আপনি কি বিনামূল্যে পাচ্ছেন রেশন হতে পারে মহাবিপদ। নিয়ম না মানলে

Last Updated:

রেশনের অযোগ্য ব্যাক্তিদের কার্ড সমর্পণ করার শেষ তারিখ ছিল 31 ডিসেম্বর। না জমা দিলেই বিপদ

আপনি কি বিনামূল্যে রেশনের চাল ভাল পাচ্ছেন?না জেনে নিজেকে বিপদে ফেলছেন না তো দেখুন কি হতে পারে আপনার। বিগত করোনা পরিস্থিতি এবং বেশ কিছু বছর ধরে রেশনে ফ্রিতে মাল দিচ্ছে কেন্দ্র সরকার ও বেশ কিছু রাজ্য সরকার। তাতে সাধারণ মানুষের অনেকটাই উপকার পেয়েছেন। তবে কারা এই রেশনের সুবিধা পাবেন তার উপর বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। আপনি না জেনে ভুল করছেন না তো? দেখুন কি হতে পারে আপনার।

এক নজরে ফ্রি রেশনের সুবিধা পাওয়ার শর্ত গুলি

ফ্রি তে রেশনের কার্ড এর মাল নেওয়ার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে যা মানতে হবে আপনাকেও না হলেই বিপদ। এ শর্ত গুলি না মানলে জরিমানা করা হতে পারে আপনার।

  • প্রথমত আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে
  • এর সাথে অবশ্যই 18 বছর বয়স হতে হবে
  • আপনি বা আপনার পরিবারের কোনোসদস্যের সরকারি চাকরি থাকা যাবে না
  • কোনো সদস্যের বেতন 5 লাখ টাকার বেশি হওয়া যাবে না
  • বাড়িতে কোনো চার চাকা গাড়ি থাকা যাবে না

কি শাস্তির মুখে পড়তে হবে এই নিয়ম না মানলে

আপনি যদি ভুল উপায়ে রেশন কার্ড পেয়ে থাকেন এবং তার মাধ্যমে রেশনের সুবিধা পেয়ে থাকেন তাহলে যে কোন ব্যক্তি আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে।

আর সেই অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনত ব্যবস্থাও নেওয়া হতে পারে আপনার বিরুদ্ধে।

নিয়ম না এখন পর্যন্ত যা মাল পেয়েছেন তা 12 শতাংশ হারে আদায় করা হবে বলে জানা যাচ্ছে।

Join Our Group

Join Telegram