RPF Constable Recruitment 2024 : ভারত তথা পশ্চিমবঙ্গ রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ। রেলওয়ে RPF কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে মোট ২২৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়বেন, এবং নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
RPF কনস্টেবল নিয়োগ – RPF Constable Recruitment
নিয়োগ সংস্থা | Railway ( Railway Protection Force ) |
পদের নাম | RPF Constable / RPF কনস্টেবল |
মোট শূন্যপদ | 2250 টি |
বয়স সীমা | ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর মধ্যে |
অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
নিয়োগ সংস্থা:
Railway ( Railway Protection Force )
পদের নাম:
RPF Constable
RPF Constable মোট শূন্যপদ :
২২৫০টি
RPF Constable বয়স সীমা :
RPF পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর মধ্যে বয়স হতে হবে।
RPF Constable মাসিক বেতন:
আপনাদের বেতন প্রতিমাসে সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের বেতন প্রদান করা হবে । বিস্তারিত জন্য অবশ্যই সংস্থার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে
RPF Constable শিক্ষাগত যোগ্যতা :
যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে।
বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে – indianrailways.gov.in পোর্টালে পাওয়া তথ্য| সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
RPF কনস্টেবল নিয়োগ পদ্ধতি :
- প্রার্থীদের CBT টেস্ট, ফিজিক্যাল ফিটনেস টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
- কি ভাবে আবেদন করতে হবে?
- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
- সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
- যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
- নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
- সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
RPF কনস্টেবল নিয়োগ প্রয়োজনীয় লিঙ্ক :
অফিশিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in
অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF