতে বা জানতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।
KYC UPDATE : Click here